বিনোদন প্রতিবেদক, ঢাকা
গদা যুদ্ধের নিয়মের বাইরে গিয়ে ভীমের দুর্যোধনের ঊরুতে আঘাত এবং মৃত্যুর আগে দুর্যোধনের আত্মোপলব্ধির ওপর ভিত্তি করে লেখা মহাকবি ভাসের বিখ্যাত একাঙ্ক নাটক ‘ঊরুভঙ্গম’। নাটকটি মঞ্চে আনছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় সিনে অ্যান্ড ড্রামা ক্লাব। এটি ক্লাবটির ১৯তম বাৎসরিক প্রযোজনা। বিশ্ববিদ্যালয়ের প্রধান মিলনায়তনে আজ ও আগামীকাল সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে মঞ্চায়ন হবে নাটকটি। নির্দেশনা দিয়েছেন আতিকুল ইসলাম জয়।
ভাসের লেখা ঊরুভঙ্গম নাটকের মূলপাঠের সঙ্গে কাশীরাম দাস অনূদিত ‘মহাভারত’ মহাকাব্যের বিশেষ কিছু দৃশ্য সংযোজিত হয়েছে এই নাটকে। নির্দেশক জানান, মূলত মহাভারতের এই মহাযুদ্ধ কেন সংগঠিত হয়েছিল তা সাধারণ দর্শকদের কাছে সহজবোধ্য করতেই সংযোজনটা করা হয়েছে।
নির্মাতা আতিকুল ইসলাম জয় বলেন, ‘ঊরুভঙ্গম নাটকে তুলে ধরা হয়েছে হিংসা ও লোভে আবৃত দুর্যোধনের স্বরূপ। ছল ও মিথ্যার দ্বারা সে পঞ্চপাণ্ডবদের এবং তাদের অর্ধাঙ্গিনী দ্রৌপদীকে চরম লাঞ্ছনার সম্মুখীন করে এবং তাদের অধিকারে হস্তক্ষেপ করে, যা পরে মহাযুদ্ধে রূপ নেয়। যুদ্ধ শেষে পরাজিত ও সর্বহারা দুর্যোধনকে বধ করেন ভীম। মৃত্যুর পূর্বমুহূর্তে দুর্যোধন নিজের সব মোহ, অহংকার থেকে মুক্তি পায় এবং অন্যায় উপলব্ধি করে।’
ক্লাবের ফ্যাকাল্টি অ্যাডভাইসর প্রিয়াঙ্কা নাথ বলেন, ‘নাটকটি মঞ্চস্থ করার জন্য আমাদের সকল পারফরমাররা গত কয়েক মাস ধরে অক্লান্ত পরিশ্রম করেছে। তাদের ভালো কিছু করার এই তীব্র ইচ্ছা আমাকে প্রতিটা সময় মুগ্ধ করে এবং আমাকে সব সময় উদ্বুদ্ধ করে তাদের সাপোর্ট দিয়ে সুন্দর ও শৈল্পিক নাটকের মঞ্চায়ন নিশ্চিত করা।’
তিনি আরও জানান নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আতিকুল ইসলাম, ট্রাস্টি বোর্ডের সদস্যরা এবং ডিরেক্টর অব স্টুডেন্ট অ্যাফেয়ার্স নাটক দেখতে উপস্থিত থাকবেন।
নাটকটির সংগীত পরিকল্পনা করেছেন মেহফুজ আল ফাহাদ, কোরিওগ্রাফি করেছেন জুয়েরিয়া মৌলি, নির্দেশনা-সহযোগী, মঞ্চ ও পোশাক পরিকল্পনা করেছেন সৈয়দা ইফাত আরা। রূপসজ্জা পরিকল্পনা সিনে অ্যান্ড ড্রামা ক্লাবের সদস্যরা।
গদা যুদ্ধের নিয়মের বাইরে গিয়ে ভীমের দুর্যোধনের ঊরুতে আঘাত এবং মৃত্যুর আগে দুর্যোধনের আত্মোপলব্ধির ওপর ভিত্তি করে লেখা মহাকবি ভাসের বিখ্যাত একাঙ্ক নাটক ‘ঊরুভঙ্গম’। নাটকটি মঞ্চে আনছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় সিনে অ্যান্ড ড্রামা ক্লাব। এটি ক্লাবটির ১৯তম বাৎসরিক প্রযোজনা। বিশ্ববিদ্যালয়ের প্রধান মিলনায়তনে আজ ও আগামীকাল সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে মঞ্চায়ন হবে নাটকটি। নির্দেশনা দিয়েছেন আতিকুল ইসলাম জয়।
ভাসের লেখা ঊরুভঙ্গম নাটকের মূলপাঠের সঙ্গে কাশীরাম দাস অনূদিত ‘মহাভারত’ মহাকাব্যের বিশেষ কিছু দৃশ্য সংযোজিত হয়েছে এই নাটকে। নির্দেশক জানান, মূলত মহাভারতের এই মহাযুদ্ধ কেন সংগঠিত হয়েছিল তা সাধারণ দর্শকদের কাছে সহজবোধ্য করতেই সংযোজনটা করা হয়েছে।
নির্মাতা আতিকুল ইসলাম জয় বলেন, ‘ঊরুভঙ্গম নাটকে তুলে ধরা হয়েছে হিংসা ও লোভে আবৃত দুর্যোধনের স্বরূপ। ছল ও মিথ্যার দ্বারা সে পঞ্চপাণ্ডবদের এবং তাদের অর্ধাঙ্গিনী দ্রৌপদীকে চরম লাঞ্ছনার সম্মুখীন করে এবং তাদের অধিকারে হস্তক্ষেপ করে, যা পরে মহাযুদ্ধে রূপ নেয়। যুদ্ধ শেষে পরাজিত ও সর্বহারা দুর্যোধনকে বধ করেন ভীম। মৃত্যুর পূর্বমুহূর্তে দুর্যোধন নিজের সব মোহ, অহংকার থেকে মুক্তি পায় এবং অন্যায় উপলব্ধি করে।’
ক্লাবের ফ্যাকাল্টি অ্যাডভাইসর প্রিয়াঙ্কা নাথ বলেন, ‘নাটকটি মঞ্চস্থ করার জন্য আমাদের সকল পারফরমাররা গত কয়েক মাস ধরে অক্লান্ত পরিশ্রম করেছে। তাদের ভালো কিছু করার এই তীব্র ইচ্ছা আমাকে প্রতিটা সময় মুগ্ধ করে এবং আমাকে সব সময় উদ্বুদ্ধ করে তাদের সাপোর্ট দিয়ে সুন্দর ও শৈল্পিক নাটকের মঞ্চায়ন নিশ্চিত করা।’
তিনি আরও জানান নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আতিকুল ইসলাম, ট্রাস্টি বোর্ডের সদস্যরা এবং ডিরেক্টর অব স্টুডেন্ট অ্যাফেয়ার্স নাটক দেখতে উপস্থিত থাকবেন।
নাটকটির সংগীত পরিকল্পনা করেছেন মেহফুজ আল ফাহাদ, কোরিওগ্রাফি করেছেন জুয়েরিয়া মৌলি, নির্দেশনা-সহযোগী, মঞ্চ ও পোশাক পরিকল্পনা করেছেন সৈয়দা ইফাত আরা। রূপসজ্জা পরিকল্পনা সিনে অ্যান্ড ড্রামা ক্লাবের সদস্যরা।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৭ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪