Ajker Patrika

ম্যাচ নিয়ে হতাশ, সিরিজ নিয়ে গর্বিত মুমিনুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১১ জানুয়ারি ২০২২, ১৫: ৫২
ম্যাচ নিয়ে হতাশ, সিরিজ নিয়ে গর্বিত মুমিনুল

মাউন্ট মঙ্গানুইয়ে ঐতিহাসিক জয়ে দুই ম্যাচ সিরিজে এগিয়ে গিয়েছিল বাংলাদেশ। ক্রাইস্টচার্চে ড্র করতে পারলেই নিউজিল্যান্ড থেকে প্রথমবার ইতিহাস গড়ে ফেরার সুযোগ ছিল লাল-সবুজের প্রতিনিধিদের সামনে। কিন্তু কিউইরা দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে তিন দিনেই জিতে নিয়েছে ক্রাইস্টচার্চ টেস্ট।

লিটন দাসের লড়াকু সেঞ্চুরির পরও বাংলাদেশ আজ হেরেছে ইনিংস ও ১১৭ রানের ব্যবধানে। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আওতাধীন সিরিজটি তাই শেষ হয়েছে ১-১ সমতায়।

ঘাসে ভরা ক্রাইস্টচার্চের ২২ গজে বাংলাদেশ সুবিধা করতে না পারলেও নিউজিল্যান্ডে প্রথমবার সিরিজ ড্রয়ের তৃপ্তি তো আছেই, সঙ্গে টেস্ট চ্যাম্পিয়নশিপে মূল্যবান ১২ পয়েন্ট বাগিয়ে নিতে পারায় দল নিয়ে গর্বিত মুমিনুল হক।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ‘প্রথম ম্যাচে আমরা ভালো করলেও এই ম্যাচের পারফরম্যান্স ছিল হতাশাজনক। আমাদের সামনে ছন্দ ও ধারাবাহিকতা ধরে রাখার চ্যালেঞ্জ ছিল। দুভার্গ্যবশত আমরা পারিনি। তবে দল নিয়ে আমি গর্বিত।’

মাউন্ট মঙ্গানুইয়ে অধরা জয় ও ইবাদত-লিটনের বীরোচিত পারফরম্যান্স থেকে ইতিবাচক দিক খুঁজে নিলেন মুমিনুল, ‘বিদেশে ভালো খেলার মানসিকতা গড়ে তোলা জরুরি। দ্বিতীয় টেস্ট হারলেও বেশ কিছু ইতিবাচক দিক ছিল। ইবাদত দুর্দান্ত ছিল। লিটনের ইনিংস দেখে একবারও মনে হয়নি এই (ক্রাইস্টচার্চের) উইকেটে ব্যাটিং করা কঠিন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত