Ajker Patrika

ভাঙা ঘরে বৃষ্টির পানির ভয় নেই রুপনার মায়ের 

নানিয়ারচর (রাঙামাটি) প্রতিনিধি
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২২, ১৪: ৫০
ভাঙা ঘরে বৃষ্টির পানির ভয় নেই রুপনার মায়ের 

নানিয়ারচর উপজেলার দুর্গম ভুঁইআদাম গ্রামে রুপনা চাকমার ঘরটির জরাজীর্ণ অবস্থাই বলছে, কতটা সংগ্রামের পথ পাড়ি দিয়ে এত দূর উঠে এসেছেন এই পাহাড়ি কন্যা। তবে এরই মধ্যে সাফজয়ী বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের গোলরক্ষক রুপনাকে সরকারের পক্ষ থেকে বাড়ি তৈরি করে দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রুপনার মা কালাসোনা চাকমা বলেন, ‘বৃষ্টি এলেই ওপরের ভাঙা টিন থেকে পানি পড়ত। টিভি, ডিশ ও পাকা ঘর পেলাম। আগে পাশের বাড়ি গিয়ে রুপনার খেলা দেখতাম, এখন নিজের টিভিতেই দেখব। প্রধানমন্ত্রীকে আমি নমস্কার ও আশীর্বাদ জানাচ্ছি, তিনি আমাদের মাথা গোঁজার ঠাঁই করে দিছেন। আমার মেয়ে যখন বল খেলায় জিতেছে, আমার অনেক ভালো লাগছে।’

রুপনার বড় ভাই শান্তি জীবন চাকমা বলেন, ‘গরিব পরিবারে জন্ম আমাদের, প্রধানমন্ত্রী একটা সুন্দর ঘর করে দিচ্ছেন, আমার মা ছোটবেলা থেকে অনেক কষ্ট করে আমাদের লালন-পালন করেছে, আমাদের মাথা গোঁজার ঠাঁই হবে শুনে আমরা খুবই আনন্দিত, আমি আমার বোনের জন্য প্রাণভরে আশীর্বাদ করি, সে যেন আরও ভালো কিছু করে।’

বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের গোলরক্ষক রুপনা চাকমাকে সরকারের পক্ষ থেকে বাড়ি তৈরি করে দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।ঘর তৈরির বিষয়ে উপজেলার স্থানীয় সরকার প্রকৌশলী মো. আব্দুল মজিদ আজকের পত্রিকাকে বলেন, ‘রুপনার বাসার কাজ এলজিইডির তত্ত্বাবধানে তৈরি করার লক্ষ্যে কার্যক্রম শুরু হয়েছে। বাজেট ঘোষণা হলেই ঘরটি কেমন হবে আমরা জানাতে পারব এবং অতিদ্রুত এর কাজ করা হবে।’

নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফজলুর রহমান জানান, ‘প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী এলজিইডি প্রকৌশলীকে নিয়ে আমরা ঘর তৈরির কার্যক্রম শুরু করে দিয়েছি। এক মাসের মধ্যেই সম্পন্ন করতে পারব বলে আশাবাদী।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত