Ajker Patrika

প্রতিপক্ষের মারধরে আহত ব্যক্তির মৃত্যু

ধুনট (বগুড়া) প্রতিনিধি
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২১, ১২: ১০
Thumbnail image

বগুড়ার ধুনট উপজেলায় জমি দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারধরে আহত এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

গতকাল রোববার ভোর ৫টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এর আগে শনিবার মারধরের ঘটনা ঘটে। নিহত হাফিজার রহমান (৭২) উপজেলার ছোটচাপড়া গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হাফিজার রহমানের সঙ্গে পাশের হটিয়ারপাড়া গ্রামের শাহিনূর রহমানের ৫০ শতক জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। ১৯ বছর ধরে উভয় পক্ষের পাল্টাপাল্টি মামলা আদালতে বিচারাধীন ছিল। সম্প্রতি আদালতের রায়ে ওই জমির মালিকানা হাফিজার রহমান পেয়েছেন। এ অবস্থায় গত শনিবার সকাল ১০টার দিকে শাহীনূর রহমান তাঁর লোকজন নিয়ে ওই জমি দখল নিতে যান। খবর পেয়ে হাফিজার রহমান ও জমির বর্গাদার চান মিয়া তাঁদের বাধা দেন। এ সময় প্রতিপক্ষের মারধরে হাফিজার রহমান ও চান মিয়া আহত হন।

স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে অবস্থার অবনতি হলে হাফিজার রহমানকে শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল তিনি মারা যান। আহত চান মিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এখনো চিকিৎসাধীন আছেন।

ঘটনার পর থেকে শাহিনূর রহমান ও তাঁর লোকজন পলাতক থাকায় তাঁদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা আজকের পত্রিকাকে জানান, লাশের ময়নাতদন্ত শেষে তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। হত্যাকারীদের গ্রেপ্তারের অভিযান চলছে। হত্যার অভিযোগে মামলাটি নথিভুক্তের প্রস্তুতি চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঋণের ১৩০০ কোটির এক টাকাও দেননি হলিডে ইনের মালিক

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

গণ–সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান দিলেন বিএনপি নেতা

হেফাজতে যুবদল নেতার মৃত্যু, সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত