Ajker Patrika

বিমানবন্দরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

উত্তরা-বিমানবন্দর (ঢাকা) প্রতিনিধি
বিমানবন্দরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গ্রেপ্তার যুবকের নাম দ্রুব দাস (২৫)। 

আজ শুক্রবার বেলা ১১টার দিকে বিমানবন্দরের এক নম্বর টার্মিনালের সামনের পার্কিং এলাকা থেকে যৌথ অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকালে তাঁর কাছ থেকে ২ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। গ্রেপ্তার যুবক কক্সবাজারের টেকনাফ উপজেলার বাসিন্দা। 

এ বিষয়ে বিমানবন্দর এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক বলেন, গোপন তথ্যের ভিত্তিতে এয়ারপোর্ট এপিবিএন এবং ডিএনসির যৌথ অভিযানে ২ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দ্রুব দাস নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর কাছ থেকে জব্দ করা এসব ইয়াবার মূল্য আনুমানিক ৭ লাখ ২০ হাজার টাকা। 

তিনি বলেন, পার্কিং এলাকায় দ্রুবকে সন্দেহজনক অবস্থায় ঘোরাফেরা করছিল। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি অপ্রস্তুত হয়ে পড়েন। একপর্যায়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাঁকে ধরে ফেলা হয়। 

অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউল হক বলেন, প্রথমে ইয়াবার কথা অস্বীকার করলেও ব্যাপক জিজ্ঞাসাবাদে স্বীকার করে। পরে তাঁর কাছে থাকা একটি নীল রঙের ব্যাগ থেকে এসব ইয়াবা ট্যাবলেট বের করে দেয়। 

এ ঘটনায় বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলেও জানান পুলিশ কর্মকর্তা জিয়াউল হক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাষ্ট্রের গোপন নথি ফাঁস: এনবিআরের দ্বিতীয় সচিব মুকিতুলের বিরুদ্ধে এবার মামলা

রক্ত কেনা যায় না—ইয়েমেনে নিমিশাকে ক্ষমা করতে অস্বীকৃতি মাহদির পরিবারের

২৫ সেকেন্ডে ১২ গুলি, হাসপাতালে গ্যাংস্টারের শরীর ঝাঁঝরা

গোপালগঞ্জে হামলার ঘটনায় ফেসবুকে সরব ইসলামপুরের পলাতক আওয়ামী নেতারা

গোপালগঞ্জে সহিংসতায় নিহত ৪ জনের ময়নাতদন্ত হলো না, প্রশ্ন এড়িয়ে গেলেন ডিআইজি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত