নিজস্ব প্রতিবেদক
ঢাকা: আষাঢ়ের প্রথম সকালেই চরম ভোগান্তি। সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত মাত্র ৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে রাজধানীতে। যা স্বাভাবিক বৃষ্টি বলছে আবহাওয়া অফিস। অথচ এতেই চরম ভোগান্তিতে পড়েছে ঢাকার অফিসগামী মানুষ।
বৃষ্টি দিয়ে শুরু হওয়া আষাঢ়ের প্রথম সকাল দুর্ভাগ্যের সকালে পরিণত হয়েছে। পানি জমে জলজট, সড়কে যানজট। অফিসগামী মানুষের জন্য ছিল তীব্র যানবাহন সংকট। রিকশা ভাড়া দিতে হয়েছে চার থেকে পাঁচ গুণ। ফুটপাতে পানি, হাঁটার জায়গা নেই। সব মিলে আষাঢ়ের প্রথম সকাল ঢাকাবাসীর চিরচেনা দুর্দশার ইঙ্গিত দিয়ে শুরু হলো।
আজ মঙ্গলবার সকালে রাজধানীবাসীর ঘুম ভাঙে বৃষ্টি দেখে। বিরতিহীন এই বৃষ্টি চলবে আরও কয়েক দিন-বলছে আবহাওয়া অফিস। সারা দিনই থেমে থেমে ঝরতে পারে বৃষ্টি। এ ছাড়া দেশের বিভিন্ন অঞ্চলেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
যারা আষাঢ়ের বৃষ্টি মাথায় নিয়ে সকালে অফিসে যাওয়ার জন্য বের হয়েছেন তারাই কেবল বলতে পারবেন ঢাকায় বৃষ্টিতে ভোগান্তি কত প্রকার ও কী কী। শহিদ রায়হান। একজন বেসরকারি চাকরিজীবী। তিনি বলেন, অফিস যাওয়ার ঠিক আগ মুহূর্তের বৃষ্টিতে ছাতা মাথায় বাসা থেকে বের হয়েছি। রাস্তায় এসেই দেখি হাঁটু সমান পানি। আশেপাশে রিকশা নেই। অবশেষে পেলাম। তবে ভাড়া চায় পাঁচ গুণ। বাসে উঠতে যেয়ে মহা ভোগান্তিতে পড়লাম। বৃষ্টির কারণে শত শত মানুষ বাসের অপেক্ষায়। সড়কজুড়ে যানজট কিন্তু কোনো বাসে ওঠাই যাচ্ছে না। প্রায় সব বাসের দরজা আটকানো। অধিকাংশ বাসে সিট খালি নাই। বৃষ্টিকে সঙ্গী করে বাসের জন্য রাজপথে ঠায় দাঁড়িয়ে থাকা যে কত বড় ভোগান্তির তা অফিসগামীরা ভালো বলতে পারবে।
বৃষ্টিতে অফিসে যেতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হয় নারীদেরকে। রামপুরা টেলিভিশনের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় মৌসুমী রহমানকে। তিনি যাবেন পল্টনে কিন্তু কোনোভাবেই তাঁকে বাসে নিচ্ছে না। বলছে মহিলাদের সিট খালি নেই। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, নারী অধিকার বা কর্মক্ষেত্রে নারীর সমান অধিকারের কথা বলা হলেও কর্মক্ষেত্রে আসা-যাওয়া ও নিরাপত্তার জন্য এখনো পর্যন্ত নারীদের জন্য সুব্যবস্থা করতে পারেনি রাষ্ট্র। বৃষ্টি মাথায় নিয়ে সড়কে অপেক্ষা করতে দেখা যায় তাঁকে।
অপেক্ষমান আরেক যাত্রী রফিক আজাদ বলেন, বৃষ্টি মাথায় নিয়ে সড়কে গণপরিবহনের জন্য অপেক্ষা করা ছাড়া উপায় নেই।
সব মিলিয়ে আজ সকালে যারা কাজে বের হয়েছেন তাদের সবাইকেই ভোগান্তি পোহাতে হচ্ছে।
অন্যদিকে ঢাকার সড়ক পরিস্থিতির আপডেট নিয়ে ট্রাফিক অ্যালার্ট নামক জনপ্রিয় ফেসবুক গ্রুপে বৃষ্টি আর যানজট নিয়ে অনেকেই বিভিন্ন পোস্ট করে ভোগান্তির কথা জানিয়েছেন।
উত্তরা থেকে ফার্মগেট যাওয়ার কথা উল্লেখ করে একজন তাঁর পোস্টে লিখেছেন, প্রায় ৩০ মিনিট ধরে বসে আছি যানজটে। বৃষ্টি আর যানজট একসঙ্গে চলছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আব্দুর রহমান আজকের পত্রিকাকে বলেন, সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ঢাকায় বৃষ্টি হয়েছে মাত্র ৪ মিলিমিটার। যা স্বাভাবিক বৃষ্টি। আরও ভারী বৃষ্টি আসছে বলে পূর্বাভাস দিচ্ছেন তিনি। বৃষ্টি হয়তো একটানা হবে না, কিন্তু থেমে থেমে সারা দিনই বৃষ্টি ভোগাতে পারে রাজধানীবাসীকে।
আব্দুর রহমান জানান, সাগরে লঘুচাপ ও মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে গত কয়েক দিন ধরে দেশজুড়ে বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টির এ মাত্রা কাল আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে।
ঢাকা: আষাঢ়ের প্রথম সকালেই চরম ভোগান্তি। সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত মাত্র ৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে রাজধানীতে। যা স্বাভাবিক বৃষ্টি বলছে আবহাওয়া অফিস। অথচ এতেই চরম ভোগান্তিতে পড়েছে ঢাকার অফিসগামী মানুষ।
বৃষ্টি দিয়ে শুরু হওয়া আষাঢ়ের প্রথম সকাল দুর্ভাগ্যের সকালে পরিণত হয়েছে। পানি জমে জলজট, সড়কে যানজট। অফিসগামী মানুষের জন্য ছিল তীব্র যানবাহন সংকট। রিকশা ভাড়া দিতে হয়েছে চার থেকে পাঁচ গুণ। ফুটপাতে পানি, হাঁটার জায়গা নেই। সব মিলে আষাঢ়ের প্রথম সকাল ঢাকাবাসীর চিরচেনা দুর্দশার ইঙ্গিত দিয়ে শুরু হলো।
আজ মঙ্গলবার সকালে রাজধানীবাসীর ঘুম ভাঙে বৃষ্টি দেখে। বিরতিহীন এই বৃষ্টি চলবে আরও কয়েক দিন-বলছে আবহাওয়া অফিস। সারা দিনই থেমে থেমে ঝরতে পারে বৃষ্টি। এ ছাড়া দেশের বিভিন্ন অঞ্চলেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
যারা আষাঢ়ের বৃষ্টি মাথায় নিয়ে সকালে অফিসে যাওয়ার জন্য বের হয়েছেন তারাই কেবল বলতে পারবেন ঢাকায় বৃষ্টিতে ভোগান্তি কত প্রকার ও কী কী। শহিদ রায়হান। একজন বেসরকারি চাকরিজীবী। তিনি বলেন, অফিস যাওয়ার ঠিক আগ মুহূর্তের বৃষ্টিতে ছাতা মাথায় বাসা থেকে বের হয়েছি। রাস্তায় এসেই দেখি হাঁটু সমান পানি। আশেপাশে রিকশা নেই। অবশেষে পেলাম। তবে ভাড়া চায় পাঁচ গুণ। বাসে উঠতে যেয়ে মহা ভোগান্তিতে পড়লাম। বৃষ্টির কারণে শত শত মানুষ বাসের অপেক্ষায়। সড়কজুড়ে যানজট কিন্তু কোনো বাসে ওঠাই যাচ্ছে না। প্রায় সব বাসের দরজা আটকানো। অধিকাংশ বাসে সিট খালি নাই। বৃষ্টিকে সঙ্গী করে বাসের জন্য রাজপথে ঠায় দাঁড়িয়ে থাকা যে কত বড় ভোগান্তির তা অফিসগামীরা ভালো বলতে পারবে।
বৃষ্টিতে অফিসে যেতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হয় নারীদেরকে। রামপুরা টেলিভিশনের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় মৌসুমী রহমানকে। তিনি যাবেন পল্টনে কিন্তু কোনোভাবেই তাঁকে বাসে নিচ্ছে না। বলছে মহিলাদের সিট খালি নেই। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, নারী অধিকার বা কর্মক্ষেত্রে নারীর সমান অধিকারের কথা বলা হলেও কর্মক্ষেত্রে আসা-যাওয়া ও নিরাপত্তার জন্য এখনো পর্যন্ত নারীদের জন্য সুব্যবস্থা করতে পারেনি রাষ্ট্র। বৃষ্টি মাথায় নিয়ে সড়কে অপেক্ষা করতে দেখা যায় তাঁকে।
অপেক্ষমান আরেক যাত্রী রফিক আজাদ বলেন, বৃষ্টি মাথায় নিয়ে সড়কে গণপরিবহনের জন্য অপেক্ষা করা ছাড়া উপায় নেই।
সব মিলিয়ে আজ সকালে যারা কাজে বের হয়েছেন তাদের সবাইকেই ভোগান্তি পোহাতে হচ্ছে।
অন্যদিকে ঢাকার সড়ক পরিস্থিতির আপডেট নিয়ে ট্রাফিক অ্যালার্ট নামক জনপ্রিয় ফেসবুক গ্রুপে বৃষ্টি আর যানজট নিয়ে অনেকেই বিভিন্ন পোস্ট করে ভোগান্তির কথা জানিয়েছেন।
উত্তরা থেকে ফার্মগেট যাওয়ার কথা উল্লেখ করে একজন তাঁর পোস্টে লিখেছেন, প্রায় ৩০ মিনিট ধরে বসে আছি যানজটে। বৃষ্টি আর যানজট একসঙ্গে চলছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আব্দুর রহমান আজকের পত্রিকাকে বলেন, সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ঢাকায় বৃষ্টি হয়েছে মাত্র ৪ মিলিমিটার। যা স্বাভাবিক বৃষ্টি। আরও ভারী বৃষ্টি আসছে বলে পূর্বাভাস দিচ্ছেন তিনি। বৃষ্টি হয়তো একটানা হবে না, কিন্তু থেমে থেমে সারা দিনই বৃষ্টি ভোগাতে পারে রাজধানীবাসীকে।
আব্দুর রহমান জানান, সাগরে লঘুচাপ ও মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে গত কয়েক দিন ধরে দেশজুড়ে বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টির এ মাত্রা কাল আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে।
ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম অপুকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল রোববার রাতে ঢাকার ধানমন্ডি এলাকায় নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২৩ মিনিট আগে‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’—এই স্লোগানে সারা দেশের মতো বর্ণাঢ্য আয়োজনে চাঁদপুরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন হয়েছে। সোমবার (১৮ আগস্ট) সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে অনুষ্ঠানমালার অংশ হিসেবে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়ক হয়ে সদর
৪০ মিনিট আগেপাবনার ভাঙ্গুড়া পৌরসভার সাহেবপাড়া এলাকায় গাড়ির চাপায় দুই অজ্ঞাতপরিচয় নারী নিহত হয়েছেন। নিহতদের বয়স যথাক্রমে ৬০ ও ৩৫ বছর বলে ধারণা করা হচ্ছে। সোমবার (১৮ আগস্ট) ভোররাতে এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ভাঙ্গুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
১ ঘণ্টা আগেচট্টগ্রামের সীতাকুণ্ডের সাগর উপকূল থেকে অজ্ঞাতপরিচয় (৪০) অর্ধগলিত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। গতকাল রোববার রাত সাড়ে ৯টায় উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের কদমরসুল এলাকায় অবস্থিত একটি জাহাজভাঙা কারখানার পাশ থেকে ভেসে আসা মরদেহটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে