অ্যাকশনে ঝুঁকছেন নায়িকারা
গত কয়েক বছরে ভারতের যেসব সিনেমা দেখতে হলে ভিড় করেছেন দর্শক, সেগুলোর বেশির ভাগই অ্যাকশননির্ভর। ‘বিক্রম’, ‘কেজিএফ টু’, ‘পুষ্পা’ থেকে ‘পাঠান’—অ্যাকশন সিনেমার জয়জয়কার দেখা গেছে বক্স অফিসে। প্রযোজক, নির্মাতা থেকে শুরু করে অভিনয়শিল্পীরা এখন তাই আস্থা রাখছেন অ্যাকশনে। বলিউডের নায়িকারাও ইদানীং এ ধরনের গল্প