উচ্ছেদ অভিযানে রোষানলে সওজ, নানা অভিযোগ
‘সকালে ঘুম থেকে ওঠার আগেই দেখি, আমার দোকান ভাঙা শেষ। সেখানে প্রায় ২০ লাখ টাকার মেশিনারি পার্টস ছিল’ জানালেন ব্যবসায়ী আব্দুর রাজ্জাক। এমন অভিযোগ শেরপুরের শত ব্যবসায়ীর। বগুড়ার শেরপুরে ধুনট মোড় থেকে রণবীরবালা পর্যন্ত সওজের উচ্ছেদ অভিযানে এমন অভিযোগই পাওয়া গেছে।