নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে উইমেন্স ক্যারিয়ার কার্নিভ্যালে অধিকারকর্মী হো চি মিন ইসলাম বক্তব্য দিতে না পারার ঘটনায় প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ।
সংগঠনটি মনে করে, তাঁকে আমন্ত্রণ জানিয়েও পরবর্তীকালে বক্তা তালিকা থেকে নাম বাদ দেওয়ায় তাঁর গণতান্ত্রিক অধিকার লঙ্ঘন করা হয়েছে। আজ সোমবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানায় মহিলা পরিষদ।
সংগঠনের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম ও সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অন্যতম নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে হিরোজ ফর অল এবং আই সোশ্যাল আয়োজিত উইমেন্স ক্যারিয়ার কার্নিভ্যালে অধিকারকর্মী হো চি মিন ইসলামকে বক্তা হিসেবে আমন্ত্রণ জানানো হয়। কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একাংশ হো চি মিন ইসলামের উপস্থিতি প্রতিহত করার জন্য আন্দোলন শুরু করেন এবং পরীক্ষা বর্জনের হুমকি দেন। আন্দোলনের একপর্যায়ে আয়োজক সংস্থার পক্ষ থেকে তাঁর নিরাপত্তার অজুহাতে বক্তার নামের তালিকা থেকে তাঁকে বাদ দেওয়া হয়, যার মাধ্যমে তাঁর গণতান্ত্রিক অধিকার লঙ্ঘন করা হয়েছে।
মহিলা পরিষদ জানায়, জাতিসংঘের এসডিজির লক্ষ্যমাত্রা অনুযায়ী বাংলাদেশের অঙ্গীকার হলো, কাউকে পিছিয়ে রাখা যাবে না। সেখানে হো চি মিনের বক্তব্য রাখার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আন্দোলন অগ্রহণযোগ্য এবং মানবাধিকারের পরিপন্থী। শিক্ষার্থীদের এ ধরনের আচরণ অনভিপ্রেত, যার দায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও এড়াতে পারে না।
বাংলাদেশ মহিলা পরিষদ মনে করে, শিক্ষাপ্রতিষ্ঠান ধর্ম, বর্ণ, লিঙ্গ পরিচয়ে সবার সমান অধিকার নিশ্চিত করবে। শিক্ষার্থীদের মানস গঠনেও বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা রাখা প্রয়োজন। বিবৃতিতে ধর্ম, বর্ণ, গোষ্ঠীর মানুষের সহাবস্থান নিশ্চিত করাসহ প্রান্তিক জনগোষ্ঠীর সুরক্ষা ও মানবাধিকার রক্ষায় সবার প্রতি আহ্বান জানানো হয়।
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে উইমেন্স ক্যারিয়ার কার্নিভ্যালে অধিকারকর্মী হো চি মিন ইসলাম বক্তব্য দিতে না পারার ঘটনায় প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ।
সংগঠনটি মনে করে, তাঁকে আমন্ত্রণ জানিয়েও পরবর্তীকালে বক্তা তালিকা থেকে নাম বাদ দেওয়ায় তাঁর গণতান্ত্রিক অধিকার লঙ্ঘন করা হয়েছে। আজ সোমবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানায় মহিলা পরিষদ।
সংগঠনের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম ও সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অন্যতম নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে হিরোজ ফর অল এবং আই সোশ্যাল আয়োজিত উইমেন্স ক্যারিয়ার কার্নিভ্যালে অধিকারকর্মী হো চি মিন ইসলামকে বক্তা হিসেবে আমন্ত্রণ জানানো হয়। কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একাংশ হো চি মিন ইসলামের উপস্থিতি প্রতিহত করার জন্য আন্দোলন শুরু করেন এবং পরীক্ষা বর্জনের হুমকি দেন। আন্দোলনের একপর্যায়ে আয়োজক সংস্থার পক্ষ থেকে তাঁর নিরাপত্তার অজুহাতে বক্তার নামের তালিকা থেকে তাঁকে বাদ দেওয়া হয়, যার মাধ্যমে তাঁর গণতান্ত্রিক অধিকার লঙ্ঘন করা হয়েছে।
মহিলা পরিষদ জানায়, জাতিসংঘের এসডিজির লক্ষ্যমাত্রা অনুযায়ী বাংলাদেশের অঙ্গীকার হলো, কাউকে পিছিয়ে রাখা যাবে না। সেখানে হো চি মিনের বক্তব্য রাখার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আন্দোলন অগ্রহণযোগ্য এবং মানবাধিকারের পরিপন্থী। শিক্ষার্থীদের এ ধরনের আচরণ অনভিপ্রেত, যার দায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও এড়াতে পারে না।
বাংলাদেশ মহিলা পরিষদ মনে করে, শিক্ষাপ্রতিষ্ঠান ধর্ম, বর্ণ, লিঙ্গ পরিচয়ে সবার সমান অধিকার নিশ্চিত করবে। শিক্ষার্থীদের মানস গঠনেও বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা রাখা প্রয়োজন। বিবৃতিতে ধর্ম, বর্ণ, গোষ্ঠীর মানুষের সহাবস্থান নিশ্চিত করাসহ প্রান্তিক জনগোষ্ঠীর সুরক্ষা ও মানবাধিকার রক্ষায় সবার প্রতি আহ্বান জানানো হয়।
সাবেক এমপি ও বিএনপি নেতা নাছির উদ্দিন চৌধুরীর দ্বিতীয় স্ত্রী ও দুই মেয়েকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে তাঁর ভাই বিএনপি নেতা মাসুক চৌধুরী ও মিলন চৌধুরীর বিরুদ্ধে। গতকাল শুক্রবার রাতে সুনামগঞ্জের দিরাই উপজেলা সদরের বাসায় নাছির চৌধুরীর সামনেই এ ঘটনা ঘটে।
৮ মিনিট আগেশেরপুরের শ্রীবরদীতে মো. আব্দুল মুন্নাফ নামে এক ছাত্রদল নেতা আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগদান করেছেন। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার পৌরসভার বাহার বাজারে এক সাধারণ সভার মাধ্যমে তিনি জামায়াতে যোগদান করেন। ওই সভায় তিনি জনসম্মুখে সহযোগী সদস্য ফরম পূরণ করে জামায়াতে ইসলামীর শেরপুর জেলা আমিরের কাছে জমা
১৪ মিনিট আগেভোলায় ঘরে ঘরে গ্যাস সংযোগ ও গ্যাসভিত্তিক শিল্পকারখানা স্থাপনের দাবিতে ইন্ট্রাকোর গ্যাস বহনকারী একটি গাড়ি আটকে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। গতকাল শুক্রবার (১৮ এপ্রিল) ইন্ট্রাকো গ্রুপের এলপিজি গ্যাসভর্তি একটি কাভার্ড ভ্যান ঢাকা যাওয়ার পথে রাত ১১টার দিকে ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনা
৩৮ মিনিট আগেরাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় জুলাই আন্দোলনে শহীদ আবু সাঈদ, অপারেশন ডেভিল হান্ট, ফিলিস্তিন ইস্যু, ফ্যাসিবাদ ও প্রধান উপদেষ্টাকে নিয়ে প্রশ্ন এসেছে। প্রথম শিফটের একাধিক প্রশ্নে ভুল ও সঠিক উত্তর নেই এমন প্রশ্নও করা হয়েছে।
৪৩ মিনিট আগে