Ajker Patrika

সাটুরিয়ার গাজীখালী সেতুর ঢালে বড় গর্ত 

প্রতিনিধি
আপডেট : ২৪ জুন ২০২১, ১০: ২৬
সাটুরিয়ার গাজীখালী সেতুর ঢালে বড় গর্ত 

সাটুরিয়া (মানিকগঞ্জ): কয়েক দিনের টানা বৃষ্টিতে সাটুরিয়ার গাজীখালী নদীর ওপরে সেতুর ঢালে বড় গর্তের সৃষ্টি হওয়ায় যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। সেতুর ঢালের পাশের দোকানদাররা গর্তের ওপর বড় আকারের একটি কাঠ দিয়ে যানবাহনের চালক ও পথচারীদের চলাচলে সতর্ক করে দিয়েছেন। গতকাল বুধবার দুপুরে ছোট আকারের গর্ত থাকলেও সারা দিনের মালবাহী ট্রাকের চাপে গর্তটি বড় আকার ধারণ করে। 

স্থানীয়রা জানান, সাটুরিয়া গাজীখালী নদীর ওপর নির্মিত সেতুর পানি দক্ষিণ পাশ দিয়ে নেমে যায়। ফলে সেতুর গোড়ার পিলারের মাটি সরে গিয়ে গতকাল দুপুরে ছোট আকারের গর্ত দেখা দেয়। পরে অতিরিক্ত মালবাহী ট্রাক চলাচল করায় বিকেলে গর্ত বড় আকার ধারণ করে। পরে সেতুর ঢালের পাশের দোকানদাররা একটি মোটা কাঠের খুঁটি দিয়ে গাড়ি ও পথচারীদের চলাচলে সতর্ক করেন। 

সাটুরিয়ার ইউপি চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন পিন্টু বলেন, এটি একটি গুরুত্বপূর্ণ সেতু। সেতুটি সড়ক ও জনপথের। তাদের বিষয়টি জানানো হয়েছে। এ ছাড়া সাটুরিয়ার ইউএনও আশরাফুল আলমকেও জানানো হয়েছে। এই গর্ত আরও বড় আকার ধারণ করলে জেলার সঙ্গে এখানকার যোগাযোগব্যবস্থা বন্ধ হয়ে যাবে। তবে সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলীর সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করলে তাঁকে পাওয়া যায়নি বলেও জানান তিনি। 

এ বিষয়ে সাটুরিয়ার ইউএনও আশরাফুল আলম বলেন, `বিষয়টি আমি জানার পর স্থানীয় প্রকৌশলীকে দেখতে বলেছি। সে দেখে রিপোর্ট করলে সড়ক ও জনপথকে জানানো হবে। যেহেতু এটি জেলার সঙ্গে সাটুরিয়ার একমাত্র যোগাযোগ সড়ক। যে স্থানে গর্তের সৃষ্টি হয়েছে, প্রাথমিকভাবে সংস্কার করার জন্য সংশ্লিষ্ট দপ্তরকে বলা হয়েছে বলেও জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত