নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মাউন্ট মঙ্গানুইয়ের সুখস্মৃতি ক্রাইস্টচার্চে ফিরিয়ে আনতে পারেননি তাসকিন আহমেদ-ইবাদত হোসেনরা। হ্যাগলি ওভালের প্রথম দিনে তাঁদের পারফরম্যান্স সে কথাই বলছে। বাংলাদেশ বোলারদের এলোমেলো বোলিংয়ে বিবর্ণ একটা দিনের ব্যাখ্যা দিয়েছেন পেস বোলিং কোচ ওটিস গিবসন। তাঁর মতে, বোলিংয়ে শৃঙ্খলা ধরে রাখতে না পারাতেই রানের পাহাড়ে ওঠার অপেক্ষায় নিউজিল্যান্ড।
বে ওভালে তাসকিন-ইবাদতদের বল খেলতে হিমশম খেয়েছেন নিউজিল্যান্ড ব্যাটাররা। ঠিক উল্টো চিত্র হ্যাগলি ওভালে। অথচ এখানকার উইকেটের সঙ্গে পেস বোলারদের বন্ধুত্ব হওয়ার কথা। তাই তো টেস্ট শুরুর আগে টস জিতে ফিল্ডিং নেওয়ার কথা জানিয়েছিল দুই দলই। টস ভাগ্যকে পাশে পেলেও দিনটা পারলে ভুলে যেতে চাইবেন মুমিনুল হকরা। চার ছুঁই ছুঁই রানরেটে অনেকটা ওয়ানডে গতিতে রান তুলেছেন টম ল্যাথাম-ডেভন কনওয়েরা।
ম্যাচ শেষে দলের প্রতিনিধি হয়ে আসা পেস বোলিং কোচ গিবসন ব্যাপারটার ব্যাখ্যা দিয়েছেন। প্রথম টেস্টের পর বোলারদের ক্লান্তির কথাও উঠে এসেছে তাঁর কথায়। তবে এসবকে অজুহাত হিসেবে দাঁড় না করিয়ে গিবসনের ভাষ্য, ‘দুর্ভাগ্যজনকভাবে আমরা গত সপ্তাহের মতো শৃঙ্খলা রেখে বল করতে পারিনি। ল্যাথাম দারুণ খেলেছে। সকালে সে ভালো বল ছেড়েছে। আমরা ভালো বল করে সুযোগ তৈরি করতে পারিনি, যেটা শেষ টেস্টে পেরেছিলাম।’
হ্যাগলি ওভালের উইকেট সবুজ দেখা গেলেও সেখানে প্রত্যাশামতো সুইং আর মুভমেন্ট পাননি ইবাদত-তাসকিনরা। তাতে পেসারদের ধারাবাহিকভাবে একই লাইন-লেংথে বল করতে না পারার কথা তো বলেছেনই গিবসন। একই সঙ্গে উইকেটের দায়ও দেখছেন বাংলাদেশ পেস বোলিং কোচ, ‘সবুজ উইকেট দেখে আপনার মনে হবে আজ যেমন করেছে তার চেয়ে ভালো করা উচিত ছিল। আমরা যতটুকু আশা করেছিলাম, উইকেট আসলে সেরকম না। তবে এটাকে অজুহাত হিসেবে দাঁড় করাব না। খেলাধুলায় পারফরম্যান্সের ওঠানামা সম্পর্কে তো জানি, গত সপ্তাহটা আমাদের দারুণ গেছে। ওই হারে নিউজিল্যান্ড কষ্ট পেয়েছে। আজ তারা প্রমাণ করেছে, কেন তারা টেস্ট চ্যাম্পিয়ন।’
মাউন্ট মঙ্গানুইয়ের সুখস্মৃতি ক্রাইস্টচার্চে ফিরিয়ে আনতে পারেননি তাসকিন আহমেদ-ইবাদত হোসেনরা। হ্যাগলি ওভালের প্রথম দিনে তাঁদের পারফরম্যান্স সে কথাই বলছে। বাংলাদেশ বোলারদের এলোমেলো বোলিংয়ে বিবর্ণ একটা দিনের ব্যাখ্যা দিয়েছেন পেস বোলিং কোচ ওটিস গিবসন। তাঁর মতে, বোলিংয়ে শৃঙ্খলা ধরে রাখতে না পারাতেই রানের পাহাড়ে ওঠার অপেক্ষায় নিউজিল্যান্ড।
বে ওভালে তাসকিন-ইবাদতদের বল খেলতে হিমশম খেয়েছেন নিউজিল্যান্ড ব্যাটাররা। ঠিক উল্টো চিত্র হ্যাগলি ওভালে। অথচ এখানকার উইকেটের সঙ্গে পেস বোলারদের বন্ধুত্ব হওয়ার কথা। তাই তো টেস্ট শুরুর আগে টস জিতে ফিল্ডিং নেওয়ার কথা জানিয়েছিল দুই দলই। টস ভাগ্যকে পাশে পেলেও দিনটা পারলে ভুলে যেতে চাইবেন মুমিনুল হকরা। চার ছুঁই ছুঁই রানরেটে অনেকটা ওয়ানডে গতিতে রান তুলেছেন টম ল্যাথাম-ডেভন কনওয়েরা।
ম্যাচ শেষে দলের প্রতিনিধি হয়ে আসা পেস বোলিং কোচ গিবসন ব্যাপারটার ব্যাখ্যা দিয়েছেন। প্রথম টেস্টের পর বোলারদের ক্লান্তির কথাও উঠে এসেছে তাঁর কথায়। তবে এসবকে অজুহাত হিসেবে দাঁড় না করিয়ে গিবসনের ভাষ্য, ‘দুর্ভাগ্যজনকভাবে আমরা গত সপ্তাহের মতো শৃঙ্খলা রেখে বল করতে পারিনি। ল্যাথাম দারুণ খেলেছে। সকালে সে ভালো বল ছেড়েছে। আমরা ভালো বল করে সুযোগ তৈরি করতে পারিনি, যেটা শেষ টেস্টে পেরেছিলাম।’
হ্যাগলি ওভালের উইকেট সবুজ দেখা গেলেও সেখানে প্রত্যাশামতো সুইং আর মুভমেন্ট পাননি ইবাদত-তাসকিনরা। তাতে পেসারদের ধারাবাহিকভাবে একই লাইন-লেংথে বল করতে না পারার কথা তো বলেছেনই গিবসন। একই সঙ্গে উইকেটের দায়ও দেখছেন বাংলাদেশ পেস বোলিং কোচ, ‘সবুজ উইকেট দেখে আপনার মনে হবে আজ যেমন করেছে তার চেয়ে ভালো করা উচিত ছিল। আমরা যতটুকু আশা করেছিলাম, উইকেট আসলে সেরকম না। তবে এটাকে অজুহাত হিসেবে দাঁড় করাব না। খেলাধুলায় পারফরম্যান্সের ওঠানামা সম্পর্কে তো জানি, গত সপ্তাহটা আমাদের দারুণ গেছে। ওই হারে নিউজিল্যান্ড কষ্ট পেয়েছে। আজ তারা প্রমাণ করেছে, কেন তারা টেস্ট চ্যাম্পিয়ন।’
ড্রাগ টেস্টে পজিটিভ হওয়ায় ৩ মাসের নিষেধাজ্ঞা পেয়েছিলেন কাগিসো রাবাদা। তবে পেশাদার আচরণ বজায় এবং বোর্ডের কাছে ক্ষমা চাওয়ায় তাঁর শাস্তি কমে এসেছে। এখন সব ধরনের ক্রিকেটে খেলতে আর কোনো বাধা নেই দক্ষিণ আফ্রিকার এ পেসারের। ডোপিংয়ের দায়ে পাওয়া তিন মাসের নিষেধাজ্ঞা কমিয়ে এক মাসে আনা হয়েছে। এরই মধ্যে এক মাস
৯ ঘণ্টা আগেটানা তিন জয়ের পর আজ সুযোগ ছিল সিরিজ জয়ের। আজ পঞ্চম ওয়ানডেতে বোলাররা নিজেদের কাজটাও সেরে রাখেন দারুণভাবে। সাইমুন বশির-রিজান হাসানরা দুর্দান্ত বোলিংয়ে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলকে ১৯৬ রানেই আটকে রাখে বাংলাদেশ যুবারা। গত তিন ম্যাচের ব্যাটিং বিবেচনায় ১৯৭ রানের লক্ষ্য বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের
১১ ঘণ্টা আগেপ্রথমবারের মতো আইসিসি পুরুষ ক্রিকেটারদের ‘প্লেয়ার অব দ্য মান্থ’ পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন মেহেদী হাসান মিরাজ। কদিন আগে শেষ হওয়া বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট সিরিজ ব্যাটে-বলে আলো ছড়িয়েছেন এই অলরাউন্ডার। মিরাজের সঙ্গে এপ্রিলে মাসের ‘প্লেয়ার অব দ্য মান্থের’ সংক্ষিপ্ত তালিকায় জায়গা করেছেন জিম্বাবুয়ের ব
১৩ ঘণ্টা আগে১৭ মে শারজায় সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে শুরু বাংলাদেশের ব্যস্ততা। নাজমুল হোসেন শান্ত-লিটন দাসরা এরপর উড়াল দেবেন পাকিস্তানে টি-টোয়েন্টি সিরিজ খেলতে। এক মাসে সাত টি-টোয়েন্টি খেলার পর বাংলাদেশ দল যাবে শ্রীলঙ্কা সফরে।
১৩ ঘণ্টা আগে