নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মাউন্ট মঙ্গানুইয়ের সুখস্মৃতি ক্রাইস্টচার্চে ফিরিয়ে আনতে পারেননি তাসকিন আহমেদ-ইবাদত হোসেনরা। হ্যাগলি ওভালের প্রথম দিনে তাঁদের পারফরম্যান্স সে কথাই বলছে। বাংলাদেশ বোলারদের এলোমেলো বোলিংয়ে বিবর্ণ একটা দিনের ব্যাখ্যা দিয়েছেন পেস বোলিং কোচ ওটিস গিবসন। তাঁর মতে, বোলিংয়ে শৃঙ্খলা ধরে রাখতে না পারাতেই রানের পাহাড়ে ওঠার অপেক্ষায় নিউজিল্যান্ড।
বে ওভালে তাসকিন-ইবাদতদের বল খেলতে হিমশম খেয়েছেন নিউজিল্যান্ড ব্যাটাররা। ঠিক উল্টো চিত্র হ্যাগলি ওভালে। অথচ এখানকার উইকেটের সঙ্গে পেস বোলারদের বন্ধুত্ব হওয়ার কথা। তাই তো টেস্ট শুরুর আগে টস জিতে ফিল্ডিং নেওয়ার কথা জানিয়েছিল দুই দলই। টস ভাগ্যকে পাশে পেলেও দিনটা পারলে ভুলে যেতে চাইবেন মুমিনুল হকরা। চার ছুঁই ছুঁই রানরেটে অনেকটা ওয়ানডে গতিতে রান তুলেছেন টম ল্যাথাম-ডেভন কনওয়েরা।
ম্যাচ শেষে দলের প্রতিনিধি হয়ে আসা পেস বোলিং কোচ গিবসন ব্যাপারটার ব্যাখ্যা দিয়েছেন। প্রথম টেস্টের পর বোলারদের ক্লান্তির কথাও উঠে এসেছে তাঁর কথায়। তবে এসবকে অজুহাত হিসেবে দাঁড় না করিয়ে গিবসনের ভাষ্য, ‘দুর্ভাগ্যজনকভাবে আমরা গত সপ্তাহের মতো শৃঙ্খলা রেখে বল করতে পারিনি। ল্যাথাম দারুণ খেলেছে। সকালে সে ভালো বল ছেড়েছে। আমরা ভালো বল করে সুযোগ তৈরি করতে পারিনি, যেটা শেষ টেস্টে পেরেছিলাম।’
হ্যাগলি ওভালের উইকেট সবুজ দেখা গেলেও সেখানে প্রত্যাশামতো সুইং আর মুভমেন্ট পাননি ইবাদত-তাসকিনরা। তাতে পেসারদের ধারাবাহিকভাবে একই লাইন-লেংথে বল করতে না পারার কথা তো বলেছেনই গিবসন। একই সঙ্গে উইকেটের দায়ও দেখছেন বাংলাদেশ পেস বোলিং কোচ, ‘সবুজ উইকেট দেখে আপনার মনে হবে আজ যেমন করেছে তার চেয়ে ভালো করা উচিত ছিল। আমরা যতটুকু আশা করেছিলাম, উইকেট আসলে সেরকম না। তবে এটাকে অজুহাত হিসেবে দাঁড় করাব না। খেলাধুলায় পারফরম্যান্সের ওঠানামা সম্পর্কে তো জানি, গত সপ্তাহটা আমাদের দারুণ গেছে। ওই হারে নিউজিল্যান্ড কষ্ট পেয়েছে। আজ তারা প্রমাণ করেছে, কেন তারা টেস্ট চ্যাম্পিয়ন।’
মাউন্ট মঙ্গানুইয়ের সুখস্মৃতি ক্রাইস্টচার্চে ফিরিয়ে আনতে পারেননি তাসকিন আহমেদ-ইবাদত হোসেনরা। হ্যাগলি ওভালের প্রথম দিনে তাঁদের পারফরম্যান্স সে কথাই বলছে। বাংলাদেশ বোলারদের এলোমেলো বোলিংয়ে বিবর্ণ একটা দিনের ব্যাখ্যা দিয়েছেন পেস বোলিং কোচ ওটিস গিবসন। তাঁর মতে, বোলিংয়ে শৃঙ্খলা ধরে রাখতে না পারাতেই রানের পাহাড়ে ওঠার অপেক্ষায় নিউজিল্যান্ড।
বে ওভালে তাসকিন-ইবাদতদের বল খেলতে হিমশম খেয়েছেন নিউজিল্যান্ড ব্যাটাররা। ঠিক উল্টো চিত্র হ্যাগলি ওভালে। অথচ এখানকার উইকেটের সঙ্গে পেস বোলারদের বন্ধুত্ব হওয়ার কথা। তাই তো টেস্ট শুরুর আগে টস জিতে ফিল্ডিং নেওয়ার কথা জানিয়েছিল দুই দলই। টস ভাগ্যকে পাশে পেলেও দিনটা পারলে ভুলে যেতে চাইবেন মুমিনুল হকরা। চার ছুঁই ছুঁই রানরেটে অনেকটা ওয়ানডে গতিতে রান তুলেছেন টম ল্যাথাম-ডেভন কনওয়েরা।
ম্যাচ শেষে দলের প্রতিনিধি হয়ে আসা পেস বোলিং কোচ গিবসন ব্যাপারটার ব্যাখ্যা দিয়েছেন। প্রথম টেস্টের পর বোলারদের ক্লান্তির কথাও উঠে এসেছে তাঁর কথায়। তবে এসবকে অজুহাত হিসেবে দাঁড় না করিয়ে গিবসনের ভাষ্য, ‘দুর্ভাগ্যজনকভাবে আমরা গত সপ্তাহের মতো শৃঙ্খলা রেখে বল করতে পারিনি। ল্যাথাম দারুণ খেলেছে। সকালে সে ভালো বল ছেড়েছে। আমরা ভালো বল করে সুযোগ তৈরি করতে পারিনি, যেটা শেষ টেস্টে পেরেছিলাম।’
হ্যাগলি ওভালের উইকেট সবুজ দেখা গেলেও সেখানে প্রত্যাশামতো সুইং আর মুভমেন্ট পাননি ইবাদত-তাসকিনরা। তাতে পেসারদের ধারাবাহিকভাবে একই লাইন-লেংথে বল করতে না পারার কথা তো বলেছেনই গিবসন। একই সঙ্গে উইকেটের দায়ও দেখছেন বাংলাদেশ পেস বোলিং কোচ, ‘সবুজ উইকেট দেখে আপনার মনে হবে আজ যেমন করেছে তার চেয়ে ভালো করা উচিত ছিল। আমরা যতটুকু আশা করেছিলাম, উইকেট আসলে সেরকম না। তবে এটাকে অজুহাত হিসেবে দাঁড় করাব না। খেলাধুলায় পারফরম্যান্সের ওঠানামা সম্পর্কে তো জানি, গত সপ্তাহটা আমাদের দারুণ গেছে। ওই হারে নিউজিল্যান্ড কষ্ট পেয়েছে। আজ তারা প্রমাণ করেছে, কেন তারা টেস্ট চ্যাম্পিয়ন।’
মোস্তাফিজুর রহমানের বোলিংয়ে রীতিমতো খাবি খাচ্ছে পাকিস্তান। মিরপুর শেরেবাংলায় তাঁর স্লোয়ার-কাটারে বিভ্রান্ত হচ্ছেন পাকিস্তানি ব্যাটাররা। দুর্দান্ত বোলিংয়ে বাংলাদেশের এই বাঁহাতি পেসার গড়ে চলেছেন একাধিক রেকর্ড। দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কারও পেয়েছেন তিনি হাতেনাতে।
১৫ মিনিট আগেঅস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগেই আন্দ্রে রাসেল জানিয়েছিলেন, সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টি ম্যাচই তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে শেষ ম্যাচ। জ্যামাইকায় বাংলাদেশ সময় আজ সকালে তাঁর বিদায়বেলায় গার্ড অব অনার দেন ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা।
২ ঘণ্টা আগেভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে ইংল্যান্ড। চতুর্থ টেস্টে জিতলেই এক ম্যাচ আগেই সিরিজ জিতবে ইংল্যান্ড। ম্যানচেস্টারে আজ বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে ভারত-ইংল্যান্ড সিরিজের চতুর্থ টেস্ট। এদিকে ম্যাক্স সিক্সটি ক্যারিবিয়ানের ম্যাচও রয়েছে। এক নজরে দেখে নিন টিভিতে...
২ ঘণ্টা আগেহারানো ছন্দ যেন ফিরে পেয়েছেন মোস্তাফিজুর রহমান। শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে শুরু। লঙ্কা সফরের দুর্দান্ত পারফরম্যান্সের রেশটা টেনে এনেছেন পাকিস্তানের বিপক্ষে সিরিজেও। তাঁর স্লোয়ার-কাটারে ব্যাটাররা রীতিমতো খেই হারিয়ে ফেলছেন।
৩ ঘণ্টা আগে