Ajker Patrika

থিতু হয়েও উইকেট বিলানোর ‘পুরোনো রোগ’, হারের মুখে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১১ জানুয়ারি ২০২২, ১২: ৩১
থিতু হয়েও উইকেট বিলানোর ‘পুরোনো রোগ’, হারের মুখে বাংলাদেশ

সপ্তাহ না পেরোতেই নিজেদের ‘আসল রূপ’ দেখাতে শুরু করেছেন বাংলাদেশের ব্যাটাররা। প্রথম ইনিংসে মুখ থুবড়ে পড়ার পরদিনও শিক্ষা হয়নি তাঁদের। 

নিউজিল্যান্ডের বিপক্ষে আজ ক্রাইস্টচার্চ টেস্টের তৃতীয় দিনেও অফ স্টাম্পের একটু বাইরের ডেলিভারিগুলোতে ফের বিচলিত হয়ে ফাঁদে পা দিয়েছেন মুমিনুল হক-সাদমান ইসলাম। উইকেটে থিতু হয়েও যেন আত্মাহুতি দিয়েছেন তাঁরা। 

ফলোঅনে পড়ে কিছুটা প্রতিরোধ গড়লেও লড়াইটা যথেষ্ট হয়নি। ফলে বাংলাদেশের ইনিংসে বাজছে বেলা শেষের গান। 

গতকাল দ্বিতীয় দিনেই বড় জয়ের মঞ্চ প্রস্তুত করে ফেলে নিউজিল্যান্ড। আজ অপেক্ষা ছিল আনুষ্ঠানিকতা সারার। সেটি অনেকটাই সেরে নিয়েছেন স্বাগতিকেরা। 

প্রথম ইনিংসে বাংলাদেশকে গুঁড়িয়ে দিতে নেতৃত্ব দিয়েছিলেন ট্রেন্ট বোল্ট, এবার দিচ্ছেন আরেক আগ্রাসী ফাস্ট বোলার নিল ওয়াগনার। তাঁর লাগাতার খুনে বাউন্সারে চা-বিরতি পর্যন্ত ৫ উইকেট হারিয়ে বাংলাদেশ তুলেছিল ১৫২ রান। ইনিংস হারে তখনো প্রয়োজন ২৪৩ রান। 

ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে নেমে প্রথম সেশনে ২ উইকেটে এসেছিল ৭৪ রান। ওপেনিংয়ে সতর্ক শুরুর পর অধিনায়ক মুমিনুল হক বাড়াচ্ছিলেন রান, নড়বড়ে অবস্থায় ব্যাট করলেও টিকে গিয়েছিলেন মোহাম্মদ নাঈম। তবে থিতু হয়ে বিদায় নেন দুজনই। 

দ্বিতীয় সেশনের বাকিটা সময় নুরুল হাসান সোহানকে নিয়ে পার করে দেন লিটন দাস। প্রথম ইনিংসে ব্যর্থ লিটন দ্বিতীয় ইনিংসে দেখাচ্ছেন অসাধারণ দৃঢ়তা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালার সঙ্গে শত্রুতা মুহাম্মদ ইউনূসের, আমি ‘কোল্যাটারাল ড্যামেজ’: টিউলিপ সিদ্দিক

এনসিপি নেতার বাড়িতে কাফনের কাপড়, চিরকুটে লেখা—‘প্রস্তুত হ রাজাকার’

৪০ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার, অর্থ ফেরতের নির্দেশ

গণশুনানিতে দুদক চেয়ারম্যানের প্রতি ক্ষোভ দেখালেন মৎস্যচাষি

‘কাল দেখা হইবে, ভালো থাকিস’—ছেলেকে বলেছিলেন গণপিটুনিতে নিহত প্রদীপ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত