তাসকিনদের সবুজ উইকেটের বোলিং বোঝালেন বোল্ট-সাউদিরা
ক্রাইস্টচার্চে পেস বোলিং সহায়ক উইকেটের পুরো ফায়দা নিয়েছেন ট্রেন্ট বোল্ট, টিম সাউদি, কাইল জেমিসনরা। সবুজ উইকেটে গতি, সুইং আর বাউন্সে নাকাল করেছেন বাংলাদেশের ব্যাটারদের। কিউই পেসারদের তোপে প্রথম ইনিংসে আজ ১২৬ রানে অল আউট হয়েছে মুমিনুল হকের দল।