বাসে চড়লেই পৌঁছানো যায় বিতর্ক জগতে
বাসের নাম এনএসইউডিসি পরিবহন। রেজিস্ট্রেশন নম্বর এনএসইউ, মেট্রো-ড, ন্যাক ১১২। নর্থ সাউথের প্লাজা চত্বরে দাঁড়িয়ে ভাবছিলাম, এটা আবার কোন বাস! আগ্রহকে সামাল দিতে না পেরে এগিয়ে গেলাম। জানতে পারলাম, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বিতর্ক ক্লাবের বাস এটি। এই সেশনে নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের বিতর্ক জগতে পৌঁছে