Ajker Patrika

শ্রীবরদীতে নাশকতার পরিকল্পনার অভিযোগে বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৬ 

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি
শ্রীবরদীতে নাশকতার পরিকল্পনার অভিযোগে বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৬ 

শেরপুরের শ্রীবরদীতে নাশকতা করার পরিকল্পনার অভিযোগে বিএনপি নেতাসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় বিস্ফোরক দ্রব্যসহ রড-লাঠি জব্দ করা হয়। গতকাল রোববার রাতে উপজেলার দহেড়পাড় ঈদগাহ মাঠ এলাকায় এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীবরদী থানার উপপরিদর্শক (এসআই) মো. আসাদুল্লাহ খান। তিনি জানান, নাশকতা করার পরিকল্পনার ঘটনায় শ্রীবরদী থানায় মামলা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন শ্রীবরদী শহর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিজান, উপজেলা ওলামা দলের আহ্বায়ক মাসুদুর রহমান মাসুদ, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম কামাল, কাকিলাকুড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আনোয়ারুল ইসলাম রানা, ভেলুয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বাদল মিয়া ও সাবেক যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমান।

এস আই আসাদুল্লাহ জানান, গতকাল রাতে শ্রীবরদীর সদর ইউনিয়নের দহেড়পাড় ঈদগা মাঠে নাশকতার উদ্দেশে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা সমবেত হন। এ খবর জানতে পেরে সেখানে অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় বেশ কিছু বিস্ফোরক দ্রব্যসহ ১০টি রড,২টি দা,২০টি বাঁশের লাঠি ও ২০টি ইটের টুকরা জব্দ করা হয়। আজ সোমবার এই ঘটনায় শ্রীবরদী থানায় ওই ছয়জনসহ ৪১ জনের নামে এবং ৫০-৬০ জনকে অজ্ঞাত আসামি করে বিস্ফোরক আইনে মামলা করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত