নাসুম-মাহমুদউল্লাহর না থাকার ব্যাখ্যা দিলেন হাবিবুল বাশার
কিছুদিন আগেও বাংলাদেশ দলের নির্বাচকদের কাছ থেকে রক্ষণাত্মক বোলিংয়ের জন্য প্রশংসিত হয়েছিলেন নাসুম আহমেদ। টেলএন্ডারে ব্যাটিংয়ের যে দুশ্চিন্তা ছিল, সেখানে নাসুম দিচ্ছিলেন স্বস্তি। কিন্তু বিশ্বকাপ যদিও বেশ উজ্জ্বল পারফরম্যান্স ছিলেন না এই বাঁহাতি স্পিনার। পুরো দলের পারফরম্যান্সই তো ভালো ছিল না।