নিজস্ব প্রতিবেদক, সিলেট থেকে
লিডের আশা নিয়ে সিলেট টেস্টে তৃতীয় দিন শুরু করেছিল বাংলাদেশ দল। কিন্তু নবম উইকেটে কাইল জেমিসন ও টিম সাউদির দারুণ এক জুটির কল্যাণে উল্টো নিউজিল্যান্ড পেয়েছে ৭ রানের লিড। তাইজুল ইসলাম-নাঈম হাসানরা যখন জুটি ভাঙতে পারছিলেন না, তখন গতকাল শেষ বিকালে চমক দেখানো মুমিনুল হক এলেন বোলিং আক্রমণে।
আজও ব্রেক থ্রু এনে দেন মুমিনুলই। এলবিডব্লিউর ফাঁদে ফেলে ফেরান জেমিসনকে (২৩)। এতে করে ভাঙে জেমিসন-সাউদির ৫২ রানের জুটি। তাঁদের জুটিতেই প্রথম ইনিংসে ৩১৭ রান তুলতে পেরেছে কিউইরা। পরের ওভারে সাউদিকেও (৩৫) বোল্ড করেন মুমিনুল।
আউট হওয়ার আগে টেস্টে ২০০০ রানের মাইলফলক স্পর্শ করেন সাউদি। নিউজিল্যান্ডের তৃতীয় ক্রিকেটার হিসেবে টেস্টে ৩০০ উইকেট ও ২০০০ রান করেছেন কিউই অধিনায়ক। এর আগে ড্যানিয়েল ভেট্টরি ও রিচার্ড হ্যাডলি এই কীর্তি গড়েছিলেন।
কেন উইলিয়ামসন সেঞ্চুরির সৌজন্যে গতকাল ৮ উইকেটে ২৬৬ রানে দ্বিতীয় দিন শেষ করেছিল নিউজিল্যান্ড। বাংলাদেশ থেকে পিছিয়ে ছিল ৪৪ রানে। আজ ১৭.৫ ওভারে তারা স্কোরে জমা করে আরও ৫১ রান। বাংলাদেশের বোলারদের মধ্যে তাইজুল ৪টি ও মুমিনুল নিয়েছেন ৩টি উইকেট। প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ছিল ৩১০ রান।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে কোনো উইকেট না হারিয়ে ১৩ রান তুলেছে বাংলাদেশ দল। ব্যাটিং করছেন মাহমুদুল হাসান জয় ও জাকির হাসান।
লিডের আশা নিয়ে সিলেট টেস্টে তৃতীয় দিন শুরু করেছিল বাংলাদেশ দল। কিন্তু নবম উইকেটে কাইল জেমিসন ও টিম সাউদির দারুণ এক জুটির কল্যাণে উল্টো নিউজিল্যান্ড পেয়েছে ৭ রানের লিড। তাইজুল ইসলাম-নাঈম হাসানরা যখন জুটি ভাঙতে পারছিলেন না, তখন গতকাল শেষ বিকালে চমক দেখানো মুমিনুল হক এলেন বোলিং আক্রমণে।
আজও ব্রেক থ্রু এনে দেন মুমিনুলই। এলবিডব্লিউর ফাঁদে ফেলে ফেরান জেমিসনকে (২৩)। এতে করে ভাঙে জেমিসন-সাউদির ৫২ রানের জুটি। তাঁদের জুটিতেই প্রথম ইনিংসে ৩১৭ রান তুলতে পেরেছে কিউইরা। পরের ওভারে সাউদিকেও (৩৫) বোল্ড করেন মুমিনুল।
আউট হওয়ার আগে টেস্টে ২০০০ রানের মাইলফলক স্পর্শ করেন সাউদি। নিউজিল্যান্ডের তৃতীয় ক্রিকেটার হিসেবে টেস্টে ৩০০ উইকেট ও ২০০০ রান করেছেন কিউই অধিনায়ক। এর আগে ড্যানিয়েল ভেট্টরি ও রিচার্ড হ্যাডলি এই কীর্তি গড়েছিলেন।
কেন উইলিয়ামসন সেঞ্চুরির সৌজন্যে গতকাল ৮ উইকেটে ২৬৬ রানে দ্বিতীয় দিন শেষ করেছিল নিউজিল্যান্ড। বাংলাদেশ থেকে পিছিয়ে ছিল ৪৪ রানে। আজ ১৭.৫ ওভারে তারা স্কোরে জমা করে আরও ৫১ রান। বাংলাদেশের বোলারদের মধ্যে তাইজুল ৪টি ও মুমিনুল নিয়েছেন ৩টি উইকেট। প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ছিল ৩১০ রান।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে কোনো উইকেট না হারিয়ে ১৩ রান তুলেছে বাংলাদেশ দল। ব্যাটিং করছেন মাহমুদুল হাসান জয় ও জাকির হাসান।
২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে আয়োজক পাকিস্তান। তবে শেষ মুহূর্তে সাইম আইয়ুবকে ছাড়াই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইসিসির নির্দেশনা অনুযায়ী টুর্নামেন্টের চূড়ান্ত স্কোয়াড ১১ ফেব্রুয়ারি পর্যন্ত পরিবর্তন করার সুযোগ রয়েছে।
১১ ঘণ্টা আগেগলে আজ তৃতীয় দিনে খেলেছে শুধু বৃষ্টি। এতটাই বৃষ্টির দাপট ছিল যে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের তৃতীয় দিনে খেলা হয়েছে কেবল ২৭ ওভার। তবে অস্ট্রেলিয়া এক ইনিংসে যে রানের পাহাড় গড়ছে, তাতেই লঙ্কানদের হিমশিম খাওয়ার মতো অবস্থা।
১৪ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলা ভারত এক অভ্যাসে পরিণত করেছে। টুর্নামেন্টের ইতিহাসে প্রথম দুইবারই ফাইনালে উঠল ভারতীয় নারী ক্রিকেট দল। নিকি প্রসাদের নেতৃত্বাধীন দলটির ফাইনালে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
১৫ ঘণ্টা আগেনিত্যনতুন রেকর্ডে নাম লেখানো যেন ক্রিস্টিয়ানো রোনালদো দারুণ এক অভ্যাসে পরিণত করেছেন। গোলের রেকর্ডের পাশাপাশি অন্যান্য রেকর্ডেও উঠে যায় তাঁর নাম। এবার যে রেকর্ড পর্তুগিজ ফুটবলার গড়েছেন তাতে আছেন শুধু নিজেই।
১৬ ঘণ্টা আগে