Ajker Patrika

হরদীপ সিং হত্যার বদলা নিতে ক্রিকেট বিশ্বকাপে নাশকতার হুমকি

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১৯: ৩৩
হরদীপ সিং হত্যার বদলা নিতে ক্রিকেট বিশ্বকাপে নাশকতার হুমকি

কানাডায় বন্দুকধারীদের গুলিতে নিহত খালিস্তানপন্থী নেতা হরদীপ সিং নিজ্জার হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে শিখদের একটি সংগঠন। আমেরিকায় অবস্থান করা ‘শিখ ফর জাস্টিস’-এর (এসএফজে) প্রধান গুরপতবন্ত সিং পান্নু এমন ঘোষণা দিয়েছেন। প্রতিশোধ নিতে এবারের বিশ্বকাপকে টার্গেট করা হয়েছে বলেও জানান তিনি। 

ইটিভি ভারতের এক প্রতিবেদনে বলা হয়েছে, খালিস্তানপন্থী শিখ সংগঠন এসএফজে ভারতে নিষিদ্ধ। এই সংগঠনের প্রধান গুরপতবন্ত সিং পান্নুর বিরুদ্ধে দেশদ্রোহের অভিযোগে বেশ কয়েকটি মামলা রয়েছে। 

নিজের এক্স (টুইটার) অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও বার্তায় পান্নু হুমকি দিয়েছেন, ৫ অক্টোবর গুজরাটের আহমেদাবাদে অবস্থিত নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে নিজ্জার হত্যার বদলা নেওয়া হবে। 

বিশ্বকাপ সূচি অনুযায়ী, উদ্বোধনী ওই ম্যাচটি ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যে অনুষ্ঠিত হবে। এই ম্যাচকে ঘিরে পান্নুর দেওয়া হুমকি এখন ভাইরাল হয়ে গেছে। ভিডিওতে পান্নুকে বলতে শোনা গেছে, ‘৫ অক্টোবর থেকে বিশ্বকাপ ক্রিকেট শুরু নয়, শুরু হবে বিশ্ব সন্ত্রাসবাদ কাপ।’ 

এ সময় হরদীপ সিংয়ের নিজ্জার হত্যাকাণ্ডের প্রসঙ্গে টেনে ভারতকে উদ্দেশ করে পান্নু আরও বলেন, ‘দিল্লি খালিস্তান হয়ে যাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, হরদীপ সিং নিজ্জার হত্যার জন্য আপনি দায়ী এবং শিখ ফর জাস্টিস এই হত্যার প্রতিশোধ নেবে। আমেদাবাদে ৫ অক্টোবর থেকে শুরু হওয়া আইসিসি বিশ্বকাপ আমাদের লক্ষ্য।’ 

পান্নুর এই ভিডিও এমন একসময়ে সামনে এসেছে যখন ভারত ও কানাডার মধ্যে কূটনৈতিক বিরোধ চলছে। নিজ্জার হত্যার জের ধরেই এই বিরোধ। গত ১৮ জুন কানাডায় একটি শিখ উপাসনালয়ের সামনে নিজ্জারকে হত্যা করা হয়। এই হত্যার জন্য কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সরাসরি ভারতকে দায়ী করেছেন। তবে ভারত এমন অভিযোগ অস্বীকার করেছে। 

হুমকির বিষয়ে উত্তর দিল্লির এক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা বলেছেন, ‘আমরা এই বিষয়ে একটি এফআইআর দায়ের করেছি এবং তদন্ত শুরু হচ্ছে। খালিস্তানি সন্ত্রাসবাদী পান্নুর এই ভিডিও সামনে আসার পর থেকে দিল্লির নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। রাজধানীতে যেভাবে খালিস্তানি সন্ত্রাসবাদীরা সক্রিয় হয়ে উঠেছে তা খুবই উদ্বেগের বিষয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত