অনন্যা দাস
একাডেমি অ্যাওয়ার্ড বা অস্কারের ৯৫তম আসরে রচিত হয়ে গেছে অনেক অনেক ইতিহাস। এবারের অস্কার আসরকে হয়তো মনে রাখা হবে অনেক কারণে। তবে সেসবের মধ্যে এবারকার অতিথিদের স্টাইল আর ফ্যাশনও অন্যতম হয়ে থেকে যাবে।
প্রতিবারই অস্কারের শ্যাম্পেন কার্পেটে হেঁটে আসা অতিথিরা একে অন্যকে নিজেদের গ্ল্যামার দিয়ে ছাড়িয়ে যাওয়ার চেষ্টায় থাকেন। এবারও ব্যতিক্রম হয়নি।
ভিন্ন ভিন্ন দেশ থেকে আসা তারকারা আভা ছড়িয়েছেন সমানভাবে। প্রমাণ করেছেন ফ্যাশনের থেকে বড় কোনো সামষ্টিক ভাষা হয়তো নেই।
এবারকার অস্কারের সেরা পোশাকগুলোতে চোখ বোলানো যাক:
দীপিকা পাড়ুকোন
ভারতের জনপ্রিয় তারকাদের একজন দীপিকা পাড়ুকোন ছিলেন এবারের অস্কার শ্যাম্পেন কার্পেটের অন্যতম আকর্ষণ। তিনি এবারের আসরে নজর কেড়েছেন কালো অফ শোল্ডার লুই ভিতোঁ গাউন দিয়ে। সেই সঙ্গে তাঁর মাঝে সিঁথি করা চুলের খোঁপা এবং হালকা ধাঁচের মেকআপ হলিউডের পুরোনো দিনের গ্ল্যামারকে ফিরিয়ে এনেছিল শ্যাম্পেন কার্পেটে।
রিহানা
বিখ্যাত হলিউড তারকা রিহানা সম্প্রতি নিজের গর্ভাবস্থার কথা ঘোষণা করেছেন। এবারের অস্কার শ্যাম্পেন কার্পেটে তিনি তাঁর বেবি বাম্প ফ্লান্ট করেছেন বেশ শৈল্পিকভাবে। বডি ফিটিং লম্বা হাতার পোশাকে রিহানাকে একাধারে দীপ্তিময় এবং আত্মবিশ্বাসী মনে হয়েছিল। মাতৃত্বের আভায় যেন সৌন্দর্য আরও বেড়ে গিয়েছিল এই সুন্দরীর।
ফান বিংবিং
চীনা অভিনেত্রী ফান বিংবিং অস্কার সন্ধ্যার সেরা পোশাক পরিহিতদের কাতারে ছিলেন। টনি ওয়ার্ড কটিউর গাউনে তাঁকে মনোমুগ্ধকর দেখাচ্ছিল। তাঁর রুপালি ঝলমলে গাউনটি অস্কার অনুষ্ঠানের জন্য নিখুঁত ছিল বলেই মনে করছেন ফ্যাশনবেত্তারা।
কারা ডেলিভিং
কারা ডেলিভিং ২০১২ সালের অ্যাঞ্জেলিনা জোলির অস্কার লুকের কথা মনে করিয়ে দিয়েছেন তাঁর এলিয়ে সাবের লাল ওয়ান শোল্ডারড গাউনে। একেবারে বডি ফিটিং গাউনটিতে তাঁকে দেখিয়েছে দুর্দান্ত। সেই সঙ্গে তাঁর মেকআপ এবং চুল ছিল সহজ কিন্তু মার্জিত, যা তাঁকে ভিড়ের মাঝে আলাদা করে তুলেছে।
রামচরণ
দক্ষিণ ভারতীয় সুপারস্টার রামচরণ কুর্তা পরে হেঁটেছেন অস্কারের শ্যাম্পেন কার্পেটে। তিনি প্রমাণ করেছেন, ঐতিহ্যবাহী ভারতীয় পোশাকও যেকোনো পশ্চিমা পোশাকের মতোই বিশ্বব্যাপী স্টাইলিশ এবং ফ্যাশনেবল হতে পারে।
অ্যাঞ্জেলা বাসেট
মারমেইড হেমলাইন দেওয়া স্বপ্নময় মোশিনো গাউনে ড্রপ-ডেড গর্জিয়াস লুকে হাজির ছিলেন অ্যাঞ্জেলা বাসেট। ল্যাভেন্ডার রঙের এই গাউনে তাঁকে মনে হচ্ছিল স্বপ্নজগতের বাসিন্দা। তাঁর এলোমেলো ধাঁচের হেয়ারস্টাইল আর হালকা মেকআপ পোশাকের সঙ্গে মানিয়ে গিয়েছিল চমৎকারভাবে।
এন টি রামা রাও জুনিয়র
ভারতীয় ঐতিহ্যের পরিচায়ক ছিল এন টি রামা রাও জুনিয়রের পোশাক। তিনি সিংহের মোটিফযুক্ত একটি কালো গলাবন্ধ পরে হেঁটেছেন শ্যাম্পেন কার্পেটে।
জেসিকা চ্যাস্টেইন
জেসিকা চ্যাস্টেইন অস্কারের শ্যাম্পেন কার্পেটে হাঁটার জন্য বেছে নিয়েছিলেন ডিপ নেকলাইনের একটি সিকুইনড গুচি গাউন। গ্লিটজ ও গ্ল্যামারের নিখুঁত মিশ্রণের এ পোশাক জেসিকাকে আকর্ষণীয় আর মোহনীয় করে তুলেছিল।
একাডেমি অ্যাওয়ার্ড বা অস্কারের ৯৫তম আসরে রচিত হয়ে গেছে অনেক অনেক ইতিহাস। এবারের অস্কার আসরকে হয়তো মনে রাখা হবে অনেক কারণে। তবে সেসবের মধ্যে এবারকার অতিথিদের স্টাইল আর ফ্যাশনও অন্যতম হয়ে থেকে যাবে।
প্রতিবারই অস্কারের শ্যাম্পেন কার্পেটে হেঁটে আসা অতিথিরা একে অন্যকে নিজেদের গ্ল্যামার দিয়ে ছাড়িয়ে যাওয়ার চেষ্টায় থাকেন। এবারও ব্যতিক্রম হয়নি।
ভিন্ন ভিন্ন দেশ থেকে আসা তারকারা আভা ছড়িয়েছেন সমানভাবে। প্রমাণ করেছেন ফ্যাশনের থেকে বড় কোনো সামষ্টিক ভাষা হয়তো নেই।
এবারকার অস্কারের সেরা পোশাকগুলোতে চোখ বোলানো যাক:
দীপিকা পাড়ুকোন
ভারতের জনপ্রিয় তারকাদের একজন দীপিকা পাড়ুকোন ছিলেন এবারের অস্কার শ্যাম্পেন কার্পেটের অন্যতম আকর্ষণ। তিনি এবারের আসরে নজর কেড়েছেন কালো অফ শোল্ডার লুই ভিতোঁ গাউন দিয়ে। সেই সঙ্গে তাঁর মাঝে সিঁথি করা চুলের খোঁপা এবং হালকা ধাঁচের মেকআপ হলিউডের পুরোনো দিনের গ্ল্যামারকে ফিরিয়ে এনেছিল শ্যাম্পেন কার্পেটে।
রিহানা
বিখ্যাত হলিউড তারকা রিহানা সম্প্রতি নিজের গর্ভাবস্থার কথা ঘোষণা করেছেন। এবারের অস্কার শ্যাম্পেন কার্পেটে তিনি তাঁর বেবি বাম্প ফ্লান্ট করেছেন বেশ শৈল্পিকভাবে। বডি ফিটিং লম্বা হাতার পোশাকে রিহানাকে একাধারে দীপ্তিময় এবং আত্মবিশ্বাসী মনে হয়েছিল। মাতৃত্বের আভায় যেন সৌন্দর্য আরও বেড়ে গিয়েছিল এই সুন্দরীর।
ফান বিংবিং
চীনা অভিনেত্রী ফান বিংবিং অস্কার সন্ধ্যার সেরা পোশাক পরিহিতদের কাতারে ছিলেন। টনি ওয়ার্ড কটিউর গাউনে তাঁকে মনোমুগ্ধকর দেখাচ্ছিল। তাঁর রুপালি ঝলমলে গাউনটি অস্কার অনুষ্ঠানের জন্য নিখুঁত ছিল বলেই মনে করছেন ফ্যাশনবেত্তারা।
কারা ডেলিভিং
কারা ডেলিভিং ২০১২ সালের অ্যাঞ্জেলিনা জোলির অস্কার লুকের কথা মনে করিয়ে দিয়েছেন তাঁর এলিয়ে সাবের লাল ওয়ান শোল্ডারড গাউনে। একেবারে বডি ফিটিং গাউনটিতে তাঁকে দেখিয়েছে দুর্দান্ত। সেই সঙ্গে তাঁর মেকআপ এবং চুল ছিল সহজ কিন্তু মার্জিত, যা তাঁকে ভিড়ের মাঝে আলাদা করে তুলেছে।
রামচরণ
দক্ষিণ ভারতীয় সুপারস্টার রামচরণ কুর্তা পরে হেঁটেছেন অস্কারের শ্যাম্পেন কার্পেটে। তিনি প্রমাণ করেছেন, ঐতিহ্যবাহী ভারতীয় পোশাকও যেকোনো পশ্চিমা পোশাকের মতোই বিশ্বব্যাপী স্টাইলিশ এবং ফ্যাশনেবল হতে পারে।
অ্যাঞ্জেলা বাসেট
মারমেইড হেমলাইন দেওয়া স্বপ্নময় মোশিনো গাউনে ড্রপ-ডেড গর্জিয়াস লুকে হাজির ছিলেন অ্যাঞ্জেলা বাসেট। ল্যাভেন্ডার রঙের এই গাউনে তাঁকে মনে হচ্ছিল স্বপ্নজগতের বাসিন্দা। তাঁর এলোমেলো ধাঁচের হেয়ারস্টাইল আর হালকা মেকআপ পোশাকের সঙ্গে মানিয়ে গিয়েছিল চমৎকারভাবে।
এন টি রামা রাও জুনিয়র
ভারতীয় ঐতিহ্যের পরিচায়ক ছিল এন টি রামা রাও জুনিয়রের পোশাক। তিনি সিংহের মোটিফযুক্ত একটি কালো গলাবন্ধ পরে হেঁটেছেন শ্যাম্পেন কার্পেটে।
জেসিকা চ্যাস্টেইন
জেসিকা চ্যাস্টেইন অস্কারের শ্যাম্পেন কার্পেটে হাঁটার জন্য বেছে নিয়েছিলেন ডিপ নেকলাইনের একটি সিকুইনড গুচি গাউন। গ্লিটজ ও গ্ল্যামারের নিখুঁত মিশ্রণের এ পোশাক জেসিকাকে আকর্ষণীয় আর মোহনীয় করে তুলেছিল।
অনেক ঘরেই আমিষের মূল উৎস ডিম। প্রতিটি কামড়ে ডিম মানুষের শরীরকে অপরিহার্য পুষ্টি দেয়। অপচয় এড়ানো ও সুস্বাস্থ্যের জন্য সঠিকভাবে ডিম সংরক্ষণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি ডিম কিনে মজুত করতে চান, তাহলে ডিম কত দিন পর্যন্ত ফ্রিজে ভালো থাকে, তা জানতে হবে।
২ ঘণ্টা আগেসুখের বিষয়ে মানুষের মধ্যে দীর্ঘদিনের বিশ্বাস ছিল, এটি ‘ইউ-আকৃতির’ বক্ররেখার মতো চলে। ছোটবেলায় বেশি থাকে, মধ্যবয়সে কমে যায় এবং পরে আবার বাড়তে থাকে। কিন্তু নতুন এক গবেষণা বলছে, এটি হয়তো আর সত্য নয়। তরুণদের সুখের গ্রাফ আর আগের মতো নেই। ছয়টি ইংরেজিভাষী দেশে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, তরুণদের সুখের..
১ দিন আগে২০১২ সালে মুক্তি পাওয়া সিনেমা ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’। অভিনেত্রী আলিয়া ভাটকে দেখে তখন অনেকেই ভেবেছিলেন, ‘এই পুঁচকে মেয়ে তো দারুণ ইঁচড়ে পাকা!’ কিন্তু সেই আলিয়া আর এখনকার আলিয়ার ভাবভঙ্গি, চলনবলন সবই মুদ্রার এপিঠ–ওপিঠ। হ্যাঁ, বয়সে তো বড় হয়েছেনই, ক্যারিয়ারে আসনও হয়েছে পোক্ত। কিন্তু এখানেই শেষ নয়...
১ দিন আগেবর্তমান সময়ে সুস্থ জীবনযাত্রার দিকে আমাদের আগ্রহ বেড়েছে। এর জন্য সবার আগে প্রয়োজন স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস। আমাদের সবার জানা, অতিরিক্ত চিনি খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। চিনি শুধু আমাদের ওজন বাড়ায় না এটি ডায়াবেটিস, হৃদ্রোগ এবং অন্যান্য গুরুতর স্বাস্থ্য সমস্যার ঝুঁকি বাড়াতে পারে...
২ দিন আগে