Ajker Patrika

অগ্রিম টিকিট বুকিংয়ে সালমানের রেকর্ড ভাঙলেন শাহরুখ

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৩, ১২: ৪৯
অগ্রিম টিকিট বুকিংয়ে সালমানের রেকর্ড ভাঙলেন শাহরুখ

গতকাল শুক্রবার থেকে শুরু হয়েছে শাহরুখের ‘জওয়ান’ সিনেমার অগ্রিম টিকিট বুকিং। অ্যাটলি কুমার পরিচালিত সিনেমাটি অগ্রিম টিকিট বুকিংয়ে দাপট দেখাচ্ছে ভারতজুড়ে। নিমেষে শেষ হচ্ছে প্রথম দিনের টিকিট টিকিট। ভারতীয় সংবাদমাধ্যম ডিএনএর এক প্রতিবেদনে জানিয়েছিল, গতকাল বেলা ৩টার মধ্যেই জওয়ানের ১ লাখ টিকিট বিক্রি হয়ে গেছে।

শুক্রবার সকাল ১০টা থেকে জওয়ানের অগ্রিম বুকিং শুরু হয়। বক্স অফিসের রিপোর্ট প্রদানকারী সাকনিল্ক জানিয়েছে, শুক্রবার সারা দিনে ২ লাখ ৭১ হাজার ১৭৬টি টিকিট বিক্রি হয়েছে। এর মধ্যে হিন্দিতে বিক্রি হয়েছে ২ লাখ ৬০ হাজার টিকিট, তামিলে ৩ হাজার ৭৫৪, আর তেলেগুতে ১০০৮টি টিকিট। প্রাথমিক প্রতিবেদনে তাঁরা জানিয়েছেন, প্রায় ৯ কোটি রুপির টিকিট বিক্রি করে ফেলেছে শাহরুখ খানের জওয়ান।

এদিকে ‘জওয়ান’ ইতিমধ্যেই সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’-এর অগ্রিম বুকিংয়ের রেকর্ড ভেঙে দিয়েছে। বছরের শুরুতে অগ্রিম টিকিট বিক্রির প্রথম দিনে ৩.৩৯ কোটি রুপি মূল্যের টিকিট বিক্রি করেছিল সিনেমাটি। এ ছাড়া ‘জওয়ান’-এর অগ্রিম বুকিংয়ের প্রথম দিনে ২ লাখ টিকিট বিক্রি হয়, কার্তিক আরিয়ান অভিনীত হরর কমেডি ‘ভুল ভুলাইয়া ২’ এবং পরিচালক মণি রত্নমের সিনেমা ‘পন্নিয়িন সেলভান ২’-এর অগ্রিম বুকিংয়ের রেকর্ডও ভেঙেছে শাহরুখের জওয়ান।

‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমার পোস্টারশাহরুখের স্পাই থ্রিলার ‘পাঠান’, এই বছরের শুরুতে মুক্তি পেয়ে ১০০০ কোটি রুপির চেয়ে বেশি আয় করেছিল। সিনেমাটি ৩২ কোটি রুপির অগ্রিম বুকিং করেছিল, যা যেকোনো হিন্দি সিনেমার জন্য সর্বোচ্চ। এস এস রাজামৌলির তেলুগু সিনেমা ‘আরআরআর’ গত বছর অগ্রিম বুকিংয়ে ৫৮ কোটি রুপির ব্যবসা করেছিল। ‘জওয়ান’-এর এখনো অগ্রিম বুকিংয়ের জন্য আরও পাঁচ দিন সময় বাকি আছে। তাই এখনো সম্ভাবনা আছে শাহরুখ ‘জওয়ান’ দিয়ে পাঠানের রেকর্ড ভেঙে দেবেন।

বক্স অফিসে পাঠানঝড়ের পর, এবার ‘জওয়ান’ সুনামির অপেক্ষায় শাহরুখ ভক্তরা। ২০২৩ সালে এটি শাহরুখ খানের দ্বিতীয় রিলিজ হতে চলেছে। পাঁচ বছরের অপেক্ষা সুদে-আসলে যেন পুষিয়ে দিচ্ছেন বলিউড বাদশা শাহরুখ।

‘জওয়ান’ পরিচালনার দায়িত্বে রয়েছেন দক্ষিণের জনপ্রিয় নির্মাতা অ্যাটলি কুমার। হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় মুক্তি পাবে সিনেমাটি। এটিই শাহরুখের প্রথম প্যান ইন্ডিয়া রিলিজ হতে চলেছে। এই সিনেমায় দক্ষিণী সুন্দরী নয়নতারার সঙ্গে প্রথমবার পর্দায় রোমান্স করতে দেখা যাবে শাহরুখ খানকে। সিনেমাটিতে খলনায়কের চরিত্রে অভিনয় করেছেন বিজয় সেতুপতি। এ ছাড়া দেখা মিলবে সানিয়া মালহোত্রা, প্রিয়ামণি, সুনীল গ্রোভার, ঋদ্ধি ডোগরার মতো তারকাদের। বিশেষ চরিত্রে থাকছেন দীপিকা পাড়ুকোন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে ছেলের বঁটির আঘাতে এসআই আহত, আটক ২

সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় সমন্বয়ক পরিচয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৫

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত