উত্তরা-বিমানবন্দর (ঢাকা) প্রতিনিধি
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গ্রেপ্তার যুবকের নাম দ্রুব দাস (২৫)।
আজ শুক্রবার বেলা ১১টার দিকে বিমানবন্দরের এক নম্বর টার্মিনালের সামনের পার্কিং এলাকা থেকে যৌথ অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকালে তাঁর কাছ থেকে ২ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। গ্রেপ্তার যুবক কক্সবাজারের টেকনাফ উপজেলার বাসিন্দা।
এ বিষয়ে বিমানবন্দর এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক বলেন, গোপন তথ্যের ভিত্তিতে এয়ারপোর্ট এপিবিএন এবং ডিএনসির যৌথ অভিযানে ২ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দ্রুব দাস নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর কাছ থেকে জব্দ করা এসব ইয়াবার মূল্য আনুমানিক ৭ লাখ ২০ হাজার টাকা।
তিনি বলেন, পার্কিং এলাকায় দ্রুবকে সন্দেহজনক অবস্থায় ঘোরাফেরা করছিল। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি অপ্রস্তুত হয়ে পড়েন। একপর্যায়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাঁকে ধরে ফেলা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউল হক বলেন, প্রথমে ইয়াবার কথা অস্বীকার করলেও ব্যাপক জিজ্ঞাসাবাদে স্বীকার করে। পরে তাঁর কাছে থাকা একটি নীল রঙের ব্যাগ থেকে এসব ইয়াবা ট্যাবলেট বের করে দেয়।
এ ঘটনায় বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলেও জানান পুলিশ কর্মকর্তা জিয়াউল হক।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গ্রেপ্তার যুবকের নাম দ্রুব দাস (২৫)।
আজ শুক্রবার বেলা ১১টার দিকে বিমানবন্দরের এক নম্বর টার্মিনালের সামনের পার্কিং এলাকা থেকে যৌথ অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকালে তাঁর কাছ থেকে ২ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। গ্রেপ্তার যুবক কক্সবাজারের টেকনাফ উপজেলার বাসিন্দা।
এ বিষয়ে বিমানবন্দর এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক বলেন, গোপন তথ্যের ভিত্তিতে এয়ারপোর্ট এপিবিএন এবং ডিএনসির যৌথ অভিযানে ২ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দ্রুব দাস নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর কাছ থেকে জব্দ করা এসব ইয়াবার মূল্য আনুমানিক ৭ লাখ ২০ হাজার টাকা।
তিনি বলেন, পার্কিং এলাকায় দ্রুবকে সন্দেহজনক অবস্থায় ঘোরাফেরা করছিল। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি অপ্রস্তুত হয়ে পড়েন। একপর্যায়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাঁকে ধরে ফেলা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউল হক বলেন, প্রথমে ইয়াবার কথা অস্বীকার করলেও ব্যাপক জিজ্ঞাসাবাদে স্বীকার করে। পরে তাঁর কাছে থাকা একটি নীল রঙের ব্যাগ থেকে এসব ইয়াবা ট্যাবলেট বের করে দেয়।
এ ঘটনায় বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলেও জানান পুলিশ কর্মকর্তা জিয়াউল হক।
ভোলার লালমোহনে অভিযান চালিয়ে ৯টি অবৈধ ট্রলিং বোট জব্দ করেছে কোস্ট গার্ড। আজ রোববার (২০ এপ্রিল) বিকেলে লালমোহন উপজেলার গজারিয়া খাল গোড়ায় এই অভিযান চালানো হয়। কোস্ট গার্ড ভোলা দক্ষিণ জোনের লেফটেন্যান্ট কমান্ডার ও স্টাফ অফিসার অপারেশন রিফাত আহমেদ প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
২৩ মিনিট আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত ইউএস–বাংলা মেডিকেল কলেজের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল সোমবার। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলেজ ক্যাম্পাসে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে কলেজ কর্তৃপক্ষ।
২৫ মিনিট আগেনেছারাবাদে আরামকাঠি ক্ষুদ্র সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির পরিচালক মো. রহমাত উল্লাহর বিরুদ্ধে পাঁচ সহস্রাধিক গ্রাহকের হাজার কোটি টাকা নিয়ে লাপাত্তা হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ রোববার তাঁর বাড়িতে বিক্ষুব্ধ গ্রাহকেরা জড়ো হয়ে বিক্ষোভ করেন। পরে সমিতির ম্যানেজার-মাঠকর্মীসহ সাতজনকে আটক করে পুলিশের হাতে
৩৩ মিনিট আগেচিরকুটে লেখা ছিল, ‘বিয়ের পর আমার বাবা-মা, স্বামীর পরিবারের সাথে কোনো যোগাযোগ নাই। আমাদের দুজনের মরদেহ ঢাকাতে কোনো সরকারি কবরস্থানে দাফন দিয়েন। আমার এবং আমার স্বামীর বাড়িতে নেওয়ার দরকার নাই।’
৩৭ মিনিট আগে