Ajker Patrika

মালিকদের দ্বন্দ্বে দুর্ভোগ যাত্রীর

বরগুনা প্রতিনিধি
আপডেট : ২৭ মে ২০২২, ১২: ৩৬
মালিকদের দ্বন্দ্বে দুর্ভোগ যাত্রীর

বরগুনা ও পটুয়াখালী জেলার পরিবহন মালিক সমিতির দ্বন্দ্বে তিন রুটে চলছে না কোনো বাস। এতে ভোগান্তিতে পড়েছেন বরগুনা-বরিশাল, কুয়াকাটা-পটুয়াখালী ও আমতলী-তালতলী রুটে চলাচলকারী যাত্রীরা। গত বুধবার সকাল থেকে এই তিন রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।

তিন রুটে বাস চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। পটুয়াখালীর গলাচিপা এলাকার বাসিন্দা আবদুর রহমান বলেন, ‘আমি আমতলীতে চাকরি করি। পটুয়াখালী থেকে নিয়মিত আসা-যাওয়া করি। বাস বন্ধ থাকায় খুবই বিড়ম্বনায় পড়েছি। এখন তিন গুণ বেশি ভাড়া দিয়ে ভাড়ায় চালিত মোটরসাইকেলে যাতায়াত করছি। একই অবস্থা বরগুনা থেকে বরিশালগামী যাত্রীদেরও।’

বরগুনা জেলা বাস ও মিনিবাস মালিক শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি মো. সগীর মিয়া বলেন, বরগুনা ও পটুয়াখালী বাস মালিক সমিতির মধ্যে আনুপাতিক হারে বাস চলাচল করে আসছে। ২০১৯ সালে বরিশালে এবং ২০২১ সালে ঢাকায় বাস মালিক সমন্বয় পরিষদের এক সভায় দুই জেলার বাস মালিক সমিতির মধ্যে একটি সমঝোতা হয়। সমঝোতা অনুযায়ী বরিশাল, কুয়াকাটা, পটুয়াখালী, আমতলী, তালতলী রুটে আনুপাতিক হারে দুই জেলার বাস মালিক সমিতি বাস পরিচালনা করবে।

সগীর মিয়া আরও বলেন, ঠিকভাবে বাস চলাচল করলেও ১৮ মে থেকে উল্লিখিত রুটে বাস চলাচলে বাধা সৃষ্টি করে পটুয়াখালী বাস মালিক সমিতি। তারা বরগুনা বাস মালিক সমিতির সব বাস পটুয়াখালী বাসস্ট্যান্ডে আটক করে। এ দ্বন্দ্বের জেরে বরগুনা বাস মালিক সমিতির লোকজন এবং শ্রমিকেরা গত বুধবার সকাল থেকে বরিশাল, পটুয়াখালী, কুয়াকাটা, তালতলী রুটে চলাচলকারী পটুয়াখালী বাস মালিক সমিতির সব বাস আমতলী হাসপাতাল সড়কের সামনে আটকে রেখে চলাচল বন্ধ করে দেন।

বরগুনা বাস মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা কিসলু বলেন, ‘পটুয়াখালী বাস মালিক সমিতি আমাদের সঙ্গে খামখেয়ালি করে বাস চলাচলে সমস্যা সৃষ্টি করছে। এক সপ্তাহ ধরে তারা আমাদের সব বাস আটকে রেখে হয়রানি করছে।’

পটুয়াখালী বাস মালিক সমিতির সভাপতি রিয়াজ উদ্দিন মৃধা বলেন, বরগুনা বাস মালিক সমিতি বরিশাল, কুয়াকাটা, পটুয়াখালী, আমতলী, তালতলী রুটে রেশিও অনুযায়ী যে বাস পাবে তার চেয়ে বেশি পরিমাণ বাস নামিয়ে সড়কে পরিচালনা করছে। বাস আটকের অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, ‘আমরা তাঁদের বাস আটকাইনি। উল্টো তাঁরা আমাদের সব বাস আটক করে রেখেছেন।’

এ ব্যাপারে পটুয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন বলেন, ‘এ বিষয়ে আমি অবগত আছি। বরগুনার সঙ্গে কথা হয়েছে দুই পক্ষের মধ্যে আলোচনা বসবে। ভোগান্তিও কেটে যাবে।’

এ ব্যাপারে বরগুনার জেলা প্রশাসক হাবিবুর রহমান বলেন, পটুয়াখালী এবং বরগুনা বাস মালিক সমিতির মধ্যে দ্বন্দ্বে বাস চলাচল বন্ধ রয়েছে। যাত্রীদের দুর্ভোগ নিরসনে পটুয়াখালী ও বরগুনা বাস মালিক সমিতির সঙ্গে আলোচনা করে বাস চলাচলের উদ্যোগ নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত