Ajker Patrika

হট্টগোলে ধুনটে বন্ধ কম্বল বিতরণ

ধুনট (বগুড়া) প্রতিনিধি
আপডেট : ২৯ ডিসেম্বর ২০২১, ১৪: ০৩
হট্টগোলে ধুনটে বন্ধ কম্বল বিতরণ

বগুড়ার ধুনট উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নে অসহায় ও দুস্থ মানুষের মাঝে সরকারি ২৫০টি কম্বল বিতরণের সময় হট্টগোলের সৃষ্টি হয়। এ ঘটনায় কম্বল বিতরণ বন্ধ রয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, রোববার থেকে কম্বল বিতরণ শুরু হবে। এদিকে কম্বল বিতরণের সময় আওয়ামী লীগ নেত্রী ও ইউপি প্যানেল চেয়ারম্যান সুলতানা জাহানাকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে।

সুলতানা জাহান ধুনট উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ভান্ডারবাড়ি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান। এ ঘটনায় গতকাল দুপুরের দিকে তিনি ধুনট থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভান্ডারবাড়ি ইউনিয়নে শীতবস্ত্র দেওয়ার জন্য সরকারি ২৫০টি কম্বল বরাদ্দ ছিল। সোমবার সকালে সেই কম্বলগুলো ইউনিয়ন পরিষদ থেকে বিতরণ শুরু করা হয়। বেলা ১১টার দিকে ওই ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের সদস্য শরীফা খাতুনের স্বামী জহুরুল ইসলাম ও তাঁর লোকজন কম্বল বিতরণে বাধা দেন। এ সময় ইউনিয়ন পরিষদের সচিব ফরহাদ হোসেন এবং ট্যাগ অফিসার উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা আশরাফ আলীর সঙ্গে তাঁদের কথা-কাটাকাটি হয়। এ পরিস্থিতিতে সুলতানা জাহান এগিয়ে এলে জহুরুল ও তাঁর লোকজন ক্ষুব্ধ হয়ে ওঠেন। একপর্যায়ে তাঁরা সুলতানা জাহানকে শ্লীলতাহানি করেন। এ ঘটনার পর থেকে কম্বল বিতরণ বন্ধ রয়েছে।

এ বিষয়ে জহুরুল ইসলাম বলেন, ‘ইউপি সদস্যদের মধ্যে কম্বল বিতরণের ভাগ-বাঁটোয়ারা নিয়ে ইউপি সচিব ও ট্যাগ অফিসারের সঙ্গে কথা-কাটাকাটি হয়েছে। তবে সুলতানা জাহানকে শ্লীলতাহানির চেষ্টা করা হয়নি। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে।’

ভান্ডারবাড়ি ইউনিয়ন পরিষদের সচিব ফরহাদ হোসেন জানান, জহুরুল ইসলাম এক নারী ইউপি সদস্যের স্বামী। তিনি কম্বল বিতরণ অনুষ্ঠানে এসে তাঁর জন্য অতিরিক্ত কম্বল বরাদ্দের দাবি করেন। এ বিষয়টি নিয়ে তাঁর সঙ্গে কথা-কাটাকাটি হয়েছে।

ট্যাগ অফিসার ও উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা আশরাফ আলী জানান, কম্বল বিতরণ অনুষ্ঠানে স্থানীয় এক নারী ইউপি সদস্যের স্বামী এসে বাধা দেন। এ ঘটনার পর কম্বল বিতরণ বন্ধ করে দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত বলেন, কম্বল বিতরণ অনুষ্ঠানে সমস্যা হওয়ার কথা শুনেছি। আগামী রোববার সেখানে পুনরায় কম্বল বিতরণ করা হবে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধুবালা জানান, শ্লীলতাহানির একটি অভিযোগ পেয়েছেন। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত