Ajker Patrika

দামুড়হুদায় নাশকতা মামলায় বিএনপি-জামায়াতের ৭ নেতা-কর্মী গ্রেপ্তার

দামুড়হুদায় নাশকতা মামলায় বিএনপি-জামায়াতের ৭ নেতা-কর্মী গ্রেপ্তার

চুয়াডাঙ্গার দামুড়হুদায় নাশকতা মামলায় বিএনপি-জামায়াতের ৭ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত থেকে আজ বুধবার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। দুপুরে আদালতের মাধ্যমে তাঁদেরকে কারাগারে পাঠানো হয়েছে। 

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা বলেন, ‘গতকাল রাতে বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা নাশকতা করতে পারেন এমন সংবাদ পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে বিভিন্ন নেতা-কর্মীর বাড়িতে অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেপ্তার করা হয়।’ 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়ন জামায়াতের সদস্য চন্ডিপুর গ্রামের হাফিজুর রহমান (৪৫), কুড়ুলগাছি বাজার পাড়ার আশরাফুল হক জাকির (৪৩), চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রকিবুল হাসান (২৮) এবং তিতুদহ ইউনিয়ন বিএনপির সদস্য মো. রবিউল ইসলাম (৫০), শহিদুল ইসলাম (৬০) ও মো. ইব্রাহিম হোসেন (৩৩)। 

দামুড়হুদা মডেল থানা-পুলিশ জানায়, পুলিশ অভিযান চালিয়ে কার্পাসডাঙ্গা ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক শামসুল হককে (৫৫) গ্রেপ্তার করেছে। 

পুলিশ জানায়, আজ দুপুরে নাশকতা মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে সাতজনকে আদালতে পাঠানো হয়। এ সময় বিচারক তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত