ক্রীড়া ডেস্ক
বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। ১৩ সদস্যের দলে চমক রেখেছে কিউইরা। ইতিহাস গড়ার পরের টেস্টের দল থেকে বাদ পড়েছেন আজাজ প্যাটেল। চোট কাটিয়ে দলে ফিরেছেন বাঁহাতি ওপেনার ডেভন কনওয়ে।
ভারতের বিপক্ষে তাঁদের মাটিতে কদিন আগে মাত্র তৃতীয় বোলার হিসেবে ইনিংসে ১০ উইকেট নেওয়ার কীর্তি গড়েছিলেন আজাজ। ঘরের মাঠে পেসনির্ভর দল সাজাতে গিয়ে বাদ দিতে হয়েছে এই বাঁহাতি স্পিনারকে। এ ছাড়া ১৩ সদস্যের দলে আর তেমন চমক নেই। চোটে পড়ে বাংলাদেশের বিপক্ষে সিরিজ থেকে আগেই ছিটকে গেছেন নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন।
ঘরের মাঠে বাংলাদেশের ব্যাটারদের পরীক্ষা নিতে যে প্রস্তুত হয়ে আছেন নিউজিল্যান্ডের পেসাররা, সেটার প্রমাণ ১৩ সদস্যের দল। বিশেষজ্ঞ কোনো স্পিনার না থাকলেও পাঁচ পেসার নিয়ে দল সাজিয়েছে নিউজিল্যান্ড। একমাত্র স্পিন অলরাউন্ডার হিসেবে দলে আছেন রাচিন রবীন্দ্র।
ইতিহাস গড়ার পরের টেস্টে আজাজের বাদ পড়া নিয়ে সোজাসাপ্টা ব্যাখ্যা দিয়েছেন নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টেড। তিনি বলেছেন, ‘ভারতে রেকর্ড গড়া বোলিংয়ের পর আজাজের জন্য খারাপ লাগাই স্বাভাবিক। তবে আমরা সব সময় মনে করি ভিন্ন ভিন্ন মানুষ ভিন্ন ভিন্ন পরিস্থিতির জন্য উপযোগী। স্কোয়াডে যাদের নিয়েছি, ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে খেলার জন্য তারাই সেরা অপশন।’
আগামী ১ জানুয়ারি মাউন্ট মঙ্গানুইয়ে শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। ক্রাইস্টচার্চে দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে ৯ জানুয়ারি থেকে। সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত।
নিউজিল্যান্ড টেস্ট দল:
টম ল্যাথাম (অধিনায়ক), টম ব্লান্ডেল, ট্রেন্ট বোল্ট, ডেভন কনওয়ে, ম্যাট হেনরি, কাইল জেমিসন, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, রাচিন রবীন্দ্র, টিম সাউদি, রস টেলর, নিল ওয়াগনার, উইল ইয়াং
বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। ১৩ সদস্যের দলে চমক রেখেছে কিউইরা। ইতিহাস গড়ার পরের টেস্টের দল থেকে বাদ পড়েছেন আজাজ প্যাটেল। চোট কাটিয়ে দলে ফিরেছেন বাঁহাতি ওপেনার ডেভন কনওয়ে।
ভারতের বিপক্ষে তাঁদের মাটিতে কদিন আগে মাত্র তৃতীয় বোলার হিসেবে ইনিংসে ১০ উইকেট নেওয়ার কীর্তি গড়েছিলেন আজাজ। ঘরের মাঠে পেসনির্ভর দল সাজাতে গিয়ে বাদ দিতে হয়েছে এই বাঁহাতি স্পিনারকে। এ ছাড়া ১৩ সদস্যের দলে আর তেমন চমক নেই। চোটে পড়ে বাংলাদেশের বিপক্ষে সিরিজ থেকে আগেই ছিটকে গেছেন নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন।
ঘরের মাঠে বাংলাদেশের ব্যাটারদের পরীক্ষা নিতে যে প্রস্তুত হয়ে আছেন নিউজিল্যান্ডের পেসাররা, সেটার প্রমাণ ১৩ সদস্যের দল। বিশেষজ্ঞ কোনো স্পিনার না থাকলেও পাঁচ পেসার নিয়ে দল সাজিয়েছে নিউজিল্যান্ড। একমাত্র স্পিন অলরাউন্ডার হিসেবে দলে আছেন রাচিন রবীন্দ্র।
ইতিহাস গড়ার পরের টেস্টে আজাজের বাদ পড়া নিয়ে সোজাসাপ্টা ব্যাখ্যা দিয়েছেন নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টেড। তিনি বলেছেন, ‘ভারতে রেকর্ড গড়া বোলিংয়ের পর আজাজের জন্য খারাপ লাগাই স্বাভাবিক। তবে আমরা সব সময় মনে করি ভিন্ন ভিন্ন মানুষ ভিন্ন ভিন্ন পরিস্থিতির জন্য উপযোগী। স্কোয়াডে যাদের নিয়েছি, ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে খেলার জন্য তারাই সেরা অপশন।’
আগামী ১ জানুয়ারি মাউন্ট মঙ্গানুইয়ে শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। ক্রাইস্টচার্চে দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে ৯ জানুয়ারি থেকে। সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত।
নিউজিল্যান্ড টেস্ট দল:
টম ল্যাথাম (অধিনায়ক), টম ব্লান্ডেল, ট্রেন্ট বোল্ট, ডেভন কনওয়ে, ম্যাট হেনরি, কাইল জেমিসন, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, রাচিন রবীন্দ্র, টিম সাউদি, রস টেলর, নিল ওয়াগনার, উইল ইয়াং
চ্যাম্পিয়নস ট্রফির ভারত-অস্ট্রেলিয়া সেমিফাইনালের আগে বারবার ঘুরেফিরে এসেছিল আহমেদাবাদের কথা। কারণ, সবশেষ ওয়ানডেতে এই দুই দল মুখোমুখি হয়েছে ২০২৩ সালের ১৯ নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনালে। ১ লাখেরও বেশি দর্শককে কাঁদিয়ে ভারতের শিরোপার উৎসব পণ্ড করে দিয়েছিল অস্ট্রেলিয়া।
১ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়া সফরে ব্যর্থতার পর বেশ ভালোভাবেই নড়েচড়ে বসে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। জাতীয় দল নিয়ে বেশ কিছু কঠোর নিয়ম আরোপ করে তারা। এর প্রতিফলন ঘটছে আইপিএলেও। সম্প্রতি আইপিএলের সব দলকে একটি ই-মেইল বার্তায় বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগেভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ সামনে রেখে ক্যাম্প করার জন্য আগামীকাল সৌদি আরবে যাবে বাংলাদেশ ফুটবল দল। চারদিন বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুশীলন করেছে তারা। যা নিয়ে বেশ সন্তুষ্ট কোচ হাভিয়ের কাবরেরা।
২ ঘণ্টা আগেব্যাটার কোহলিকে তো নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। একের পর এক রেকর্ড গড়েছেন বলে পেয়েছেন ‘কিং কোহলি’ উপাধি। রেকর্ড গড়া যাঁর কাছে ডালভাতের মতো, তিনি আজ গড়লেন আরও এক রেকর্ড। তাতে পেছনে ফেলেছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক রিকি পন্টিংকে।
২ ঘণ্টা আগে