‘বানের পানি আইসলে ছাও পাও স্কুল যাবার পায় না’
‘বানের পানি আইসলে হামার বিপদ হয়, ছাও-পাও স্কুল যাবার পায় না, হাটবাজার করবের পায় না। অল্প এহনা ঝড়ি হইলে পানি জমি থাকে।’ নিজেদের দুর্ভোগের কথা বলেতে গিয়ে এসব কথা বলেন কুড়িগ্রামের চিলমারী উপজেলার রমনা মডেল ইউনিয়নের সুরাইয়া বেগম (৪৫) ও আমিনুল ইসলাম (৫২)।