Ajker Patrika

দেশে হিন্দি সিনেমার যাত্রা শুরু, ৪১ হলে মুক্তি পাচ্ছে ‘পাঠান’

দেশে হিন্দি সিনেমার যাত্রা শুরু, ৪১ হলে মুক্তি পাচ্ছে ‘পাঠান’

দেশের হিন্দি সিনেমাপ্রেমীদের অপেক্ষা শেষ হচ্ছে আজ। অনেক চড়াই-উতরাই পেরিয়ে আজ সারা দেশের ৪১টি সিনেমা হলে মুক্তি পাচ্ছে শাহরুখ খান অভিনীত সিনেমা ‘পাঠান’। চলচ্চিত্রের ১৯ সংগঠনের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১১ এপ্রিল দেশের প্রেক্ষাগৃহে উপমহাদেশীয় সিনেমা প্রদর্শনের অনুমতি দেয় তথ্য মন্ত্রণালয়।তবে জুড়ে দেওয়া হয় পাঁচটি শর্ত। সে শর্ত মেনেই আজ মুক্তি পাচ্ছে পাঠান। এর মধ্য দিয়ে দেশের প্রেক্ষাগৃহগুলোতে হিন্দি সিনেমা প্রদর্শনীর আনুষ্ঠানিক যাত্রা শুরু হচ্ছে।

পাঠান সিনেমাটি আমদানি করেছে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী ও চলচ্চিত্র পরিচালক অনন্য মামুন বলেন, ‘সিনেমাটি ৪১টি হলে মুক্তি দেওয়া হচ্ছে। এর মধ্যে ৮টি মাল্টিপ্লেক্স ও ৩৩টি সিঙ্গেল স্ক্রিন সিনেমা হল। আরও অনেক হলের মালিকেরা সিনেমাটি প্রদর্শনের জন্য চেয়েছিলেন কিন্তু সেসব হলে পর্যাপ্ত সুযোগ-সুবিধা না থাকার কারণে আমরা সিনেমাটি দিইনি।

এ ছাড়া আমাদের একটি ব্যবসায়িক পরিকল্পনা রয়েছে। আমরা চাচ্ছি বক্স অফিস কার্যকরের জন্য। কোন সিনেমা হলে কোন শোতে কতগুলো টিকিট বিক্রি হয়েছে, মুহূর্তেই যেন জানা যায়। নিজস্ব সার্ভারের আওতায় ছবিটি মুক্তি দেওয়া হচ্ছে। এখনই হয়তো সব হলে ই-টিকিটিং চালু করা সম্ভব হচ্ছে না। তবে এক-দুই সপ্তাহের মধ্যেই আমরা সব হলে ই-টিকিটিং চালু করব। এর ফলে দর্শকেরা ঘরে বসেই হলের টিকিট কিনতে পারবেন।’

দীর্ঘদিন ধরে দর্শকখরায় ভুগছিল সিনেমা হলগুলো। তাই হলমালিকদের দাবি ছিল, হল বাঁচাতে হিন্দি সিনেমা আমদানির মাধ্যমে দর্শকদের হলমুখী করার। পাঠান আমদানির মাধ্যমে সে উদ্দেশ্য পূরণ হবে কি না জানতে চাইলে অনন্য মামুন বলেন, ‘ইতিমধ্যে হলমালিকদের মধ্যে হলের স্ক্রিন, সাউন্ড, পরিবেশ উন্নত করার জন্য একটা প্রতিযোগিতা লক্ষ করা যাচ্ছে। আমরা এটাই চেয়েছিলাম, হলগুলো যেন উন্নত হয়। এ ছাড়া হল থেকে কত টাকা আয় হচ্ছে তা ই-টিকিটিংয়ের মাধ্যমে সঙ্গে সঙ্গেই জানা যাবে। আর আমাদের দর্শক যে শাহরুখ খানকে পর্দায় দেখতে চায়, সেটা পাঠানের অগ্রিম টিকিট বিক্রির হিসাব দেখলেই বোঝা যাচ্ছে।’

৮ বছর পর দেশে হিন্দি সিনেমা 
দেশ স্বাধীন হওয়ার পর গত ৫২ বছরে এটি মুক্তিপ্রাপ্ত দ্বিতীয় হিন্দি সিনেমা। এর আগে ২০১৫ সালে দেশের হলে মুক্তি পেয়েছিল সালমান খানের ‘ওয়ান্টেড’ সিনেমাটি। সে সময় চলচ্চিত্র সংগঠনগুলোর আন্দোলনের কারণে নামিয়ে দেওয়া হয়েছিল সিনেমাটি। এবার অবশ্য চলচ্চিত্রের ১৯ সংগঠনের আবেদনের পরিপ্রেক্ষিতেই উপমহাদেশীয় সিনেমা প্রদর্শনের অনুমতি দেওয়া হয়েছে।

৪১ হলে ২০৬ শো
প্রথম সপ্তাহে ৪১টি হলে মুক্তি পাচ্ছে পাঠান। এর মধ্যে ৮টি মাল্টিপ্লেক্স ও ৩৩টি একক সিনেমা হল। প্রতিদিন চলবে ২০৬টি শো। দেশের সবচেয়ে বড় মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্সে প্রতিদিন ৩৪টি শো চলবে। ব্লকবাস্টার সিনেমাসে প্রতিদিন ৯টি শো চলবে। পুরান ঢাকার লায়ন সিনেমাসে প্রতিদিন ৭টি, বগুড়ার মধুবন সিনেপ্লেক্সে ৪টি, চট্টগ্রামের সিলভার স্ক্রিনে ৪টি এবং গ্র্যান্ড সিলেট হোটেল মুভি থিয়েটারে ৩টি করে শো প্রদর্শিত হবে। এ ছাড়া সিঙ্গেল স্ক্রিনগুলোতে রয়েছে ৪টি করে শো। 

অগ্রিম টিকিট বিক্রিতে রেকর্ড 
‘পাঠান’ সিনেমার অগ্রিম টিকিট বিক্রি শুরুর পর থেকে বিপুল সাড়া পাওয়া যাচ্ছে। খোঁজ নিয়ে জানা গেছে, সিনেপ্লেক্সগুলোতে প্রথম দিনের সব টিকিট বিক্রি হয়ে গেছে। শুধু প্রথম দিন নয়, দ্বিতীয় দিনের বেশির ভাগ শোর টিকিটও পাওয়া যাচ্ছে না। বোঝাই যাচ্ছে ভারতে বক্স অফিসের রেকর্ড গড়ার পর সিনেমাটি বাংলাদেশের বক্স অফিসেও সাফল্যের সাক্ষী হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত