স্কুলের মাঠে ঠিকাদারি মালামাল, শব্দ-ধুলায় দুর্ভোগে শিক্ষার্থীরা
ঝিনাইদহ সদরের রাজধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে পাথর, বিটুমিনসহ নানা ধরনের নির্মাণ সামগ্রী রেখে চলছে রাস্তার কাজ। সেখানেই জ্বালানো হচ্ছে বিটুমিন, বড় মেশিন রেখে মেশানো হচ্ছে নির্মাণ সামগ্রী। এতে বিকট শব্দ ও ধুলোয় ব্যাহত হচ্ছে পাঠদান। স্কুল মাঠে যেতে পারছে না শিক্ষার্থীরা।