Ajker Patrika

তিন দিনের ইজতেমা শুরু, মুসল্লিদের ভিড়

ধুনট (বগুড়া) প্রতিনিধি
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২১, ১১: ৪৭
তিন দিনের ইজতেমা শুরু, মুসল্লিদের ভিড়

ফজরের নামাজের পর বগুড়ার ধুনট পৌর এলাকায় পূর্বভরণশাহী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ইছামতি নদীর তীরে আঞ্চলিক ইজতেমা শুরু হয়েছে। ঢাকার কাকরাইল মসজিদের আলমি শুরার তত্ত্বাবধানে এ ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। বগুড়া মার্কাজ মাদ্রাসার নায়েবে মুহতামিম মুফতি আলাউদ্দিনের উদ্বোধনী আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয় এই ইজতেমা।

গতকাল বৃহস্পতিবার থেকে দ্বিতীয়বারের মতো এ ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। তিন দিনব্যাপী আঞ্চলিক ইজতেমায় ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্তের হাজারো ধর্মপ্রাণ মুসল্লিরা ইজতেমা ময়দানে সমবেত হয়েছেন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ইজতেমা ময়দানে বেড়েছে মুসল্লির সংখ্যা। তবে ভিসা জটিলটার কারণে এ বছর বিদেশি মুসল্লিরা আসতে পারেননি।

গতকাল সকাল ১০টায় ইজতেমা ময়দানে বয়ান পেশ করেন বগুড়া মার্কাজ মাদ্রাসার মুহতামিম মুফতি মশিউর, বাদ জোহর বয়ান করেন মাওলানা রেজাউল করিম এবং বাদ আসর বয়ান করেন ঢাকা কাকরাইলের মুরব্বি মাওলানা তানভিরুল ইসলাম।

ইজতেমা ময়দানে আগত মুসল্লিদের জন্য আছে পুলিশ কন্ট্রোল রুম, চিকিৎসাসেবা বুথ, পর্যাপ্ত পানি সরবরাহসহ অজু, গোসল ও পয়োনিষ্কাশনের জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া ইজতেমার পাশেই রয়েছে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও শীতের পোশাকের দোকান।

ইজতেমা আয়োজক কমিটির শুরা সদস্য খোরশেদ আলম বলেন, করোনার কারণে দুই বছর ইজতেমা অনুষ্ঠিত হয়নি। ইজতেমায় অবস্থানরত মুসল্লিদের জন্য সব ধরনের সুযোগ-সুবিধার ব্যবস্থা নেওয়া হয়েছে। ফজর, জোহর, আসর ও মাগরিবের ওয়াক্তের নামাজ শেষে নবী-রাসুলের তরিকা ও আল্লাহর ইবাদত-বন্দেগিসহ ধর্মীয় বিষয়াদি নিয়ে ওলামায়ে কেরামরা কোরআন ও হাদিস থেকে বয়ান পেশ করছেন।

ঢাকার টুঙ্গিতে বিশ্ব ইজতেমা সফল করার লক্ষ্যে এবং দ্বীনি দাওয়াতে তাবলিগের কাজের জন্য কমপক্ষে ৫০টি জামাত তৈরি করার লক্ষ্যমাত্রা আছে। মুসল্লিরা দেশব্যাপী দাওয়াতের কাজ শেষ করে টঙ্গী বিশ্ব ইজতেমায় শরিক হবেন।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, ইজতেমা ময়দানে মুসল্লিদের নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আগামীকাল শনিবার দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমার সমাপ্তি ঘটবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত