ঢাকা: রাজধানীসহ সারা দেশে আজ সকাল থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হচ্ছে। হঠাৎ করে আসা বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছে অফিসগামী মানুষ।
সকালের তিন ঘণ্টার বৃষ্টিতে রাজধানীর অলিগলিতে, এমনকি মহাসড়কেও পানি আটকে গেছে। ড্রেনেজ ব্যবস্থা ঠিক না থাকার কারণে ব্যক্তিগত গাড়ি ও গণপরিবহন সাবধানে ও ধীরগতিতে চলছে। ফলে এত সকালেও কোথাও কোথাও তীব্র যানজট তৈরি হয়েছে। গণপরিবহন আর রিকশাসংকটের কারণে এ দুর্ভোগ আরও বেড়েছে। অনেকেরই অফিসে যেতে বাড়তি টাকা গুনতে হয়েছে।
ঢাকার বাইরেও সমানতালে বৃষ্টি হচ্ছে। গত ২৪ ঘণ্টায় দেশের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে চট্টগ্রামে, ১০৩ মিলিমিটার। সমুদ্র কিছুটা উত্তাল থাকায় দেশের উপকূলীয় নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ঢাকায় সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত তিন ঘণ্টায় ৮৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।
আজকের পত্রিকার সংবাদকর্মী তাসনিম চাকলাদার বলেন, ‘বাসা থেকে বের হয়েই দেখি রাস্তা পানিতে ডুবে গেছে, সেই সঙ্গে বৃষ্টি। অফিস যেতে বাস পেতেও দেরি হয়েছে।’
একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী ইয়াসিন জানান, অফিসে যাওয়ার জন্য দীর্ঘ সময় যানবাহনের জন্য অপেক্ষা করতে হয়েছে। শেষ পর্যন্ত অতিরিক্ত ভাড়া দিয়ে অফিসে যেতে হচ্ছে।
আবহাওয়াবিদ মো. আফতাবউদ্দিন জানান, মৌসুমি বায়ু শিগগির দেশে প্রবেশ করবে, এই কারণেই বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি আগামীকাল পর্যন্ত স্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টায় দেশের রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
আগামী ২৪ ঘণ্টা সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আর রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। পাঁচ দিনের বর্ধিত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমীবায়ু টেকনাফ উপকূল পর্যন্ত অগ্রসর হতে পারে।
এদিকে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, ঢাকা, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি. বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাঙ্গামাটিতে ৩৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল টাঙ্গাইলে ২৩.৩ ডিগ্রী সেলসিয়াস।
ঢাকা: রাজধানীসহ সারা দেশে আজ সকাল থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হচ্ছে। হঠাৎ করে আসা বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছে অফিসগামী মানুষ।
সকালের তিন ঘণ্টার বৃষ্টিতে রাজধানীর অলিগলিতে, এমনকি মহাসড়কেও পানি আটকে গেছে। ড্রেনেজ ব্যবস্থা ঠিক না থাকার কারণে ব্যক্তিগত গাড়ি ও গণপরিবহন সাবধানে ও ধীরগতিতে চলছে। ফলে এত সকালেও কোথাও কোথাও তীব্র যানজট তৈরি হয়েছে। গণপরিবহন আর রিকশাসংকটের কারণে এ দুর্ভোগ আরও বেড়েছে। অনেকেরই অফিসে যেতে বাড়তি টাকা গুনতে হয়েছে।
ঢাকার বাইরেও সমানতালে বৃষ্টি হচ্ছে। গত ২৪ ঘণ্টায় দেশের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে চট্টগ্রামে, ১০৩ মিলিমিটার। সমুদ্র কিছুটা উত্তাল থাকায় দেশের উপকূলীয় নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ঢাকায় সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত তিন ঘণ্টায় ৮৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।
আজকের পত্রিকার সংবাদকর্মী তাসনিম চাকলাদার বলেন, ‘বাসা থেকে বের হয়েই দেখি রাস্তা পানিতে ডুবে গেছে, সেই সঙ্গে বৃষ্টি। অফিস যেতে বাস পেতেও দেরি হয়েছে।’
একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী ইয়াসিন জানান, অফিসে যাওয়ার জন্য দীর্ঘ সময় যানবাহনের জন্য অপেক্ষা করতে হয়েছে। শেষ পর্যন্ত অতিরিক্ত ভাড়া দিয়ে অফিসে যেতে হচ্ছে।
আবহাওয়াবিদ মো. আফতাবউদ্দিন জানান, মৌসুমি বায়ু শিগগির দেশে প্রবেশ করবে, এই কারণেই বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি আগামীকাল পর্যন্ত স্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টায় দেশের রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
আগামী ২৪ ঘণ্টা সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আর রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। পাঁচ দিনের বর্ধিত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমীবায়ু টেকনাফ উপকূল পর্যন্ত অগ্রসর হতে পারে।
এদিকে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, ঢাকা, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি. বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাঙ্গামাটিতে ৩৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল টাঙ্গাইলে ২৩.৩ ডিগ্রী সেলসিয়াস।
বায়ুদূষণের মাত্রা বার্ষিক জাতীয় মানমাত্রার তিনগুণের বেশি ছাড়িয়ে যাওয়ায় সাভার উপজেলাকে ‘ডিগ্রেডেড এয়ারশেড’ ঘোষণা করা হয়েছে। গতকাল রোববার পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. কামরুজ্জামান স্বাক্ষরিত এক পরিপত্রের মাধ্যমে এ ঘোষণা জারি করা হয়।
১ ঘণ্টা আগেআবহাওয়া অধিদপ্তর বলছে, ঢাকা ও আশপাশের এলাকায় আজ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ সোমবার, সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
১ ঘণ্টা আগেঢাকার বাতাসে দূষণ কমেছে। বায়ুমান নিয়ে কাজ করা সুইস প্রতিষ্ঠান আইকিউএয়ারের সূচক বলছে ঢাকার বাতাস আজ বিশুদ্ধ। গতকালের তুলনায় আজ ঢাকার বাতাসে ক্ষতিকর কণার পরিমাণ কিছুটা কম।
২ ঘণ্টা আগেদ্রুত শক্তি সঞ্চয় করে একটি বিরল ক্যাটাগরি-৫ ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে হ্যারিকেন এরিন। এখন ঘণ্টায় ১৬০ মাইল (২৬০ কিমি/ঘণ্টা) বেগে ধেয়ে আসছে এটি। হ্যারিকেনটির শক্তি আরও বাড়তে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।
১ দিন আগে