Ajker Patrika

দেশের মানচিত্রও খেতে বসেছে আ.লীগ: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৮ মার্চ ২০২৩, ১৮: ৪২
দেশের মানচিত্রও খেতে বসেছে আ.লীগ: মির্জা ফখরুল

ক্ষমতাসীন আওয়ামী লীগের সীমাহীন দুর্নীতি দেশকে ধ্বংস করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর ভাষায়, ‘আওয়ামী লীগ দেশের সব খেয়ে ফেলেছে, এখন বাংলাদেশের মানচিত্রটাও খেয়ে ফেলতে বসেছে।’ এই অবস্থায় জনগণের শক্তি দিয়ে সরকারকে সরানোর আহ্বান জানান তিনি।

আজ শনিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে মির্জা ফখরুল এ কথা বলেন। দেশব্যাপী পালিত কর্মসূচির অংশ হিসেবে আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে এবং বিএনপি ঘোষিত ১০ দফা দাবিতে এই সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর (উত্তর ও দক্ষিণ) বিএনপি।

সমাবেশে ক্ষমতাসীন আওয়ামী লীগের দুর্নীতির চিত্র তুলে ধরে মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ আর শেখ হাসিনার মূলনীতি টাকা পাচার আর দুর্নীতি। এই সরকারের দুর্নীতির ফিরিস্তি দিতে হলে এক-দুই দিনে হবে না, এক মাস সময় লাগবে। তাদের (আওয়ামী লীগ) প্রতি ক্ষেত্রে দুর্নীতি।’

আওয়ামী লীগের উদ্দেশে ফখরুল বলেন, ‘তারা দেশের সব খেয়ে ফেলেছে। আওয়ামী লীগ আজকে দুর্নীতি করে দেশকে ওই অবস্থায় নিয়ে গেছে যে তারা বাংলাদেশের মানচিত্রও খেয়ে ফেলতে বসেছে।’

এ সময় আওয়ামী লীগের উদ্দেশে মির্জা ফখরুল স্লোগান ধরেন... ‘গলি-গলি মে শোর হ্যায়।’ নেতা-কর্মীরা তাঁর সঙ্গে বলে ওঠেন ‘শেখ হাসিনা চোর হ্যায়’।

সরকারের পতন ঘটানোর আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, ‘আমাদের প্রধান কথা দুর্নীতি বন্ধ করতে হলে এই সরকারকে সরাতে হবে। এই সরকার, যারা জোর করে ক্ষমতায় বসে আছে, তাদের জনগণের শক্তি দিয়ে সরে যেতে বাধ্য করতে হবে। জনগণের দাবি আদায় করতে অবশ্যই তাদের সরাতে হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘ক্রিকেটাররা আমাকে ন্যুড পাঠাত’, বিস্ফোরক ভারতের সাবেক কোচের সন্তান

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

পরপর সংঘর্ষে উড়ে গেল বাসের ছাদ, যাত্রীসহ ৫ কিমি নিয়ে গেলেন চালক

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত