Ajker Patrika

রাঙামাটিতে সাফজয়ী দলের ৫ খেলোয়াড় ও ২ কোচকে সংবর্ধনা

রাঙামাটি প্রতিনিধি
রাঙামাটিতে সাফজয়ী দলের ৫ খেলোয়াড় ও ২ কোচকে সংবর্ধনা

সাফজয়ী নারী ফুটবল দলের পাহাড়ি ৫ খেলোয়াড় ঋতুপর্ণা চাকমা, মণিকা চাকমা, রূপণা চাকমা, আনুচিং মগিনী, আনাই মগিনীকে সংবর্ধনা দিয়েছে রাঙামাটি জেলা পরিষদ ও জেলা প্রশাসন। সংবর্ধিত হয়েছেন তাঁদের পথ প্রদর্শক বীরসেন চাকমা ও কোচ শান্তিমণি চাকমা। 

আজ বৃহস্পতিবার বিকেলে রাঙামাটির ঘাগড়া উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা করে রাঙামাটি শহরে আনা হয় সাফজয়ী ৫ ফুটবলারকে। এ সময় পথে অভ্যর্থনা জানান পথচারীরা। ঋতুদের বহনকারী মোটর শোভাযাত্রাটি রাঙামাটি শহর প্রদক্ষিণ করে রাঙামাটি চিংহ্লা মং মারী স্টেডিয়ামে এসে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেয়। এ সময় শত শত মানুষ তাদের ফুল ছিটিয়ে শুভেচ্ছা জানায়। 

সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় সংবর্ধনা অনুষ্ঠান। এরপর সাফজয়ী দলের পাহাড়ের ৫ সদস্য এবং তাদের কোচদের বীরত্বগাথা ডিজিটাল ডিসপ্লের মাধ্যমে প্রদর্শন করা হয়। এরপর অনুষ্ঠানে খেলোয়াড়দের পক্ষ থেকে বক্তব্য রাখেন ঋতুপর্ণা চাকমা। এ সময় তিনি ঘাগড়া স্কুলকে জাতীয়করণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। ঋতুপর্ণা বলেন, ‘আমাদের আজ এগিয়ে যাওয়ার পেছনে ঘাগড়া স্কুলের অবদান অপরিসীম। একই অবদান রাখায় কলসিন্দুর স্কুলকে জাতীয়করণ করা হয়েছে। কিন্তু ঘাগড়া স্কুলকে জাতীয়করণ করা হয়নি।’ 

প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার বলেন, ‘প্রধানমন্ত্রী দূরদর্শী চিন্তায় বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট চালু করেন। এ থেকেই দেশে এত বড় সফলতা এসেছে।’ 

সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী। তিনি বলেন, ‘পার্বত্য চট্টগ্রামে ফুটবল প্রসারে রাঙামাটি জেলা পরিষদের অর্থায়নে একটি ফুটবল একাডেমি গড়া হবে। ভবিষ্যতে প্রতিভাবান ফুটবলার তৈরিতে জেলা পরিষদ কাজ করবে।’ 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান। সংবর্ধনা অনুষ্ঠানে প্রতি খেলোয়াড়কে ২ লাখ টাকা চেক ও কোচদের ৫০ হাজার টাকার চেক তুলে দেন জেলা পরিষদের চেয়ারম্যান অংসই প্রু চৌধুরী। এ ছাড়া পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে প্রতি খেলোয়াড়কে ৫০ হাজার টাকা এবং প্রতি কোচকে ২৫ হাজার টাকার চেক তুলে দেন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা। 

এ ছাড়াও রাঙামাটি জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা বিজিবি, রাঙামাটি পৌরসভার পক্ষ থেকে শুভেচ্ছা উপহার দেওয়া হয়।  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত