সামান্য বৃষ্টিতে অফিসগামী মানুষের ভোগান্তি
বৃষ্টি দিয়ে শুরু হওয়া আষাঢ়ের প্রথম সকাল দুর্ভাগ্যের সকালে পরিণত হয়েছে। পানি জমে জলজট, সড়কে যানজট। অফিসগামী মানুষের জন্য ছিল তীব্র যানবাহন সংকট। রিকশা ভাড়া দিতে হয়েছে চার থেকে পাঁচ গুণ। ফুটপাতে পানি, হাঁটার জায়গা নেই। সব মিলে আষাঢ়ের প্রথম সকাল ঢাকাবাসীর চিরচেনা দুর্দশার ইঙ্গিত দিয়ে শুরু হলো...