Ajker Patrika

আওয়ামী লীগ নেতাসহ ১১ জনের বিরুদ্ধে হত্যা মামলা

ধুনট (বগুড়া) প্রতিনিধি
আপডেট : ২৯ ডিসেম্বর ২০২১, ১৩: ৫২
আওয়ামী লীগ নেতাসহ ১১ জনের বিরুদ্ধে হত্যা মামলা

বগুড়ার ধুনট উপজেলায় জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় প্রতিপক্ষের মারপিটে হাফিজার রহমান নিহতের ঘটনায় হত্যা মামলা করা হয়েছে। গতকাল মঙ্গলবার ভোরে নিহতের ছেলে রাঙ্গা মিয়া ধুনট থানায় আওয়ামী লীগ নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা করেন।

নিহত হাফিজার রহমান উপজেলার ছোটচাপড়া গ্রামের বাসিন্দা।

মামলা সূত্রে জানা গেছে, হাফিজার রহমানের সঙ্গে পাশের হটিয়ারপাড়া গ্রামের শাহিনূর রহমানে সঙ্গে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ১৯ বছর ধরে উভয় পক্ষের পাল্টাপাল্টি মামলা আদালতে বিচারাধীন ছিল। সম্প্রতি আদালতের রায়ে ওই জমির মালিকানা হাফিজার রহমান পেয়েছেন। এ অবস্থায় শনিবার শাহীনূর রহমান তাঁর লোকজন নিয়ে ওই জমি দখল নিতে যায়। খবর পেয়ে হাফিজার রহমান ও জমির বর্গাদার চান মিয়া তাঁদের বাঁধা দেন। এ সময় প্রতিপক্ষের মারপিটে হাফিজার রহমান ও চান মিয়া আহত হন। তাঁদের ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। সেখানে অবস্থার অবনতি হলে হাফিজার রহমানকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার মারা যান তিনি।

এ ঘটনায় নিহতের ছেলে রাঙ্গা মিয়া উপজেলার চিকাশি ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক হটিয়ারপাড়া গ্রামের আমজাদ হোসেনসহ ১১ জনের বিরুদ্ধে মামলা করেন। এ মামলার আসামিরা পলাতক থাকায় তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, মামলার অভিযুক্তদের গ্রেপ্তারের অভিযান চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত