অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পাকিস্তানে গিয়েও কোনো ম্যাচ না খেলেই ফিরে এসেছিল নিউজিল্যান্ড। নিরাপত্তা শঙ্কার কথা বলে হুট করে কিউইদের পাকিস্তান ছাড়া নিয়ে তখন কম জলঘোলা হয়নি। নিউজিল্যান্ড দলের ওই ঘটনায় পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ভালোভাবে ফেরা শঙ্কার মুখে পড়েছিল।
সেই নিউজিল্যান্ডই এবার চার মাসের ব্যবধানে দুইবার পাকিস্তান সফর করবে। এক বিবৃতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বিষয়টি নিশ্চিত করেছে। পিসিবি জানিয়েছে, ২০২২ সালের ডিসেম্বরে দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলতে পাকিস্তান সফরে যাবে নিউজিল্যান্ড। এরপর ২০২৩ সালের এপ্রিলে দ্বিতীয়বার পাকিস্তান যাবেন কেন উইলিয়ামসনরা। এই সফরে পাঁচটি ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি খেলবে কিউইরা।
আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপারটা নিয়ে কৌতূহল তৈরি করে পিসিবির অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে। সেখানে তারা জানায়, ‘অনেক বড় একটা খবর জানাতে আমরা প্রস্তুত। কী হতে পারে সেই ঘোষণা, কোনো অনুমান করতে পারেন?’
ঘণ্টাখানেক পর আরেক টুইটে জল্পনার অবসান ঘটে। এবার পিসিবি এক টুইট বার্তায় জানায়, ‘প্রস্তুত হোন! ২০২২-২৩ মৌসুমের ডিসেম্বর-জানুয়ারিতে দুই টেস্ট ও তিন ওয়ানডে খেলতে পাকিস্তান সফরে আসতে যাচ্ছে নিউজিল্যান্ড। এরপর সাদা বলের ক্রিকেটে ১০টি ম্যাচ খেলার জন্য আবার ফিরবে তারা। দারুণ রোমাঞ্চকর এক খবর, তাই না?’
অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পাকিস্তানে গিয়েও কোনো ম্যাচ না খেলেই ফিরে এসেছিল নিউজিল্যান্ড। নিরাপত্তা শঙ্কার কথা বলে হুট করে কিউইদের পাকিস্তান ছাড়া নিয়ে তখন কম জলঘোলা হয়নি। নিউজিল্যান্ড দলের ওই ঘটনায় পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ভালোভাবে ফেরা শঙ্কার মুখে পড়েছিল।
সেই নিউজিল্যান্ডই এবার চার মাসের ব্যবধানে দুইবার পাকিস্তান সফর করবে। এক বিবৃতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বিষয়টি নিশ্চিত করেছে। পিসিবি জানিয়েছে, ২০২২ সালের ডিসেম্বরে দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলতে পাকিস্তান সফরে যাবে নিউজিল্যান্ড। এরপর ২০২৩ সালের এপ্রিলে দ্বিতীয়বার পাকিস্তান যাবেন কেন উইলিয়ামসনরা। এই সফরে পাঁচটি ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি খেলবে কিউইরা।
আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপারটা নিয়ে কৌতূহল তৈরি করে পিসিবির অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে। সেখানে তারা জানায়, ‘অনেক বড় একটা খবর জানাতে আমরা প্রস্তুত। কী হতে পারে সেই ঘোষণা, কোনো অনুমান করতে পারেন?’
ঘণ্টাখানেক পর আরেক টুইটে জল্পনার অবসান ঘটে। এবার পিসিবি এক টুইট বার্তায় জানায়, ‘প্রস্তুত হোন! ২০২২-২৩ মৌসুমের ডিসেম্বর-জানুয়ারিতে দুই টেস্ট ও তিন ওয়ানডে খেলতে পাকিস্তান সফরে আসতে যাচ্ছে নিউজিল্যান্ড। এরপর সাদা বলের ক্রিকেটে ১০টি ম্যাচ খেলার জন্য আবার ফিরবে তারা। দারুণ রোমাঞ্চকর এক খবর, তাই না?’
লাওসে গতকাল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দলের জন্য দিনটা ছিল অম্লমধুর। কারণ, বিকেলে এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৬-১ গোলে হজমের পর মূল পর্বের টিকিট পাওয়াটাই শঙ্কার মুখে পড়ে গিয়েছিল। পরে জানা যায়, বাংলাদেশ নারী দল অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূল পর্বে উঠেছে।
৬ মিনিট আগেপাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে যেন জিততেই ভুলে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের পর এই সংস্করণে দুই দলের চারবারের দেখাতে চারবারই জিতেছিল পাকিস্তান। অবশেষে গত রাতে ওয়েস্ট ইন্ডিজের ফুরোয় ৬ বছরের অপেক্ষা। তাতে করে বাংলাদেশ, পাকিস্তান দুই দলই পেয়েছে দুঃসংবাদ।
১ ঘণ্টা আগেবয়স ৪০ পেরোনোর পরও ক্রিস্টিয়ানো রোনালদোর যে ক্ষুধা কমেনি, সেটা তাঁর পারফরম্যান্সেই বোঝা যাচ্ছে। মাঠে নামলেই গোল করার নেশা তাঁকে ভীষণভাবে পেয়ে বসে। ক্লাব প্রীতি ম্যাচেও দেখিয়ে যাচ্ছেন তাঁর দাপট।
২ ঘণ্টা আগেইংল্যান্ডের ‘দ্য হান্ড্রেড’ টুর্নামেন্টে আজ পুরুষ, নারী দুই দলেরই খেলা রয়েছে। দুই ম্যাচেই মুখোমুখি হবে লন্ডন স্পিরিট-ম্যানচেস্টার অরিজিনালস। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
৩ ঘণ্টা আগে