Ajker Patrika

বিএনপি-জামায়াত দেশবিরোধী ষড়যন্ত্র না করলে দেশ আরও এগিয়ে যেত: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
বিএনপি-জামায়াত দেশবিরোধী ষড়যন্ত্র না করলে দেশ আরও এগিয়ে যেত: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপি ও জামায়াত বাংলাদেশে যদি নেতিবাচক রাজনীতি না করত এবং স্বাধীনতাবিরোধী অপশক্তিকে নিয়ে দেশবিরোধী ষড়যন্ত্র না করত তাহলে ৫০ বছরে বাংলাদেশ আরও অনেক বেশি এগিয়ে যেতে পারত।’ 

আজ রোববার বিকেলে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের রজতজয়ন্তী এবং ২৪ ঘণ্টা সম্প্রচার কার্যক্রমের উদ্বোধন পূর্ববর্তী সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তথ্যমন্ত্রী। সাংবাদিকেরা কমিশনের সংলাপে বিএনপি যাবে না-এমন ঘোষণার বিষয়ে তথ্যমন্ত্রীর কাছ থেকে প্রতিক্রিয়া জানতে চান। 

তথ্যমন্ত্রী বলেন, ‘আমি দেখতে পাচ্ছি বিএনপির মধ্যে একটা না রোগ দেখা দিয়েছে, সবকিছুতেই যেন না বলা। সংলাপে যাবে না, নির্বাচনে যাবে না, এমনকি ইউনিয়ন পরিষদ নির্বাচনেও যাবে না। এখন আমি আশঙ্কার মধ্যে আছি না না বলতে বলতে বিএনপিই কখন নাই হয়ে যায়।’ 

বর্তমান সরকারের সময়ে বাংলাদেশে কোনো উন্নয়ন হয়নি বরং পেছনের দিকে চলে যাচ্ছে মির্জা ফখরুলের এ বক্তব্যের ব্যাপারে সাংবাদিকদের হাছান মাহমুদ বলেন, ‘বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে আমি জ্ঞানী এবং বুদ্ধিমান মানুষ বলে জানতাম। কিন্তু দলকানা হতে গিয়ে তিনি এ রকম বুদ্ধিহীন হয়ে গেছেন এবং জ্ঞান হারিয়ে ফেলেছেন। এটা আমাকে আশ্চর্য করেছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত