বিমান ছাড়াই পৃথিবীর প্রত্যেকটি দেশ ঘুরে ফেললেন ডেনিশ যুবক
যাত্রাপথে অসংখ্য বাস, ট্রেন, জাহাজ, মাছ ধরার নৌকাসহ বিভিন্ন মাধ্যম ব্যবহার করেছেন থর। এর মধ্যে ব্রাজিলে এক বাসেই টানা ৫৪ ঘণ্টা ভ্রমণের অভিজ্ঞতা হয়েছে তার। ওই বাসে বসেই দুইবার সূর্যাস্ত দেখতে হয়েছে। আর সবচেয়ে দীর্ঘতম ট্রেন ভ্রমণটি করেছেন রাশিয়ায়। এ ছাড়া একটি জাহাজে অবস্থান করেছিলেন টানা ২৭ দিন।