Ajker Patrika

অ্যাকশনে ঝুঁকছেন নায়িকারা

আপডেট : ১৮ মার্চ ২০২৩, ০৮: ২৭
অ্যাকশনে ঝুঁকছেন নায়িকারা

গত কয়েক বছরে ভারতের যেসব সিনেমা দেখতে হলে ভিড় করেছেন দর্শক, সেগুলোর বেশির ভাগই অ্যাকশননির্ভর। ‘বিক্রম’, ‘কেজিএফ টু’, ‘পুষ্পা’ থেকে ‘পাঠান’—অ্যাকশন সিনেমার জয়জয়কার দেখা গেছে বক্স অফিসে। প্রযোজক, নির্মাতা থেকে শুরু করে অভিনয়শিল্পীরা এখন তাই আস্থা রাখছেন অ্যাকশনে। বলিউডের নায়িকারাও ইদানীং এ ধরনের গল্প বেশি পছন্দ করছেন।

ভারতীয় সিনেমায় লেডি অ্যাকশন নতুন প্রবণতা নয়। বিভিন্ন সময়ে দুর্দান্ত অ্যাকশন চরিত্রে দেখা গেছে অনেক নায়িকাকে। তবে সম্প্রতি এ ধারা আরও বেশি নজরে পড়ছে। দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কাইফ, আলিয়া ভাট কিংবা টাবু—সবাই এ ঘরানার সিনেমা করছেন। হলিউডে প্রিয়াঙ্কা চোপড়াও কাজ করছেন অ্যাকশন জনরায়। আলিয়া ভাট হলিউডে ‘হার্ট অব স্টোন’ নামে যে প্রজেক্ট করছেন, সেটিও অ্যাকশননির্ভর।

এ বছরের বহুল আলোচিত সিনেমা ‘পাঠান’-এ দীপিকাকে ভয়ংকর সব স্টান্ট করতে দেখা গেছে। সেসব দৃশ্যে প্রশংসিত হয়েছেন অভিনেত্রী। আগামী দুটি প্রজেক্টেও তাঁকে মারপিট করতে দেখা যাবে। সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় ‘ফাইটার’ সিনেমায় হৃতিক রোশনের সঙ্গে থাকছেন দীপিকা। এ সিনেমায় তিনি অভিনয় করছেন এয়ারফোর্স পাইলটের চরিত্রে। ‘ফাইটার’-এর নির্মাতা দাবি করছেন, এর আগে ভারতীয় সিনেমায় এমন এরিয়াল অ্যাকশন দেখা যায়নি। এ সিনেমায় নাকি ফাইটে হৃতিককে টক্কর দিয়েছেন দীপিকা। আসাম, কাশ্মীর, হায়দরাবাদসহ অনেক লোকেশনে সিনেমাটির কিছু অংশের শুটিং হয়েছে। আগামী এপ্রিলে আবারও ‘ফাইটার’-এর নতুন শিডিউলের কাজ করবেন হৃতিক-দীপিকা।

 ‘টাইগার জিন্দা হ্যায়’ সিনেমার মহড়ায় ক্যাটরিনা কাইফ	ফাইটার ছাড়াও রোহিত শেঠির ‘সিংহাম অ্যাগেইন’ সিনেমায় অ্যাকশন অবতারে হাজির হবেন দীপিকা। রোহিতের কপ ইউনিভার্সে এবার নতুন সংযোজন তিনি। জানা গেছে, আগামী জুলাই থেকে শুরু হবে নতুন সিংহামের শুটিং। মুক্তি পাবে আগামী বছরের দীপাবলিতে। অন্যদিকে ক্যাটরিনা কাইফ ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজি দিয়ে নাম লিখিয়েছিলেন অ্যাকশনে। এপ্রিলে মুক্তি পাবে এ সিনেমার তৃতীয় সিক্যুয়েল। এতে সালমান খানের সঙ্গে ক্যাটরিনাকেও ভয়ংকর সব স্টান্ট করতে দেখা যাবে।

টাবুও হাজির হয়েছেন অ্যাকশনে। অজয় দেবগন পরিচালিত ‘ভোলা’ সিনেমায় তিনি অভিনয় করেছেন পুলিশ কর্মকর্তার চরিত্রে। এর আগেও পর্দায় পুলিশ হয়েছেন তিনি, কিন্তু এতটা মারপিট করতে দেখা যায়নি। টাবু জানিয়েছেন, ‘ভোলা’ সিনেমায় অজয় তাঁকে দিয়ে কঠিন সব অ্যাকশন দৃশ্য করিয়েছেন। ট্রেলার প্রকাশের পর সেসব দৃশ্যে প্রশংসিত হচ্ছেন অভিনেত্রী। সিনেমাটি মুক্তি পাবে ৩০ মার্চ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত