Ajker Patrika

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ৩০৪ কোটি টাকা আত্মসাৎ, জামিন পেলেন আরও ৪ আসামি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২২ মে ২০২৩, ১৬: ৫৮
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ৩০৪ কোটি টাকা আত্মসাৎ, জামিন পেলেন আরও ৪ আসামি

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় (এনএসইউ) তহবিলের প্রায় ৩০৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় চারজনকে জামিন দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ ও জ্যেষ্ঠ বিশেষ জজ মো. আছাদুজ্জামান প্রত্যেককে জামিন দেন। 

জামিনপ্রাপ্ত ব্যক্তিরা হলেন আশালয় হাউজিং অ্যান্ড ডেভেলপার্সের ব্যবস্থাপনা পরিচালক আমিন মো. হিলালী, চেয়ারম্যান ওমর ফারুক, পরিচালক আনোয়ারা বেগম ও সৈয়দ এ কে আনোয়ারুজ্জামান। 

আজ সকালে তাঁরা আদালতে আত্মসমর্পণসহ জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত প্রত্যেকের জামিন মঞ্জুর করেন। আসামিদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শাহিনুর ইসলাম। 

এর আগে প্রতিষ্ঠানটির ট্রাস্টি বোর্ডের সদস্য এম এ কাশেম, বেনজীর আহমেদ, রেহানা রহমান, মোহাম্মদ শাহজাহান ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিম উদ্দিন আহমেদ বিভিন্ন সময়ে জামিন পান। 

গত বছর ২২ মে চারজন ট্রাস্টি হাইকোর্টে আগাম জামিনের আবেদন করলে তাঁদের জামিন না দিয়ে হাইকোর্ট শাহবাগ থানায় হস্তান্তর করেন। পরের দিন ঢাকার মহানগর দায়রা জজ তাঁদের কারাগারে পাঠান। এরপর তাঁরা দীর্ঘদিন জেলখাটার পর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থেকে জামিন পান। পরে ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান আজিম উদ্দিন আহমেদ আত্মসমর্পণ করে জামিন পান। 

প্রায় ৩০৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে গত বছর ৫ মে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিম উদ্দিন আহমেদসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করে দুদক। মামলায় এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ডেভেলপমেন্টের নামে ৯ হাজার ৯৬ দশমিক ৮৮ ডেসিম্যাল জমির ক্রয়মূল্য বাবদ ৩০৩ কোটি ৮২ লাখ ১৩ হাজার ৪৯৭ টাকা অতিরিক্ত অর্থ হস্তান্তর, রূপান্তর, স্থানান্তর ও গোপন করার মাধ্যমে আত্মসাতের অভিযোগ আনা হয়।

বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, শিক্ষা মন্ত্রণালয় অর্থাৎ সরকারের সুপারিশকে পাশ কাটিয়ে বোর্ড অব ট্রাস্টিজের কিছু সদস্যের অনুমোদনের মাধ্যমে এ অর্থ লোপাট করা হয়। দুর্নীতি দমন কমিশন ৯ আসামির বিরুদ্ধে গত বছর ১০ নভেম্বর অভিযোগপত্র দাখিল করে। পরে এই আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তান সেনাবাহিনীকে ‘প্রতিশোধমূলক পদক্ষেপের’ নির্দেশ

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত