বেনাপোলে নাশকতা মামলায় বিএনপির ৭ নেতা গ্রেপ্তার
যশোরের বেনাপোল সীমান্ত থেকে নাশকতা মামলায় বিএনপির সাতজন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে তাঁদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে পেট্রল বোমা, হাতবোমা, বাঁশের লাঠি, ইটের টুকরা উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় ৩৪ জনের নামে আজ সোমবার মামলা দায়ের হয়েছে।