Ajker Patrika

মামলায় নালা নির্মাণকাজ বন্ধ ৫০ পরিবারের দুর্ভোগ

ফেনী প্রতিনিধি
আপডেট : ২৯ মে ২০২২, ১২: ৫৩
মামলায় নালা নির্মাণকাজ বন্ধ ৫০ পরিবারের দুর্ভোগ

ফেনী সদর উপজেলার পশ্চিম বিজয় সিংহে নালা নির্মাণকাজ শুরু হয় এক মাস আগে। কিন্তু রাস্তার পাশের জায়গা নিয়ে বিরোধের জেরে জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন মুসলিম ভূঞা বাড়ির মো. নিজাম উদ্দীন ভূঞা। এতে বন্ধ হয়ে যায় নালার নির্মাণকাজ। কিন্তু নালা নির্মাণকাজের জন্য খোঁড়া রাস্তায় বৃষ্টি হলেই পানি জমে থাকে। এ ছাড়া ধুলাবালুতে ওই এলাকার ৫০টি পরিবার দুর্ভোগে রয়েছে।

সরেজমিনে জানা গেছে, সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যসহ স্থানীয়দের সালিসের মাধ্যমে পশ্চিম বিজয় সিংহে এ নালা নির্মাণকাজ শুরু হয়েছিল। কিন্তু মো. নিজাম উদ্দীন ভূঞা নালা নির্মাণকাজ বন্ধ করে দেন। তিনি ফেনীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে এলাকার ফকির বাড়ির সফিকুর রহমান, বোরহান উদ্দীন, আব্দুল কাশেম, সাইফুল ইসলাম, মো. নাইসুর রহমান, মো. রাজন, রিয়াজ উদ্দিন, জামাই বেলাল হোসেনকে আসামি করে মামলা করেন। এতে নির্মাণকাজ বন্ধ হয়ে যায়।

ফলে বৃষ্টির হলে নালার জন্য খোঁড়া গর্তে ময়লা পানি জমে পানিবন্দী হয়ে পড়েছে এলাকাবাসী। এসব বাড়ির শিক্ষার্থীরা স্কুলে যাওয়ার পথেই পানিতে পড়ে বিপদের আশঙ্কায় রয়েছে। বাকিদেরও পার হতে গিয়ে প্রতিনিয়তই ময়লা পানিতে জামা কাপড় নষ্ট হচ্ছে।

এলাকার ফকির বাড়ির সফিকুর রহমান বলেন, ‘পাশের জায়গা নিয়ে যার সঙ্গে তাঁর বিরোধ, তাঁকে মামলায় আসামি না করে আমাদের অযথা হয়রানির উদ্দেশ্যে মিথ্যা মামলা করেছেন। ড্রেনের জন্য খোঁড়া জায়গায় ময়লা পানি জমে যাওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে বাড়ির ৫০টি পরিবারে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে।’

এ ব্যাপারে নিজাম উদ্দিন ভূইয়া বলেন, পার্শ্ববর্তী বাড়ির এক ব্যক্তি তাঁর জায়গা দখল করে সাইড ওয়াল নির্মাণ করেছেন। তিনি ওই জায়গা ফেরত পেলে পথের জায়গা ও নালা নির্মাণকাজ উন্মুক্ত করে দেবেন। না হলে মামলা যেহেতু হয়েছে, আদালতের মাধ্যমে মীমাংসা হবে।

পাঁচগাছিয়া ইউপির চেয়ারম্যান মাহবুবুল হক লিটন বলেন, চলাচলের পথ কেউ বন্ধ করে রাখতে পারে না। কারণ এটি মানবিক বিষয়। তিনি পথ উন্মুক্ত ও নালা নির্মাণকাজে বাধা তুলে নেওয়ার জন্য নিজাম উদ্দিন ভূঞাকে অনুরোধ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত