রাঙামাটিতে সাফজয়ী দলের ৫ খেলোয়াড় ও ২ কোচকে সংবর্ধনা
সাফজয়ী নারী ফুটবল দলের পাহাড়ি ৫ খেলোয়াড় ঋতুপর্ণা চাকমা, মণিকা চাকমা, রূপণা চাকমা, আনুচিং মগিনী, আনাই মগিনীকে সংবর্ধনা দিয়েছে রাঙামাটি জেলা পরিষদ ও জেলা প্রশাসন। সংবর্ধিত হয়েছেন তাঁদের পথ প্রদর্শক বীরসেন চাকমা ও কোচ শান্তিমণি