‘ইভিএমে নৌকা ছাড়া মার্কা নেই’ দাবিতে ভাইরাল ভিডিওটি নাসিক নির্বাচনের নয়
ভিডিওটিতে দেখা যাচ্ছে, একজন নারী জনৈক ব্যক্তির কাছে নির্বাচন সংশ্লিষ্ট অভিযোগ করছেন। ভিডিও দেখে ধারণা করা যায়, যার কাছে অভিযোগ করা হচ্ছে, ক্যামেরাটিও তাঁর হাতেই রয়েছে। ‘সমস্যা কী?’ জিজ্ঞেস করতেই ওই নারী বলছিলেন, ‘মেয়র পদে, চেয়ারম্যান পদে যারা দাঁড়াইছে, তো সব সিল গুলা থাকবে না? আমার যেটা ভালো লাগে সে