Ajker Patrika

গাছখেকোদের হাত থেকে বৃক্ষ রক্ষা করতে হবে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
গাছখেকোদের হাত থেকে বৃক্ষ রক্ষা করতে হবে

চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আজিজ আহমদ ভূঞা বলেছেন, ‘কিছুসংখ্যক দুষ্কৃতকারী অর্থের লোভে বৃক্ষনিধনের মহোৎসবে মেতে উঠেছে। এরা দেশ ও জাতির শত্রু। তাদের বিরুদ্ধে আইনি ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। কোনো অবস্থাতেই অপরাধীদের ছাড় বা মার্জনা করা যাবে না। এই গাছখেকোদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে। গাছখেকোদের হাত থেকে বৃক্ষকে রক্ষা করতে হবে।’ 

আজ বুধবার চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আজিজ আহমেদ ভূঞা এসব কথা বলেন। 

আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) শেখ ইফতেখার সাইমুল চৌধুরীর উদ্যোগে এ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম কামরুন নাহার রুমি, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক বজলুর রশীদ মিন্টু, বিভাগীয় বন কর্মকর্তা এস এম কায়সার প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জমকালো দোতলা বাড়িতে দূতাবাস, সামনে সারি সারি কূটনৈতিক গাড়ি—৭ বছর পর জানা গেল ভুয়া

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

অবশেষে রাজি ভারত, ‘জিতেছে বাংলাদেশ’

ছেলের লাশ পেতে পুলিশের হয়রানির শিকার হতে হয়েছে

ই-মেইলে একযোগে ৫৪৭ ব্যাংক কর্মকর্তা চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত