Ajker Patrika

আশিকি ৩ সিনেমায় দীপিকা ও কার্তিক

আশিকি ৩ সিনেমায় দীপিকা ও কার্তিক

‘আশিকি ৩’ সিনেমায় নায়ক হচ্ছেন কার্তিক আরিয়ান। খবরটি পুরোনো। তবে নতুন আশিকিতে কার্তিকের সঙ্গে কাকে দেখা যাবে, তা নিয়ে বলিপাড়ার গুঞ্জনটা নতুন। কিছুদিন আগে শোনা গিয়েছিল, এ সিনেমায় কার্তিকের নায়িকা হবেন সারা আলী খান। ইমতিয়াজ আলীর ‘লাভ আজকাল’ সিনেমায় প্রথম একসঙ্গে অভিনয় করেন কার্তিক ও সারা। সেখান থেকেই তাঁদের প্রেম। তবে সে সম্পর্ক বেশি দিন টেকেনি। পরিচালক অনুরাগ বসু তাই ভেবেছিলেন, কার্তিক ও সারার বাস্তবের প্রেম ও বিচ্ছেদকে পর্দায় তুলে ধরবেন। সারাও নাকি রাজি হয়ে গিয়েছিলেন। তবে ইদানীং শোনা যাচ্ছে, এ সিনেমায় কাজ করতে আপত্তি জানিয়েছেন সারা।

নতুন খবর, ‘আশিকি ৩’ সিনেমার মুখ্য নারী চরিত্রের জন্য ভাবা হচ্ছে দীপিকা পাড়ুকোনকে। একাধিক ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, দীপিকা নাকি এরই মধ্যে সিনেমার চিত্রনাট্য় পড়েছেন। ক্যাটরিনার কাছেও এ সিনেমার প্রস্তাব গিয়েছিল প্রযোজনা প্রতিষ্ঠানের তরফ থেকে। তবে পরিচালক অনুরাগ চাইছেন দীপিকাকে নিতে।

কার্তিকের কথায়, ‘আশিকি সিনেমা দেখে ও গান শুনেই আমার বড় হওয়া। সেই সিনেমার সিক্যুয়েলে অভিনয় করার সুযোগ পেয়েছি, এটাই তো অনেক। অনুরাগ বসু আমার খুব প্রিয় পরিচালক। তাঁর সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি এটা সত্যিই ভাগ্যের ব্যাপার।’ জানা গেছে, ডিসেম্বর থেকেই শুরু হচ্ছে ‘আশিকি ৩’ সিনেমার শুটিং। সাধারণত ‘আশিকি’তে নতুন মুখ নেওয়া হয়। তবে ‘আশিকি ৩’-এর ক্ষেত্রে সেই পরম্পরার ব্যতিক্রম হতে চলেছে।

১৯৯০ সালে মুক্তি পেয়েছিল ‘আশিকি’র প্রথম পর্ব, অভিনয়ে ছিলেন রাহুল রায় ও আনু আগারওয়াল। সিনেমাটি বক্স অফিসে ঝড় তুলেছিল। সেই ধারাবাহিকতা দেখা গিয়েছিল ২০১৩ সালে আশিকি টু মুক্তির পর। এ পর্বে জুটি বাঁধেন আদিত্য রায় কাপুর ও শ্রদ্ধা কাপুর। এ সিনেমার গল্প, গান—সবই প্রশংসিত হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত