নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মাউন্ট মঙ্গানুইয়ের সুখস্মৃতি ক্রাইস্টচার্চে ফিরিয়ে আনতে পারেননি তাসকিন আহমেদ-ইবাদত হোসেনরা। হ্যাগলি ওভালের প্রথম দিনে তাঁদের পারফরম্যান্স সে কথাই বলছে। বাংলাদেশ বোলারদের এলোমেলো বোলিংয়ে বিবর্ণ একটা দিনের ব্যাখ্যা দিয়েছেন পেস বোলিং কোচ ওটিস গিবসন। তাঁর মতে, বোলিংয়ে শৃঙ্খলা ধরে রাখতে না পারাতেই রানের পাহাড়ে ওঠার অপেক্ষায় নিউজিল্যান্ড।
বে ওভালে তাসকিন-ইবাদতদের বল খেলতে হিমশম খেয়েছেন নিউজিল্যান্ড ব্যাটাররা। ঠিক উল্টো চিত্র হ্যাগলি ওভালে। অথচ এখানকার উইকেটের সঙ্গে পেস বোলারদের বন্ধুত্ব হওয়ার কথা। তাই তো টেস্ট শুরুর আগে টস জিতে ফিল্ডিং নেওয়ার কথা জানিয়েছিল দুই দলই। টস ভাগ্যকে পাশে পেলেও দিনটা পারলে ভুলে যেতে চাইবেন মুমিনুল হকরা। চার ছুঁই ছুঁই রানরেটে অনেকটা ওয়ানডে গতিতে রান তুলেছেন টম ল্যাথাম-ডেভন কনওয়েরা।
ম্যাচ শেষে দলের প্রতিনিধি হয়ে আসা পেস বোলিং কোচ গিবসন ব্যাপারটার ব্যাখ্যা দিয়েছেন। প্রথম টেস্টের পর বোলারদের ক্লান্তির কথাও উঠে এসেছে তাঁর কথায়। তবে এসবকে অজুহাত হিসেবে দাঁড় না করিয়ে গিবসনের ভাষ্য, ‘দুর্ভাগ্যজনকভাবে আমরা গত সপ্তাহের মতো শৃঙ্খলা রেখে বল করতে পারিনি। ল্যাথাম দারুণ খেলেছে। সকালে সে ভালো বল ছেড়েছে। আমরা ভালো বল করে সুযোগ তৈরি করতে পারিনি, যেটা শেষ টেস্টে পেরেছিলাম।’
হ্যাগলি ওভালের উইকেট সবুজ দেখা গেলেও সেখানে প্রত্যাশামতো সুইং আর মুভমেন্ট পাননি ইবাদত-তাসকিনরা। তাতে পেসারদের ধারাবাহিকভাবে একই লাইন-লেংথে বল করতে না পারার কথা তো বলেছেনই গিবসন। একই সঙ্গে উইকেটের দায়ও দেখছেন বাংলাদেশ পেস বোলিং কোচ, ‘সবুজ উইকেট দেখে আপনার মনে হবে আজ যেমন করেছে তার চেয়ে ভালো করা উচিত ছিল। আমরা যতটুকু আশা করেছিলাম, উইকেট আসলে সেরকম না। তবে এটাকে অজুহাত হিসেবে দাঁড় করাব না। খেলাধুলায় পারফরম্যান্সের ওঠানামা সম্পর্কে তো জানি, গত সপ্তাহটা আমাদের দারুণ গেছে। ওই হারে নিউজিল্যান্ড কষ্ট পেয়েছে। আজ তারা প্রমাণ করেছে, কেন তারা টেস্ট চ্যাম্পিয়ন।’
মাউন্ট মঙ্গানুইয়ের সুখস্মৃতি ক্রাইস্টচার্চে ফিরিয়ে আনতে পারেননি তাসকিন আহমেদ-ইবাদত হোসেনরা। হ্যাগলি ওভালের প্রথম দিনে তাঁদের পারফরম্যান্স সে কথাই বলছে। বাংলাদেশ বোলারদের এলোমেলো বোলিংয়ে বিবর্ণ একটা দিনের ব্যাখ্যা দিয়েছেন পেস বোলিং কোচ ওটিস গিবসন। তাঁর মতে, বোলিংয়ে শৃঙ্খলা ধরে রাখতে না পারাতেই রানের পাহাড়ে ওঠার অপেক্ষায় নিউজিল্যান্ড।
বে ওভালে তাসকিন-ইবাদতদের বল খেলতে হিমশম খেয়েছেন নিউজিল্যান্ড ব্যাটাররা। ঠিক উল্টো চিত্র হ্যাগলি ওভালে। অথচ এখানকার উইকেটের সঙ্গে পেস বোলারদের বন্ধুত্ব হওয়ার কথা। তাই তো টেস্ট শুরুর আগে টস জিতে ফিল্ডিং নেওয়ার কথা জানিয়েছিল দুই দলই। টস ভাগ্যকে পাশে পেলেও দিনটা পারলে ভুলে যেতে চাইবেন মুমিনুল হকরা। চার ছুঁই ছুঁই রানরেটে অনেকটা ওয়ানডে গতিতে রান তুলেছেন টম ল্যাথাম-ডেভন কনওয়েরা।
ম্যাচ শেষে দলের প্রতিনিধি হয়ে আসা পেস বোলিং কোচ গিবসন ব্যাপারটার ব্যাখ্যা দিয়েছেন। প্রথম টেস্টের পর বোলারদের ক্লান্তির কথাও উঠে এসেছে তাঁর কথায়। তবে এসবকে অজুহাত হিসেবে দাঁড় না করিয়ে গিবসনের ভাষ্য, ‘দুর্ভাগ্যজনকভাবে আমরা গত সপ্তাহের মতো শৃঙ্খলা রেখে বল করতে পারিনি। ল্যাথাম দারুণ খেলেছে। সকালে সে ভালো বল ছেড়েছে। আমরা ভালো বল করে সুযোগ তৈরি করতে পারিনি, যেটা শেষ টেস্টে পেরেছিলাম।’
হ্যাগলি ওভালের উইকেট সবুজ দেখা গেলেও সেখানে প্রত্যাশামতো সুইং আর মুভমেন্ট পাননি ইবাদত-তাসকিনরা। তাতে পেসারদের ধারাবাহিকভাবে একই লাইন-লেংথে বল করতে না পারার কথা তো বলেছেনই গিবসন। একই সঙ্গে উইকেটের দায়ও দেখছেন বাংলাদেশ পেস বোলিং কোচ, ‘সবুজ উইকেট দেখে আপনার মনে হবে আজ যেমন করেছে তার চেয়ে ভালো করা উচিত ছিল। আমরা যতটুকু আশা করেছিলাম, উইকেট আসলে সেরকম না। তবে এটাকে অজুহাত হিসেবে দাঁড় করাব না। খেলাধুলায় পারফরম্যান্সের ওঠানামা সম্পর্কে তো জানি, গত সপ্তাহটা আমাদের দারুণ গেছে। ওই হারে নিউজিল্যান্ড কষ্ট পেয়েছে। আজ তারা প্রমাণ করেছে, কেন তারা টেস্ট চ্যাম্পিয়ন।’
বিপিএলের গ্রুপ পর্বের খেলা শেষে চূড়ান্ত হয়ে গেছে প্লে-অফের লাইনআপ। প্রথম কোয়ালিফায়ারে লিগ টেবিলের শীর্ষে থাকা ফরচুন বরিশালের বিপক্ষে খেলবে লিগ টেবিলের দুয়ে থাকা চিটাগং কিংস। আর লিগ টেবিলের ৩ ও ৪ নম্বরে থাকা রংপুর রাইডার্স ও খুলনা টাইগার্স খেলবে এলিমিনেটরে। আগামীকালই দিনে এলিমিনেটর ও রাতে প্রথম কোয়াল
২ ঘণ্টা আগেশেষ দিকে চলে এসেছে বিপিএল। শেষ চারের লড়াই শুরু হচ্ছে আগামীকাল। এবারের বিপিএলে খেলার চেয়ে ‘ধুলা’ এত বেশি উড়ছে, মাঠে ভালো পারফরম্যান্সেও হারিয়ে যাওয়ার উপক্রম। মহা বিতর্কিত বিপিএলের মাধ্যমে দেশের যে ভাবমূর্তি নষ্ট হয়েছে, সেটির দায় স্বীকার করে নিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও বিসিবি সভা
৩ ঘণ্টা আগেবিপিএলের প্লে-অফের একটি জায়গা নিয়ে লড়াই চলছিল দুর্বার রাজশাহী ও খুলনা টাইগার্সের সঙ্গে। তবে বাঁচা-মরার লড়াইয়ে লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে উড়িয়ে প্লে-অফের শেষ টিকিটটা নিশ্চিত করল খুলনাই। মহা গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মেহেদী হাসান মিরাজের অলরাউন্ড পারফরম্যান
৮ ঘণ্টা আগেদ্বিতীয় দিনের খেলা শেষেই পরাজয় চোখ রাঙাচ্ছিল শ্রীলঙ্কাকে। বৃষ্টি-আশীর্বাদে তৃতীয় দিন ম্যাচের মীমাংসা না হলেও আজ ইনিংস এবং ২৪২ রানে হেরেছে শ্রীলঙ্কা। দেশটির টেস্ট ইতিহাসে ইনিংস ব্যবধানে এটাই সবচেয়ে বড় হার। আর শ্রীলঙ্কার বিপক্ষে এটাই সবচেয়ে বড় জয় অস্ট্রেলিয়ার।
৮ ঘণ্টা আগে