নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রথম ইনিংসের মতো আসা-যাওয়ার মিছিল ত্বরান্বিত না করলেও থিতু হয়ে আত্মাহুতি দেওয়ার ‘পুরোনো রোগ’ ফিরিয়ে এনেছেন বাংলাদেশের ব্যাটাররা।
নিল ওয়াগনার ও কাইল জেমিসনের খুনে বাউন্সারের সঙ্গে টম ল্যাথাম-রস টেলরদের দুর্দান্ত ফিল্ডিংয়ের মিশেলে তৃতীয় দিন চা-বিরতির আগেই ১২৮ রানে ৫ উইকেট হারিয়ে বসে সফরকারীরা। নিউজিল্যান্ডের বিপক্ষে ক্রাইস্টচার্চ টেস্টে ইনিংস ব্যবধানে হার তখন সময়ের ব্যাপারই মনে হচ্ছিল।
তবে লিটন দাস ও নুরুল হাসান সোহানের দৃঢ়তায় ঘুরে দাঁড়ানোর আভাস দেয় বাংলাদেশ। টাইমিং ও প্লেসমেন্টের পসরা সাজিয়ে ১০১ রান যোগ করেন দুই কিপার-ব্যাটার। নিউজিল্যান্ডের বিপক্ষে ষষ্ঠ উইকেটে সর্বোচ্চ এই জুটি গড়ে বাংলাদেশকে ম্যাচে ফেরানোরই চেষ্টায় ছিলেন তাঁরা। দিনের শেষ সেশনে বাউন্ডারির বৃষ্টি নামাচ্ছিলেন লিটন-সোহান। কিন্তু ল্যাথামের এক ‘এক্সপেরিমেন্টেই’ আশার সমাধি!
ওয়াগনার-বোল্টদের সাবলীলভাবে সামলাতে দেখে ‘পার্ট-টাইমার’ ড্যারিল মিচেলকে বোলিংয়ে আনেন কিউই অধিনায়ক ল্যাথাম। মিচেল অধিনায়কের আস্থার প্রতিদান দেন বাংলাদেশকে স্বপ্ন দেখাতে শুরু করা জুটি ভেঙে। বাঁ দিকে ঝাঁপিয়ে বল তালুবন্দী করে, যার পূর্ণতা দেন ওয়াগনার।
৬৪তম ওভারের শেষ বলটা মিচেল করেছিলেন অফ স্টাম্পে। গুড লেংথের ডেলিভারিটি উড়িয়ে মারতে গিয়ে টাইমিংয়ে গড়বড় করে ফেলেন সোহান (৩৬)। খানিকটা দৌড়ে ওয়াইড মিড অফে ঝাঁপিয়ে বল মুঠোবন্দী করেন ওয়াগনার।
তবে সোহান ফিরলেও মেহেদী হাসান মিরাজকে নিয়ে লড়াই জারি রেখেছেন লিটন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেট ২৪১ রান। ইনিংস ব্যবধানে হার এড়াতে চাই আরও ১৫৪ রান। লিটন অপরাজিত ৭৮ রানে, মিরাজ খেলছেন ৩ রান নিয়ে।
গতকাল পড়ন্ত বিকেলে বাংলাদেশ প্রথম ইনিংসে ১২৬ রানে অলআউট হলে সেখানেই দ্বিতীয় দিনের খেলার সমাপ্তি টানেন দুই অনফিল্ড আম্পায়ার। ৩৯৫ রানে পিছিয়ে থাকা সফরকারীদের নিউজিল্যান্ড যে ফলো-অনে ফেলতে যাচ্ছে, সে ব্যাপারে কিছুটা আভাস দিয়েছিলেন ট্রেন্ট বোল্ট।
শেষমেশ বোল্টের আভাসকেই বাস্তবে রূপ দেন টম ল্যাথাম। আজ তৃতীয় দিনে বাংলাদেশকে ফের ব্যাটিংয়ে পাঠান কিউই অধিনায়ক। তবে নতুন দিনেও ব্যাটিংয়ের ‘পুরোনো রোগ’ জেঁকে বসেছে বাংলাদেশের ব্যাটারদের রন্ধ্রে রন্ধ্রে।
বাংলাদেশ (২য় ইনিংস)
৭১ ওভারে ২৪১/৬
লিটন ৭৮, মুমিনুল ৩৭, সোহান ৩৬, শান্ত ২৯
ওয়াগনার ৩/৫৯, মিচেল ১/১৮, সাউদি ১/৫৪
ইনিংস ব্যবধানে হার এড়াতে দরকার আরও ১৫৪ রান
* তৃতীয় দিনের শেষ সেশন চলছে …
প্রথম ইনিংসের মতো আসা-যাওয়ার মিছিল ত্বরান্বিত না করলেও থিতু হয়ে আত্মাহুতি দেওয়ার ‘পুরোনো রোগ’ ফিরিয়ে এনেছেন বাংলাদেশের ব্যাটাররা।
নিল ওয়াগনার ও কাইল জেমিসনের খুনে বাউন্সারের সঙ্গে টম ল্যাথাম-রস টেলরদের দুর্দান্ত ফিল্ডিংয়ের মিশেলে তৃতীয় দিন চা-বিরতির আগেই ১২৮ রানে ৫ উইকেট হারিয়ে বসে সফরকারীরা। নিউজিল্যান্ডের বিপক্ষে ক্রাইস্টচার্চ টেস্টে ইনিংস ব্যবধানে হার তখন সময়ের ব্যাপারই মনে হচ্ছিল।
তবে লিটন দাস ও নুরুল হাসান সোহানের দৃঢ়তায় ঘুরে দাঁড়ানোর আভাস দেয় বাংলাদেশ। টাইমিং ও প্লেসমেন্টের পসরা সাজিয়ে ১০১ রান যোগ করেন দুই কিপার-ব্যাটার। নিউজিল্যান্ডের বিপক্ষে ষষ্ঠ উইকেটে সর্বোচ্চ এই জুটি গড়ে বাংলাদেশকে ম্যাচে ফেরানোরই চেষ্টায় ছিলেন তাঁরা। দিনের শেষ সেশনে বাউন্ডারির বৃষ্টি নামাচ্ছিলেন লিটন-সোহান। কিন্তু ল্যাথামের এক ‘এক্সপেরিমেন্টেই’ আশার সমাধি!
ওয়াগনার-বোল্টদের সাবলীলভাবে সামলাতে দেখে ‘পার্ট-টাইমার’ ড্যারিল মিচেলকে বোলিংয়ে আনেন কিউই অধিনায়ক ল্যাথাম। মিচেল অধিনায়কের আস্থার প্রতিদান দেন বাংলাদেশকে স্বপ্ন দেখাতে শুরু করা জুটি ভেঙে। বাঁ দিকে ঝাঁপিয়ে বল তালুবন্দী করে, যার পূর্ণতা দেন ওয়াগনার।
৬৪তম ওভারের শেষ বলটা মিচেল করেছিলেন অফ স্টাম্পে। গুড লেংথের ডেলিভারিটি উড়িয়ে মারতে গিয়ে টাইমিংয়ে গড়বড় করে ফেলেন সোহান (৩৬)। খানিকটা দৌড়ে ওয়াইড মিড অফে ঝাঁপিয়ে বল মুঠোবন্দী করেন ওয়াগনার।
তবে সোহান ফিরলেও মেহেদী হাসান মিরাজকে নিয়ে লড়াই জারি রেখেছেন লিটন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেট ২৪১ রান। ইনিংস ব্যবধানে হার এড়াতে চাই আরও ১৫৪ রান। লিটন অপরাজিত ৭৮ রানে, মিরাজ খেলছেন ৩ রান নিয়ে।
গতকাল পড়ন্ত বিকেলে বাংলাদেশ প্রথম ইনিংসে ১২৬ রানে অলআউট হলে সেখানেই দ্বিতীয় দিনের খেলার সমাপ্তি টানেন দুই অনফিল্ড আম্পায়ার। ৩৯৫ রানে পিছিয়ে থাকা সফরকারীদের নিউজিল্যান্ড যে ফলো-অনে ফেলতে যাচ্ছে, সে ব্যাপারে কিছুটা আভাস দিয়েছিলেন ট্রেন্ট বোল্ট।
শেষমেশ বোল্টের আভাসকেই বাস্তবে রূপ দেন টম ল্যাথাম। আজ তৃতীয় দিনে বাংলাদেশকে ফের ব্যাটিংয়ে পাঠান কিউই অধিনায়ক। তবে নতুন দিনেও ব্যাটিংয়ের ‘পুরোনো রোগ’ জেঁকে বসেছে বাংলাদেশের ব্যাটারদের রন্ধ্রে রন্ধ্রে।
বাংলাদেশ (২য় ইনিংস)
৭১ ওভারে ২৪১/৬
লিটন ৭৮, মুমিনুল ৩৭, সোহান ৩৬, শান্ত ২৯
ওয়াগনার ৩/৫৯, মিচেল ১/১৮, সাউদি ১/৫৪
ইনিংস ব্যবধানে হার এড়াতে দরকার আরও ১৫৪ রান
* তৃতীয় দিনের শেষ সেশন চলছে …
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সদর দপ্তরে চুরির ঘটনা ঘটেছে। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন, এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আইপিএলের বেশ কিছু জার্সি চুরি হয়েছে বলে জানা গেছে।
৩ মিনিট আগেকলকাতা নাইট রাইডার্সের প্রধান কোচের দায়িত্ব ছাড়লেন চন্দ্রকান্ত পণ্ডিত। আজ এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে কেকেআর। কলকাতা তাঁর অধীনে ২০২৪ আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল। সবশেষ মৌসুমে অবশ্য ভালো যায়নি দলটির। ৮ নম্বরে থেকে মৌসুম শেষ করে তারা।
৩২ মিনিট আগেএশিয়ান কাপে প্রথমবার খেলার সুযোগ পেয়ে কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। নবাগত দলটিকে সামলাতে হবে চীন, উত্তর কোরিয়া ও উজবেকিস্তানের মতো শক্তিশালী প্রতিপক্ষকে। তবে ভয় পাচ্ছেন না বাংলাদেশ কোচ পিটার বাটলার। বরং দেখছেন শেখার মঞ্চ হিসেবে।
৩৩ মিনিট আগেঅস্ট্রেলিয়ার পর ইংল্যান্ড সফরেও সুবিধা করতে পারছে না ভারত। ২-১ ব্যবধানে পিছিয়ে রয়েছে স্বাগতিকেরা। ভারতের দায়িত্ব নেওয়ার পর কোচ গৌতম গম্ভীরের অধীনে টেস্টে সেভাবে সুফল পাচ্ছে না ভারত। নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার কাছে হেরে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের স্বপ্নভঙ্গ হয় তাদের। নতুন চক্রে প্রথম সিরিজে
২ ঘণ্টা আগে