Ajker Patrika

উৎসবের দিনে রংবেরঙের ঘটনা

ক্রীড়া ডেস্ক
Thumbnail image

কোটি টাকার আর্থিক পুরস্কার
সাফজয়ী নারী ফুটবল দলের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গতকাল ৫০ লাখ টাকার আর্থিক পুরস্কার ঘোষণা করেছে। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন নিজে এই ঘোষণা দিয়েছেন। পরে সাবিনাদের আর্থিক পুরস্কার ঘোষণা করেছেন বাফুফে সহসভাপতি আতাউর রহমানও। তিনিও নারী ফুটবল দলকে ৫০ লাখ টাকা আর্থিক পুরস্কারের ঘোষণা দিয়েছেন। আর্থিক পুরস্কারের ঘোষণা এসেছে এনভয় ও তমা গ্রুপের পক্ষ থেকেও।

রুপনাকে প্রধানমন্ত্রীর উপহার
রাঙামাটির নানিয়ারচর উপজেলার মূল সড়ক থেকে প্রায় দুই কিলোমিটার দূরে রুপনা চাকমার বাড়ি। দুর্গম কাঁচা পথ ও বাঁশের তৈরি সাঁকো পেরিয়ে যেতে হয় সেখানে। বাংলাদেশ দল সাফ চ্যাম্পিয়নশিপ শিরোপা জেতার পরদিনই রুপনার বাড়িতে গিয়ে তাঁর পরিবারকে অভিনন্দন জানিয়েছেন রাঙামাটির জেলা প্রশাসক মিজানুর রহমান। দিয়েছেন আর্থিক অনুদান। গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে স্থায়ী ঘর পাচ্ছেন টুর্নামেন্ট-সেরা গোলরক্ষক। গতকাল বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলুর রহমান।

আহত ঋতুপর্ণা
শিরোপা নিয়ে বীরের বেশে নেপাল থেকে ফেরা বাংলাদেশ নারী ফুটবল দল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে রওনা দেয় বাফুফে ভবনের উদ্দেশে। এমন উৎসবমুখর দিনে এক দুঃসংবাদ—রাস্তায় থাকা বিলবোর্ডের সঙ্গে ধাক্কা লেগে মাথায় আঘাত পেয়েছেন ফুটবলার ঋতুপর্ণা চাকমা। তখনই টিম বাস থেকে তাঁকে নামিয়ে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। বাফুফে সূত্রে জানা গেছে, ঋতুপর্ণার কপালে তিনটি সেলাই পড়েছে। মাথায় ব্যান্ডেজ লাগানোর পর হাসপাতালও ছেড়েছেন তিনি। 

সাদামাটা বাফুফে
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) হচ্ছে সাবিনাদের ঘর। শিরোপাজয়ী মেয়েদের বরণ করে নিতে সেই ‘ঘর’ বিশেষভাবে সেজে উঠবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু বাফুফেতে গতকাল দেখা গেল ভিন্ন ছবি। গতকাল সকাল থেকেই মূলত সংবাদকর্মীদের ভিড়টাই চোখে পড়ছে। পুরো বাফুফেতে সন্ধ্যা পর্যন্ত ছিল নীরব! এমন উৎসবমুখর দিনেও বাফুফের আয়োজন একেবারেই মলিন-ম্যাড়ম্যাড়ে। দেখে বোঝারই উপায় নেই, এত বড় অর্জনের পর দেশে ফিরছে মেয়েরা। 

ড্রাইভার আবুল কালামসেলিব্রিটি চালক
আবুল কালাম ২৪ বছর বাস চালাচ্ছেন বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থার (বিআরটিসি)। দীর্ঘ দুই যুগে কখনোই এমন ঘটনা ঘটেনি ৫০ পেরোনো এই চালকের, যেটি গতকাল ঘটেছে। মেয়েদের ছাদখোলা দোতলা বাস বিমানবন্দর থেকে চালিয়ে এনেছেন তিনিই। মেয়েদের ঐতিহাসিক ছাদখোলা বাস চালিয়ে রীতিমতো ‘সেলিব্রিটি’ বনে গেছেন কালাম। গতকাল সন্ধ্যায় বাফুফে কার্যালয়ের সামনে আজকের পত্রিকাকে বলছিলেন, ‘সারা দিন অনেক ফোন আসছে। আমার মেয়েরা বলতেছে, বাবা তুমি তো সেলিব্রিটি হইয়া

গেছ। টিভি, অনলাইনে তোমার ইন্টারভিউ দেখতেছি। আমার দুই মেয়ে। আজ যখন এই চ্যাম্পিয়ন মেয়েদের নিয়ে আসতেছিলাম, মনে হচ্ছিল আমার নিজের মেয়েরাই চ্যাম্পিয়ন হয়ে ফিরছে। এটা অনেক বড় গৌরবের অভিজ্ঞতা।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হেফাজতে যুবদল নেতার মৃত্যু, সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার

রাজধানীর প্রেসক্লাব এলাকায় লিফলেট বিতরণ করল আ.লীগ

‘মধ্যমপন্থী’ দল গড়ছেন অভ্যুত্থানের নেতারা, আলোচনায় ইলিশ প্রতীক

লিবিয়ার সৈকতে ২০ জনের গলিত লাশ, সবাই বাংলাদেশি বলে ধারণা

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে যুবদল নেতার মৃত্যু, বিচার চাইল বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত