অসাধারণ এক জয়ে ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের শুরু করেছে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডকে ১৫০ রানে হারিয়েছে নাজমুল হোসেন শান্তর বাংলাদেশ। স্মরণীয় এক জয়ে বাংলাদেশ ছাড়িয়ে গেল ভারতকেও।
বাংলাদেশ, নিউজিল্যান্ড দুটি দলই এবারের সিরিজ দিয়ে ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র শুরু করেছে। সিলেটে সিরিজের প্রথম টেস্টে ম্যাচ থেকে অনেকটাই ছিটকে পড়েছিল নিউজিল্যান্ড। ১১৩ রানে ৭ উইকেট হারানো নিউজিল্যান্ড আজ অলআউট হয়েছে ১৮১ রানে। টেস্ট ইতিহাসে দুবার নিউজিল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ। কিউইদের হারিয়ে ১০০ শতাংশ নিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার ২ নম্বরে এখন বাংলাদেশ। বাংলাদেশের ওপরে থাকা পাকিস্তানেরও ১০০ শতাংশ। এ বছরের জুলাইয়ে শ্রীলঙ্কাকে ২-০ ব্যবধানে টেস্টে ধবলধোলাই করেছিল পাকিস্তান। পাকিস্তান, বাংলাদেশের পরে ৩ নম্বরে আছে ভারত। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টের একটি করে জয় ও ড্র করেছিল ভারতীয় ক্রিকেট দল। শতাংশের হিসাবে ভারতের এখন ৬৬.৬৭। দক্ষিণ আফ্রিকা তাদের টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র শুরু করবে ভারতের বিপক্ষে ২৬ ডিসেম্বর সেঞ্চুরিয়নে টেস্ট দিয়ে।
গত দুই চক্রের মতো এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপও হচ্ছে ৯ দল নিয়ে। জিতলে ১২ পয়েন্ট, টাই করলে ৬ পয়েন্ট এবং ড্র করলে ৪ পয়েন্ট পাবে দল। হারলে কোনো পয়েন্টই পাওয়া যাবে না। শতাংশের হিসেবে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দুই দল খেলবে ফাইনালে। ২০১৯-২১, ২০২১-২৩—দুই চক্রে পয়েন্ট তালিকার ৯ নম্বরে থেকে শেষ করেছিল বাংলাদেশ। ২০২১-২৩ চক্রে মাউন্ট মঙ্গানুইতে নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারিয়েছিল বাংলাদেশ।
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৫ চক্রের পয়েন্ট টেবিল (শতাংশের হিসেবে)
পাকিস্তান: ১০০
বাংলাদেশ: ১০০
ভারত: ৬৬.৬৭
অস্ট্রেলিয়া: ৩০
ওয়েস্ট ইন্ডিজ: ১৬.৬৭
ইংল্যান্ড: ১৫
শ্রীলঙ্কা: ০
নিউজিল্যান্ড: ০
অসাধারণ এক জয়ে ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের শুরু করেছে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডকে ১৫০ রানে হারিয়েছে নাজমুল হোসেন শান্তর বাংলাদেশ। স্মরণীয় এক জয়ে বাংলাদেশ ছাড়িয়ে গেল ভারতকেও।
বাংলাদেশ, নিউজিল্যান্ড দুটি দলই এবারের সিরিজ দিয়ে ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র শুরু করেছে। সিলেটে সিরিজের প্রথম টেস্টে ম্যাচ থেকে অনেকটাই ছিটকে পড়েছিল নিউজিল্যান্ড। ১১৩ রানে ৭ উইকেট হারানো নিউজিল্যান্ড আজ অলআউট হয়েছে ১৮১ রানে। টেস্ট ইতিহাসে দুবার নিউজিল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ। কিউইদের হারিয়ে ১০০ শতাংশ নিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার ২ নম্বরে এখন বাংলাদেশ। বাংলাদেশের ওপরে থাকা পাকিস্তানেরও ১০০ শতাংশ। এ বছরের জুলাইয়ে শ্রীলঙ্কাকে ২-০ ব্যবধানে টেস্টে ধবলধোলাই করেছিল পাকিস্তান। পাকিস্তান, বাংলাদেশের পরে ৩ নম্বরে আছে ভারত। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টের একটি করে জয় ও ড্র করেছিল ভারতীয় ক্রিকেট দল। শতাংশের হিসাবে ভারতের এখন ৬৬.৬৭। দক্ষিণ আফ্রিকা তাদের টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র শুরু করবে ভারতের বিপক্ষে ২৬ ডিসেম্বর সেঞ্চুরিয়নে টেস্ট দিয়ে।
গত দুই চক্রের মতো এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপও হচ্ছে ৯ দল নিয়ে। জিতলে ১২ পয়েন্ট, টাই করলে ৬ পয়েন্ট এবং ড্র করলে ৪ পয়েন্ট পাবে দল। হারলে কোনো পয়েন্টই পাওয়া যাবে না। শতাংশের হিসেবে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দুই দল খেলবে ফাইনালে। ২০১৯-২১, ২০২১-২৩—দুই চক্রে পয়েন্ট তালিকার ৯ নম্বরে থেকে শেষ করেছিল বাংলাদেশ। ২০২১-২৩ চক্রে মাউন্ট মঙ্গানুইতে নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারিয়েছিল বাংলাদেশ।
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৫ চক্রের পয়েন্ট টেবিল (শতাংশের হিসেবে)
পাকিস্তান: ১০০
বাংলাদেশ: ১০০
ভারত: ৬৬.৬৭
অস্ট্রেলিয়া: ৩০
ওয়েস্ট ইন্ডিজ: ১৬.৬৭
ইংল্যান্ড: ১৫
শ্রীলঙ্কা: ০
নিউজিল্যান্ড: ০
বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের কোচদের ‘ব্র্যান্ড’ হিসেবে খ্যাতি রয়েছে মোহাম্মদ সালাহউদ্দীনের। তাঁর হাত ধরেই সাকিব আল হাসান থেকে শুরু করে হালের জাকের আলী অনিক, মাহিদুল ইসলাম অঙ্কনরা তৈরি হচ্ছেন।
১৮ মিনিট আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল পরিবারের সঙ্গে কদিন ছুটি কাটাতে গেছেন মেলবোর্নে। ছুটি শেষে ১৮ আগস্ট ঢাকায় ফিরে আসার কথা তাঁর। এরপর শুরু সভাপতি হিসেবে বুলবুলের সংক্ষিপ্ত মেয়াদের বাকি অংশ।
১ ঘণ্টা আগেফ্লোরিডার লডারহিলে গতকাল জেসন হোল্ডারের শেষ বলের বাউন্ডারিতে ওয়েস্ট ইন্ডিজ টানা ৯ হারের পর জয়ের দেখা পেয়েছিল। তাতে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের আশা তৈরি হয়েছিল উইন্ডিজের। সেই জয়ের রেশ কাটতে না কাটতেই ফের যখন মাঠে নামল উইন্ডিজ, এবার তারা মাঠ ছাড়ল হারের হতাশা নিয়েই।
১ ঘণ্টা আগেমিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের কিউরেটর হিসেবে গামিনি ডি সিলভাকে নিয়ে আলোচনা-সমালোচনার শেষ নেই। মিরপুরের উইকেটকে ‘মাইনফিল্ডে পরিণত করে বাংলাদেশ দল শক্তিশালী দলের বিপক্ষে মাঝে মধ্যে সাফল্য পেলেও তাতে যতটা না প্রশংসা, তার চেয়ে বেশি নিন্দিত-সমালোচিত হয়েছেন গামিনি।
২ ঘণ্টা আগে