Ajker Patrika

উল্টো লিড নিয়ে থামল নিউজিল্যান্ড

নিজস্ব প্রতিবেদক, সিলেট থেকে
আপডেট : ৩০ নভেম্বর ২০২৩, ১১: ৪৯
উল্টো লিড নিয়ে থামল নিউজিল্যান্ড

লিডের আশা নিয়ে সিলেট টেস্টে তৃতীয় দিন শুরু করেছিল বাংলাদেশ দল। কিন্তু নবম উইকেটে কাইল জেমিসন ও টিম সাউদির দারুণ এক জুটির কল্যাণে উল্টো নিউজিল্যান্ড পেয়েছে ৭ রানের লিড। তাইজুল ইসলাম-নাঈম হাসানরা যখন জুটি ভাঙতে পারছিলেন না, তখন গতকাল শেষ বিকালে চমক দেখানো মুমিনুল হক এলেন বোলিং আক্রমণে। 

আজও ব্রেক থ্রু এনে দেন মুমিনুলই। এলবিডব্লিউর ফাঁদে ফেলে ফেরান জেমিসনকে (২৩)। এতে করে ভাঙে জেমিসন-সাউদির ৫২ রানের জুটি। তাঁদের জুটিতেই প্রথম ইনিংসে ৩১৭ রান তুলতে পেরেছে কিউইরা। পরের ওভারে সাউদিকেও (৩৫) বোল্ড করেন মুমিনুল।

আউট হওয়ার আগে টেস্টে ২০০০ রানের মাইলফলক স্পর্শ করেন সাউদি। নিউজিল্যান্ডের তৃতীয় ক্রিকেটার হিসেবে টেস্টে ৩০০ উইকেট ও ২০০০ রান করেছেন কিউই অধিনায়ক। এর আগে ড্যানিয়েল ভেট্টরি ও রিচার্ড হ্যাডলি এই কীর্তি গড়েছিলেন।

কেন উইলিয়ামসন সেঞ্চুরির সৌজন্যে গতকাল ৮ উইকেটে ২৬৬ রানে দ্বিতীয় দিন শেষ করেছিল নিউজিল্যান্ড। বাংলাদেশ থেকে পিছিয়ে ছিল ৪৪ রানে। আজ ১৭.৫ ওভারে তারা স্কোরে জমা করে আরও ৫১ রান। বাংলাদেশের বোলারদের মধ্যে তাইজুল ৪টি ও মুমিনুল নিয়েছেন ৩টি উইকেট। প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ছিল ৩১০ রান।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে কোনো উইকেট না হারিয়ে ১৩ রান তুলেছে বাংলাদেশ দল। ব্যাটিং করছেন মাহমুদুল হাসান জয় ও জাকির হাসান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত