সর্বশেষ দুই টেস্ট চ্যাম্পিয়নশিপেই তলানিতে ছিল বাংলাদেশ। বিপরীত অবস্থানে ছিল প্রতিপক্ষ নিউজিল্যান্ড। ভারতকে হারিয়ে প্রথম টেস্ট চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন কিউইরা। তবে ঘরের মাঠে সাবেক চ্যাম্পিয়নদের হারিয়ে এবারের চক্রটা দুর্দান্তভাবে শুরু করেছে বাংলাদেশ।
দুই টেস্ট সিরিজের প্রথমটিতে কিউইদের ১৫০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। সিলেট টেস্ট দুই দলের এবারের চক্রের প্রথম টেস্ট। প্রতিপক্ষের বিপক্ষে পাওয়া জয়টি আবার ঘরের মাটিতে বাংলাদেশের প্রথম জয়। ঐতিহাসিক জয়ের আনন্দটা দুর্দান্তভাবে উপভোগ করছেন ক্রিকেটাররা।
মাঠের জয়োৎসব ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমেও। সিলেট টেস্টের নায়কদের সঙ্গে জয় উদ্যাপন করেছেন দলের বাইরে ও এই সংস্করণে সাবেক হওয়া ক্রিকেটাররাও। ব্ল্যাক ক্যাপসদের বিপক্ষে ইতিহাস সৃষ্টি করেছে বাংলাদেশ—এমনটি জানিয়েছেন তাসকিন আহমেদ। সিলেট টেস্টের স্কোয়াডে না থাকা এই পেসার বলেছেন, ‘ইতিহাস গড়ল বাংলাদেশ! টাইগারদের অসাধারণ পারফরম্যান্সে নিউজিল্যান্ডকে ১৫০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ।’
বাংলাদেশ জয় পাওয়ায় অভিনন্দন জানিয়েছেন দুই বছর আগে টেস্টকে বিদায় জানানো মাহমুদউল্লাহ রিয়াদ। সীমিত সংস্করণের অভিজ্ঞ এই ব্যাটার বলেছেন, ‘দুর্দান্ত জয়। অভিনন্দন এবং তোমাদের জয়ে গর্ব অনুভব করছি। মুহূর্তটা ধরে রাখো এবং সিরিজ জেতো। শুভ কামনা।’
মাঠে থেকে ঐতিহাসিক জয়ের সাক্ষী হওয়া উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম বলেছেন, ‘প্রথম টেস্টে ১৫০ রানের জয়ে ব্ল্যাক ক্যাপসের বিপক্ষে ১–০ লিড বাংলাদেশের।’ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ বলেছেন, ‘ব্ল্যাক ক্যাপসদের বিপক্ষে আরেকটি স্মরণীয় মাইলফলক।’
গত বছর কিউইদের তাদের মাটিতেই ৮ উইকেটে হারিয়ে প্রতিপক্ষদের বিপক্ষে টেস্টে প্রথম জয় পেয়েছিল বাংলাদেশ। এবার ঘরের মাঠে প্রথম জয় পেল বাংলাদেশ। সেই জয়কে টেনে এনেই আরেকটি স্মরণীয় মাইলফলক বোঝাতে চেয়েছেন মিরাজ। অন্যদিকে ঘরের মাঠে কিউইদের প্রথমবার হারানোর বিষয়টি তুলে ধরেছেন শরীফুল ইসলাম। বাঁহাতি পেসার বলেছেন, ‘ঘরের মাঠে প্রথমবার নিউজিল্যান্ডকে হারানো বাংলাদেশের জন্য ঐতিহাসিক জয়।’
সর্বশেষ দুই টেস্ট চ্যাম্পিয়নশিপেই তলানিতে ছিল বাংলাদেশ। বিপরীত অবস্থানে ছিল প্রতিপক্ষ নিউজিল্যান্ড। ভারতকে হারিয়ে প্রথম টেস্ট চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন কিউইরা। তবে ঘরের মাঠে সাবেক চ্যাম্পিয়নদের হারিয়ে এবারের চক্রটা দুর্দান্তভাবে শুরু করেছে বাংলাদেশ।
দুই টেস্ট সিরিজের প্রথমটিতে কিউইদের ১৫০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। সিলেট টেস্ট দুই দলের এবারের চক্রের প্রথম টেস্ট। প্রতিপক্ষের বিপক্ষে পাওয়া জয়টি আবার ঘরের মাটিতে বাংলাদেশের প্রথম জয়। ঐতিহাসিক জয়ের আনন্দটা দুর্দান্তভাবে উপভোগ করছেন ক্রিকেটাররা।
মাঠের জয়োৎসব ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমেও। সিলেট টেস্টের নায়কদের সঙ্গে জয় উদ্যাপন করেছেন দলের বাইরে ও এই সংস্করণে সাবেক হওয়া ক্রিকেটাররাও। ব্ল্যাক ক্যাপসদের বিপক্ষে ইতিহাস সৃষ্টি করেছে বাংলাদেশ—এমনটি জানিয়েছেন তাসকিন আহমেদ। সিলেট টেস্টের স্কোয়াডে না থাকা এই পেসার বলেছেন, ‘ইতিহাস গড়ল বাংলাদেশ! টাইগারদের অসাধারণ পারফরম্যান্সে নিউজিল্যান্ডকে ১৫০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ।’
বাংলাদেশ জয় পাওয়ায় অভিনন্দন জানিয়েছেন দুই বছর আগে টেস্টকে বিদায় জানানো মাহমুদউল্লাহ রিয়াদ। সীমিত সংস্করণের অভিজ্ঞ এই ব্যাটার বলেছেন, ‘দুর্দান্ত জয়। অভিনন্দন এবং তোমাদের জয়ে গর্ব অনুভব করছি। মুহূর্তটা ধরে রাখো এবং সিরিজ জেতো। শুভ কামনা।’
মাঠে থেকে ঐতিহাসিক জয়ের সাক্ষী হওয়া উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম বলেছেন, ‘প্রথম টেস্টে ১৫০ রানের জয়ে ব্ল্যাক ক্যাপসের বিপক্ষে ১–০ লিড বাংলাদেশের।’ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ বলেছেন, ‘ব্ল্যাক ক্যাপসদের বিপক্ষে আরেকটি স্মরণীয় মাইলফলক।’
গত বছর কিউইদের তাদের মাটিতেই ৮ উইকেটে হারিয়ে প্রতিপক্ষদের বিপক্ষে টেস্টে প্রথম জয় পেয়েছিল বাংলাদেশ। এবার ঘরের মাঠে প্রথম জয় পেল বাংলাদেশ। সেই জয়কে টেনে এনেই আরেকটি স্মরণীয় মাইলফলক বোঝাতে চেয়েছেন মিরাজ। অন্যদিকে ঘরের মাঠে কিউইদের প্রথমবার হারানোর বিষয়টি তুলে ধরেছেন শরীফুল ইসলাম। বাঁহাতি পেসার বলেছেন, ‘ঘরের মাঠে প্রথমবার নিউজিল্যান্ডকে হারানো বাংলাদেশের জন্য ঐতিহাসিক জয়।’
অনুশীলন শেষে কাল টিম বাসে ওঠার আগে মুশফিকুর রহিম উইকেট একটু দেখে এলেন। সবুজাভ উইকেট দেখে ঢাকা থেকে উড়ে যাওয়া কিউরেটর গামিনি ডি সিলভার সঙ্গে হালকা রসিকতাও বুঝি করলেন বাংলাদেশ দলের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটার।
১৪ মিনিট আগেপ্রবাসী ফুটবলারদের নিয়ে উন্মাদনার মাত্রা ধীরে ধীরে বাড়ছেই। বিশেষ করে হামজা চৌধুরীর অভিষেকের পর অনেক প্রবাসী ফুটবলার এখন আলোচনায়। কানাডা প্রবাসী সমিত সোমের পাশাপাশি এবার কিউবা মিচেলকে খেলানোর চেষ্টায় রয়েছে বাফুফে।
১০ ঘণ্টা আগেআগামীকাল (২০ এপ্রিল) সিলেটে শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ের টেস্ট সিরিজের প্রথম টেস্ট। সিরিজের সম্প্রচার স্বত্ব নিয়ে বেশ ভোগান্তির মধ্যে ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এ ভোগান্তির অবসান ঘটিয়েছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। গতকাল শুক্রবার এক বিবৃতিতে বাংলাদেশ-জিম্বাবুয়ের ম্যাচ সরাসরি দেখানোর
১১ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শ্রীলঙ্কা সফরের জন্য ১৫ সদস্যের বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা করেছে। আগামীকাল ঢাকা থেকে কলম্বোর উদ্দেশে রওনা দেবেন যুবারা। সফরে স্বাগতিক শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ছয় ম্যাচের যুব ওয়ানডে সিরিজ খেলবে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন দল।
১১ ঘণ্টা আগে