মোশারফ হোসেন
হলিউডের গ্রীষ্মকালীন মৌসুমের গোলাপি আভা ছড়িয়েছে গোটা বিশ্বে। সম্প্রতি মুক্তি পেয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্সের সিনেমা ‘বার্বি’। মুক্তির আগে থেকেই বিশ্বজুড়ে ট্রেন্ডে পরিণত হয় হলিউড সিনেমা ‘বার্বি’র গোলাপি পোশাক। মারগোট রবির বার্বি রূপ মাত করেছে হলিউড, বলিউড, ঢালিউড তারকাসহ সব স্তরের মানুষকে। তারকারা সিনেমার প্রিমিয়ার ও ফটোশুটে হুট করে হাজির হচ্ছেন বার্বির গোলাপি পোশাক ও গাউনে। সেই সব বিষয় একনজরে দেখে নেওয়া যাক।
মারগোট রবি
সিনেমার প্রিমিয়ার ও প্রচারের অংশ হিসেবে বেশ কয়েকটি অনুষ্ঠানে গোলাপি পোশাকে হাজির হন ‘বার্বি গার্ল’ মারগোট রবি। সর্বশেষ গোলাপি চামড়ার ছোট পোশাকে দেখা যায় তাঁকে। কোমরে ছিল রুপালি বেল্ট ও ম্যাচিং করা কানের দুল।
সিডনি কনটেম্পরারি আর্ট মিউজিয়ামের বার্বি পার্টিতে গোলাপি চেইনমেলইলের ছোট পোশাক পরেন রবি। পোশাকটিতে ছিল সুন্দর নেকলাইন আর স্কার্টের আমেজ। বার্বির আরেকটি প্রচারে ভিনটেজ গোলাপি লুকে তাক লাগান এই তারকা। অনুষ্ঠানে তিনি একটি ধাতব প্লিটেড মিনি-স্কার্ট, ক্রপ করা জাম্পার ও মোজা পরেন।
দীপিকা পাড়ুকোন
গোলাপি রঙের পোশাক পরে বার্বি ট্রেন্ডে যোগ দেন বলিউড কুইন দীপিকা পাড়ুকোন। দীপিকা অ্যাডিডাসের গোলাপি টপের সঙ্গে পরেন ম্যাচিং শর্টস। মেকআপে ভেজা ভাবের সঙ্গে ঠোঁটে পরেন ন্যুড লিপস্টিক। খোলা চুলে কালো টুপি এবং স্নিকার্স পায়ে ভক্তদের মনে জায়গা করে নেন তিনি।
ম্রুনাল ঠাকুর
ভারতীয় অভিনেত্রী ম্রুনাল ঠাকুর বার্বি ট্রেন্ডের পালে হাওয়া দিতে পরেছেন হালকা গোলাপি রঙের গাউন। এতে আছে সিকুইন
দিয়ে সাজানো ড্রপ প্যাটার্ন নেকলাইন। গাউনের বাম পা ঢাকা থাকলেও ডান দিকে হাঁটুর ওপর পর্যন্ত খোলামেলা। পায়ে রুপালি রঙের হালকা জুতার সঙ্গে ম্যাচিং করে লম্বা গড়নের কানের দুল পরেন ম্রুনাল ঠাকুর।
জিজি হাদিদ
সেলফ পোর্ট্রেট ক্যাম্পেইনের অংশ হিসেবে পা থেকে মাথা পর্যন্ত বার্বির গোলাপি লুকে বারান্দায় দাঁড়িয়ে ছবি তোলেন জিজি হাদিদ। তাঁর পরনে ছিল কলারযুক্ত ক্রপ জ্যাকেট, সামনে বোতামসহ ক্রপটপ ও মিনি স্কার্ট। সঙ্গে ছিল ম্যাচিং গোলাপি জুতা আর স্বর্ণকেশী চুল।
বিলি আইলিশ
সব সময় অদ্ভুত সব পোশাক পরে বিলি আইলিশ ভক্তদের চমকে দেন। এবার ‘বার্বি’র প্রিমিয়ার অনুষ্ঠানে ঢিলেঢালা ফ্যাকাশে গোলাপি পিনস্ট্রাইপ শার্ট, গাঢ় রঙের গোলাপি টাই, সিল্কের কালো পায়জামা পরে হাজির হন তিনি। হাতে ছিল গোলাপি ভিভিয়েন ওয়েস্টউড হ্যান্ডব্যাগ এবং স্নিকার্সের ভেতরে পরেন গোলাপি মোজা।
বাদ যাননি দেশীয় তারকারাও
বিশ্বের বিভিন্ন দেশের তারকাদের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশেও দেখা মিলেছে বার্বি উন্মাদনার। রাজধানীর স্টার সিনেপ্লেক্সে এসকেএস শাখায় সিনেমাটির প্রিমিয়ার অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঙ্গনের তরুণ তারকারা হাজির হন বার্বি লুকে। তাঁদের মধ্যে ছিলেন নৃত্যশিল্পী ও মডেল হৃদি শেখ, অভিনেত্রী আশনা হাবিব ভাবনা, জান্নাতুল ফেরদৌস পিয়া, সাফা কবির, মুমতাহিনা চৌধুরী টয়া, শাহতাজ, গায়িকা জেফার রহমানসহ অনেক তারকা ও কনটেন্ট ক্রিয়েটর।
সূত্র: ফ্যাশনিস্তা, ভ্যারাইটি ও অন্যান্য
হলিউডের গ্রীষ্মকালীন মৌসুমের গোলাপি আভা ছড়িয়েছে গোটা বিশ্বে। সম্প্রতি মুক্তি পেয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্সের সিনেমা ‘বার্বি’। মুক্তির আগে থেকেই বিশ্বজুড়ে ট্রেন্ডে পরিণত হয় হলিউড সিনেমা ‘বার্বি’র গোলাপি পোশাক। মারগোট রবির বার্বি রূপ মাত করেছে হলিউড, বলিউড, ঢালিউড তারকাসহ সব স্তরের মানুষকে। তারকারা সিনেমার প্রিমিয়ার ও ফটোশুটে হুট করে হাজির হচ্ছেন বার্বির গোলাপি পোশাক ও গাউনে। সেই সব বিষয় একনজরে দেখে নেওয়া যাক।
মারগোট রবি
সিনেমার প্রিমিয়ার ও প্রচারের অংশ হিসেবে বেশ কয়েকটি অনুষ্ঠানে গোলাপি পোশাকে হাজির হন ‘বার্বি গার্ল’ মারগোট রবি। সর্বশেষ গোলাপি চামড়ার ছোট পোশাকে দেখা যায় তাঁকে। কোমরে ছিল রুপালি বেল্ট ও ম্যাচিং করা কানের দুল।
সিডনি কনটেম্পরারি আর্ট মিউজিয়ামের বার্বি পার্টিতে গোলাপি চেইনমেলইলের ছোট পোশাক পরেন রবি। পোশাকটিতে ছিল সুন্দর নেকলাইন আর স্কার্টের আমেজ। বার্বির আরেকটি প্রচারে ভিনটেজ গোলাপি লুকে তাক লাগান এই তারকা। অনুষ্ঠানে তিনি একটি ধাতব প্লিটেড মিনি-স্কার্ট, ক্রপ করা জাম্পার ও মোজা পরেন।
দীপিকা পাড়ুকোন
গোলাপি রঙের পোশাক পরে বার্বি ট্রেন্ডে যোগ দেন বলিউড কুইন দীপিকা পাড়ুকোন। দীপিকা অ্যাডিডাসের গোলাপি টপের সঙ্গে পরেন ম্যাচিং শর্টস। মেকআপে ভেজা ভাবের সঙ্গে ঠোঁটে পরেন ন্যুড লিপস্টিক। খোলা চুলে কালো টুপি এবং স্নিকার্স পায়ে ভক্তদের মনে জায়গা করে নেন তিনি।
ম্রুনাল ঠাকুর
ভারতীয় অভিনেত্রী ম্রুনাল ঠাকুর বার্বি ট্রেন্ডের পালে হাওয়া দিতে পরেছেন হালকা গোলাপি রঙের গাউন। এতে আছে সিকুইন
দিয়ে সাজানো ড্রপ প্যাটার্ন নেকলাইন। গাউনের বাম পা ঢাকা থাকলেও ডান দিকে হাঁটুর ওপর পর্যন্ত খোলামেলা। পায়ে রুপালি রঙের হালকা জুতার সঙ্গে ম্যাচিং করে লম্বা গড়নের কানের দুল পরেন ম্রুনাল ঠাকুর।
জিজি হাদিদ
সেলফ পোর্ট্রেট ক্যাম্পেইনের অংশ হিসেবে পা থেকে মাথা পর্যন্ত বার্বির গোলাপি লুকে বারান্দায় দাঁড়িয়ে ছবি তোলেন জিজি হাদিদ। তাঁর পরনে ছিল কলারযুক্ত ক্রপ জ্যাকেট, সামনে বোতামসহ ক্রপটপ ও মিনি স্কার্ট। সঙ্গে ছিল ম্যাচিং গোলাপি জুতা আর স্বর্ণকেশী চুল।
বিলি আইলিশ
সব সময় অদ্ভুত সব পোশাক পরে বিলি আইলিশ ভক্তদের চমকে দেন। এবার ‘বার্বি’র প্রিমিয়ার অনুষ্ঠানে ঢিলেঢালা ফ্যাকাশে গোলাপি পিনস্ট্রাইপ শার্ট, গাঢ় রঙের গোলাপি টাই, সিল্কের কালো পায়জামা পরে হাজির হন তিনি। হাতে ছিল গোলাপি ভিভিয়েন ওয়েস্টউড হ্যান্ডব্যাগ এবং স্নিকার্সের ভেতরে পরেন গোলাপি মোজা।
বাদ যাননি দেশীয় তারকারাও
বিশ্বের বিভিন্ন দেশের তারকাদের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশেও দেখা মিলেছে বার্বি উন্মাদনার। রাজধানীর স্টার সিনেপ্লেক্সে এসকেএস শাখায় সিনেমাটির প্রিমিয়ার অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঙ্গনের তরুণ তারকারা হাজির হন বার্বি লুকে। তাঁদের মধ্যে ছিলেন নৃত্যশিল্পী ও মডেল হৃদি শেখ, অভিনেত্রী আশনা হাবিব ভাবনা, জান্নাতুল ফেরদৌস পিয়া, সাফা কবির, মুমতাহিনা চৌধুরী টয়া, শাহতাজ, গায়িকা জেফার রহমানসহ অনেক তারকা ও কনটেন্ট ক্রিয়েটর।
সূত্র: ফ্যাশনিস্তা, ভ্যারাইটি ও অন্যান্য
আপনি কি কখনো ভেবে দেখেছেন, শেফরা কেন এমন লম্বা টুপি পরেন? আর এই টুপিগুলো এত লম্বাই বা হয় কেন? এটি শুধু দেখানোর জন্য নয়, বরং এর সঙ্গে জড়িয়ে আছে শতাব্দী প্রাচীন এক ইতিহাস।
২ ঘণ্টা আগেসময়টা বর্ষাকাল হলেও গরম পড়ে বেশ ভালোই। এই গরমে অনেকের মাথার ত্বক ঘামে। যাঁদের চুল লম্বা, তাঁদের চুলে ঘাম জমে যায়। এ কারণে দুর্গন্ধের সমস্যা হয়। এর সহজ সমাধান হিসেবে প্রতিদিন চুল শ্যাম্পু করে অনেকে। কিন্তু প্রশ্ন হলো, রোজ কি চুলে শ্যাম্পু করা উচিত? তা ছাড়া যে নিয়মে শ্যাম্পু করা হচ্ছে, সেটা কি সঠিক?
৮ ঘণ্টা আগেগাজরের রস গুরুত্বপূর্ণ ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। এটি স্বাস্থ্যের জন্য নানা উপকার বয়ে আনে। যেমন চোখের স্বাস্থ্যের উন্নতি, ক্যানসার প্রতিরোধে সহায়তা এবং লিভারের সুরক্ষা।
১০ ঘণ্টা আগেঅতিরিক্ত চিনি খাওয়া ওজন বৃদ্ধি, ডায়াবেটিস, হৃদ্রোগ ও দাঁতের সমস্যার মতো নানান রোগ তৈরি করতে পারে। তাই চিনির পরিমাণ নিয়ন্ত্রণে রাখা প্রয়োজন। মনে রাখা দরকার, সব ধরনের চিনি শরীরের জন্য সমান ক্ষতিকর নয়।
১ দিন আগে