Ajker Patrika

সীতাকুণ্ডে নাশকতার মামলায় সাজাপ্রাপ্ত বিএনপির ৫ নেতা-কর্মী গ্রেপ্তার

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৩, ২১: ০৬
সীতাকুণ্ডে নাশকতার মামলায় সাজাপ্রাপ্ত বিএনপির ৫ নেতা-কর্মী গ্রেপ্তার

চট্টগ্রামের সীতাকুণ্ডে নাশকতার মামলায় সাজাপ্রাপ্ত বিএনপির পাঁচ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, আজ মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে গতকাল সোমবার রাতে পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

সীতাকুণ্ড থানার ওসি তোফায়েল আহমেদ আজকের পত্রিকাকে জানান, গ্রেপ্তার বিএনপির পাঁচ নেতা-কর্মী নাশকতা মামলার সাজাপ্রাপ্ত আসামি। তাঁরা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গতকাল সোমবার রাতে উপজেলার পৌর সদর, মুরাদপুর ও বাড়বকুণ্ড ইউনিয়নে পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বাড়বকুণ্ড ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন, কাউছার আলম সুজন ওরফে সাদ্দাম, মো. মহিউদ্দিন জসিম, আনোয়ার হোসেন ও মো. বাবলু। 

তাঁদের মধ্যে সেলিম উদ্দিনের বিরুদ্ধে আটটি নাশকতার মামলা আছে। এ ছাড়া সাদ্দাম, আনোয়ার হোসেনের বিরুদ্ধে নাশকতার তিনটি মামলা এবং মহিউদ্দিন জসিম ও বাবলুর বিরুদ্ধে নাশকতার একটি মামলা আছে।

ওসি তোফায়েল আহমেদ আরও জানান, গ্রেপ্তার বিএনপি নেতা-কর্মীরা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। আজ মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

কাতারের রাজপরিবারের দেওয়া বিলাসবহুল বিমান না নেওয়াটা বোকামি: ট্রাম্প

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

পুলিশ হত্যাকারী ফোর্স হতে পারে না: আইজিপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত